beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0147

কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিসিক ওয়েবসাইট/পত্রিকায় বিজ্ঞাপন এবং মাঠকর্মীদের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে উদ্যোক্তাদের অবহিতকরণ করা হয়। উদ্যোক্তাদের নিকট হতে প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ আবেদন গ্রহণ করা হয়। প্রয়োজনে কারখানা পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফের সুপারিশ ক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
7-9 কর্মদিবস
7-9 কর্মদিবস
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্প সহায়ক কেন্দ্র প্রধান
প্রয়োজনীয় কাগজপত্র

১. জমি/দালানকোঠার মালিকানা/ভাড়ার প্রমাণপত্র

২. যন্ত্রপাতি/সরঞ্জামাদি ক্রয়ের রসিদ, ঋণপত্র/মেশিনের ইনভয়েস এলসি কপি ব্যাংক কর্তৃক সত্যায়িত

৩. কারখানার হালসনের ট্রেড লাইসেন্স

৪. উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র

৫. ঋণে স্থাপিত প্রতিষ্ঠানের বেলায় প্রকল্প প্রতিবেদন/সমীক্ষার প্রতিবেদন

৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি- ১ কপি

    ৭. বিসিক নিবন্ধনপত্র আপ টু ডেট

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

শিল্পনীতির আলোকে

সংশ্লিষ্ট আইন ও বিধি

BSCIC Act of parliament 1957, ও শিল্পনীতির ২০১০-এর আলোকে

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
শিল্প সহায়ক কেন্দ্র প্রধান বা আঞ্চলিক পরিচালক