beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0160

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ইউনিয়ন/পৌর সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক জরিপকৃত এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবহিতকরণের মাধ্যমে ঋণপ্রার্থীদের নিকট থেকে ৫-২০ হাজার টাকার ঋণের আবেদন ও স্কিম গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদন ও স্কীম যাচাই-বাছাই করে ফিল্ড সুপারভাইজার সুপারিশসহ একটি খসড়া তালিকা প্রস্তুত করে উপজেলা/শহর সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। উপজেলা/শহর সমাজসেবা বাস্ত... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-৩ মাস
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর পিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। (সম্ভাব্য সময় ১-৩ মাস)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
৮০টি শহর সমাজসেবা ও ৪৮৬টি উপজেলা সমাজসেবা অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন/পৌর সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
প্রয়োজনীয় কাগজপত্র

-নির্ধারিত ফরমে আবেদন

-প্রতিবন্ধিতার সনদপত্র

-পাসপোর্ট সাইজের ছবি

-নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০,০০০/-  (ষাট হাজার) টাকার কম

সংশ্লিষ্ট আইন ও বিধি

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০১০

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়