beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0153

বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে অবহিতকরণ করা হয়। আগ্রহী কর্মীবৃন্দ অনলাইনে আবেদন ফরম পূরণপূর্বক দাখিল করেন। বিদেশগমনেচ্ছু কর্মীদের সঠিকভাবে নিবন্ধন করার পর ডাটাবেজে সংরক্ষণ করা হয়। সাথে সাথে নিবন্ধনকৃত কর্মীদের বৈদেশিক চাকরি সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩ দিন
সর্বোচ্চ ৩ দিন
প্রয়োজনীয় ফি
১৫০ টাকা থেকে ২৫০ টাকা
১৫০ টাকা থেকে ২৫০ টাকা
সেবা প্রাপ্তির স্থান
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সহকারী-পরিচালক ২. ডাটাবেজ নেটওয়ার্ক কর্মকর্তা। ৩. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (ডিএমও)
প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র

২. শিক্ষাগত যোগ্যতার সনদ

৩. জাতীয় পরিচয়পত্র

৪. পাসপোর্ট/ভিসার কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

    ৫. ১ কপি রঙিন ছবি

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. বিদেশগমনেচ্ছু প্রাপ্তবয়স্ক পুরুষ/মহিলা

২. শারীরিকভাবে স্স্থু ও কর্মক্ষম হতে হবে

    ৩. প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. বহির্গমন অধ্যাদেশ-১৯৮২ ও বহির্গমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন-২০১২

৩. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

     ৪. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)