beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0165

সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়পত্র অর...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারী টোকেন কাউন্টারে বিল দাখিল করেন। জুনিয়র অডিটর বিলে টোকেন নং দিয়ে অডিটরের নিকট দাখিল করেন। অডিটর বিলে পে-অর্ডার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রিকরত অফিস প্রধানের নিকট প্রেরণ করেন। বিল পাস হওয়ার পর জুনিয়র অডিটর এডভাইস লিখেন এবং স্বাক্ষরের জন্য উপজেলা অ্যাকাউন্টস অফিসারের নিকট উপস্থাপন করেন। পাসকৃত বিল অনুযায়ী এডভাইস স্বাক্ষর... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৭ দিন
৭ দিন
প্রয়োজনীয় ফি
সংশ্লিষ্ট বিল হতে বিধি মোতাবেক ভ্যাট/আয়কর কর্তন করা হয়
সংশ্লিষ্ট বিল হতে বিধি মোতাবেক ভ্যাট/আয়কর কর্তন করা হয়
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/জেলা/বিভাগীয়/ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ২. সুপার ৩. অডিটর ৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র

সিএও অফিসের অথরিটি, বিল, ছাড়কৃত বাজেট, ডিডিওর স্বাক্ষরযুক্ত বরাদ্দপত্র, মঞ্জুরীপত্র, ক্ষমতা পত্র।

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি খাত থেকে পরিশোধযোগ্য হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

এসআর ২৫৪-২৫৮

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ ২. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ৩. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা