cs-0175
ফিঙ্গার প্রিন্ট-সংবলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছা...
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধনপূর্বক ফিঙ্গার প্রিন্ট এনরোলমেন্ট করা হয়। কর্মীদের গন্তব্য দেশের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। অতঃপর বহির্গমন ছাড়পত্রের জন্য কর্মীবৃন্দ আবেদন করেন। আবেদনপ্রাপ্তির পর কর্মীদের ভিসার সঠিকতা যাচাই, নিয়োগকর্তার সাথে সম্পাদিত চুক্তিপত্র, অঙ্গীকারনামা যাচাই শেষে বহির্গমন অনুমোদন করা হয় এবং স্মার্... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩ দিন
সর্বোচ্চ ৩ দিন
প্রয়োজনীয় ফি
৩০৫০ টাকা থেকে ৩৪৫০ টাকা পর্যন্ত
৩০৫০ টাকা থেকে ৩৪৫০ টাকা পর্যন্ত
সেবা প্রাপ্তির স্থান
১. জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সদর দপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মহাপরিচালক
২. পরিচালক (বহির্গমন)
৩. উপ-পরিচালক (বহির্গমন)
৪. সহকারী পরিচালক (বহির্গমন)
৫. সংশ্লিষ্ট অন্যান্য
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনপত্র
২. পাসপোর্ট
৩. ভিসা কপি
৪. কাজের চুক্তিপত্র
৫. কর্মী, রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তার অঙ্গীকারনামা
সেবা প্রাপ্তির শর্তাবলি
১. পাসপোর্ট, নিবন্ধন, ভিসা, কাজের চুক্তিপত্র যথাযথ থাকা
২. ব্রিফিং/প্রশিক্ষণ গ্রহণ
৩. সরকার বা নিয়োগকর্তা প্রদত্ত চাকরির শর্তাবলি যথাযথ প্রতিপালন।
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. বহির্গমন বিধিমালা-২০০২
২. মানব পাচার নিরোধ আইন-২০১২
৩. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)