beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থাপক বরাবর চাহিত অঙ্গের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদনের সময় উক্ত অঙ্গের নির্ধারিত মূল্যের ৫০% অগ্রিম পরিশোধ করতে হয়। অতঃপর অফিস থেকে কৃত্রিম অঙ্গ সরবরাহের সময় আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। সে মোতাবেক আবেদনকারী নির্ধারিত তারিখে অবশিষ্ট ৫০% মূল্য পরিশোধ করে কৃত্রিম অঙ্গ গ্রহণ করেন।

... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-৩০ দিন
আবেদনপ্রাপ্তি ১৫-৩০ দিনের মধ্যে
প্রয়োজনীয় ফি
১৯৫/- - ৮০০৬/-
কৃত্রিম পা: ১. অনড়াব শহবব -৮০০৬/- ২. ইবষড়ি শহবব-৪৪৮৫/- ৩. থ্রো নী-৮৫১৩/- ৪. ক্যাচ-১৯৫/- ৫. হেয়ারিং এইড ২১০৭/-
সেবা প্রাপ্তির স্থান
ইআরসিপিএইচ
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উৎপাদন ব্যবস্থাপক
প্রয়োজনীয় কাগজপত্র

ব্যবস্থাপনাপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরাসরি ৫০% অগ্রিম প্রদানসাপেক্ষে

সংশ্লিষ্ট আইন ও বিধি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

প্রতিবন্ধীবিষয়ক জাতীয় নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক ইআরসিপিএইচ পরিচালক (প্রতিষ্ঠান)