cs-0191
স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) বিক্রয়
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে সরকার নির্ধারিত মূল্য পরিশোধপূর্বক যে কেউ স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) মওজুদ থাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ ঘণ্টা
আনুমানিক ১-২ ঘণ্টা
প্রয়োজনীয় ফি
১২৫-২০০ টাকা
রিং- ১২৫/- টাকা প্রতিটি
স্ল্যাব- ২০০/- টাকা প্রতিটি
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
অফিস সহকারী/ক্লার্ক কাম টাইপিস্ট (সিসিটি)
প্রয়োজনীয় কাগজপত্র
প্রযোজ্য নয়
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য নয়
সংশ্লিষ্ট আইন ও বিধি
রিং-স্ল্যাব বিক্রয়সংক্রান্ত অধিদপ্তরের আদেশপত্র
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপজেলা সহকারী/উপ-সহকারী প্রকৌশলী