beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0151

মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইস্যু ও মেয়াদ বৃদ্ধি

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
  1. অন লাইনে/হাতে পূরণকৃত মেশিন রিডেবল ভিসা (এমআরভি) আবেদন ফরম, ছবি ও ভিসার শ্রেণি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে দাখিল করতে হয়।
  2. কম্পিউটারে তথ্য এন্ট্রি করা হয়।
  3. প্রযোজ্য ক্ষেত্রে পেমেন্ট ভেরিফিকেশন, অনুকূল পুলিশ প্রতিবেদন, নিরাপত্তা ছাড়পত্র, কার্যানুমতি ভেরিফিকেশন, গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি এবং কর্তৃপক্ষের... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩-৪৫ দিন
৩-৪৫ দিন (শ্রেণিভেদে এবং অনূকূল তদন্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে)
প্রয়োজনীয় ফি
ভিসার শ্রেণি ও দেশ ভিত্তিক নির্ধারিত
ভিসার শ্রেণি ও দেশ ভিত্তিক নির্ধারিত
সেবা প্রাপ্তির স্থান
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পররাষ্ট্র মন্ত্রণালয়/ বিদেশস্থ বাংলাদেশ মিশন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মহাপরিচালক/অতিরিক্ত মহাপরিচালক/ পরিচালক/উপ-পরিচালক/সহকারী পরিচালক/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ২. পরিচালক/উপ-পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ৫. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৪. বাংলাদেশ মিশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৫. পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট, পাসপোর্ট ও ভিসার ফটোকপি, আবেদন ফরম, ছবি, প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক রসিদ, স্পন্সরশিপ লেটার, ওয়ার্ক পারমিট, নিরাপত্তা সনদ এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন (শ্রেণিভেদে, রেসিপ্রেসিটি অনুযায়ী)।

সেবা প্রাপ্তির শর্তাবলি

ন্যূনতম ৬ মাস মেয়াদে বৈধ পাসপোর্ট, কালো তালিকামুক্ত হওয়া, ফিস ও প্রযোজ্য ক্ষেত্রে এসবি, এনএসআই রিপোর্ট ও অন্যান্য গোয়েন্দা সংস্থার অনুকূল প্রতিবেদন (রেসিপ্রোসিটি অনুযায়ী)।

সংশ্লিষ্ট আইন ও বিধি

১.ভিসা ম্যানুয়াল

২.  ভিসা নীতিমালা, ২০০৬ (২০০৭ সালে সংশোধিত)

3.  Reciprocity

4.  Foreigner‌'s Act, 1946

5.  Foreigner's Order, 1951

6.  Registration of Foreigner's Rules, 1966

7.  Bi-lateral agreement

8.  MOU

9.  Multi-Lateral agreement

১০. সময়ে সময়ে নির্ধারিত নির্বাহী

     আদেশ 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর/সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়