cs-0151
মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইস্যু ও মেয়াদ বৃদ্ধি
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
- অন লাইনে/হাতে পূরণকৃত মেশিন রিডেবল ভিসা (এমআরভি) আবেদন ফরম, ছবি ও ভিসার শ্রেণি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে দাখিল করতে হয়।
- কম্পিউটারে তথ্য এন্ট্রি করা হয়।
- প্রযোজ্য ক্ষেত্রে পেমেন্ট ভেরিফিকেশন, অনুকূল পুলিশ প্রতিবেদন, নিরাপত্তা ছাড়পত্র, কার্যানুমতি ভেরিফিকেশন, গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি এবং কর্তৃপক্ষের... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩-৪৫ দিন
৩-৪৫ দিন (শ্রেণিভেদে এবং অনূকূল তদন্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে)
প্রয়োজনীয় ফি
ভিসার শ্রেণি ও দেশ ভিত্তিক নির্ধারিত
ভিসার শ্রেণি ও দেশ ভিত্তিক নির্ধারিত
সেবা প্রাপ্তির স্থান
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পররাষ্ট্র মন্ত্রণালয়/ বিদেশস্থ বাংলাদেশ মিশন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মহাপরিচালক/অতিরিক্ত মহাপরিচালক/ পরিচালক/উপ-পরিচালক/সহকারী পরিচালক/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর
২. পরিচালক/উপ-পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস
৫. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
৪. বাংলাদেশ মিশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
৫. পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট, পাসপোর্ট ও ভিসার ফটোকপি, আবেদন ফরম, ছবি, প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক রসিদ, স্পন্সরশিপ লেটার, ওয়ার্ক পারমিট, নিরাপত্তা সনদ এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন (শ্রেণিভেদে, রেসিপ্রেসিটি অনুযায়ী)।
সেবা প্রাপ্তির শর্তাবলি
ন্যূনতম ৬ মাস মেয়াদে বৈধ পাসপোর্ট, কালো তালিকামুক্ত হওয়া, ফিস ও প্রযোজ্য ক্ষেত্রে এসবি, এনএসআই রিপোর্ট ও অন্যান্য গোয়েন্দা সংস্থার অনুকূল প্রতিবেদন (রেসিপ্রোসিটি অনুযায়ী)।
সংশ্লিষ্ট আইন ও বিধি
১.ভিসা ম্যানুয়াল
২. ভিসা নীতিমালা, ২০০৬ (২০০৭ সালে সংশোধিত)
3. Reciprocity
4. Foreigner's Act, 1946
5. Foreigner's Order, 1951
6. Registration of Foreigner's Rules, 1966
7. Bi-lateral agreement
8. MOU
9. Multi-Lateral agreement
১০. সময়ে সময়ে নির্ধারিত নির্বাহী
আদেশ
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর/সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়