cs-0146
সরকারি কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
কোনো কর্মকর্তা/কর্মচারী ট্রেজারি চালানে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য আসলে খাত অনুযায়ী কোড নং যাচাই করে উপজেলা হিসাবরক্ষণ অফিসার স্বাক্ষর করেন।
বর্ণনা: ইউএও’র ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে অনলাইন চালান ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩০ মিনিট
৩০ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. ইউএও
২. সুপার
৩. অডিটর
৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র
জমাকৃত অর্থের চালান
সেবা প্রাপ্তির শর্তাবলি
সরকারি কোষাগারে জমাকৃত অর্থের ক্ষেত্রে প্রযোজ্য
সংশ্লিষ্ট আইন ও বিধি
টিআর-৭-১০ এবং এসআর-১১-১৯
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ
২. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস
৩. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা