beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0131

উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিসিক ওয়েবসাইট, পত্রিকায় বিজ্ঞাপন এবং মাঠকর্মীদের মাধ্যমে ঋণ সহায়তা প্রদানসংক্রান্ত বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করা হয়। ঋণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণকে বাংলাদেশ ব্যাংকের অভিন্ন ঋণ ফরমে ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন করতে হয়। সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র ও কাগজপত্রাদি যাচাই-বাছাই এবং প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করে সব কিছু সঠিক পাও... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০-২০ দিন
০১। ক্ষুদ্র শিল্পের ঋণের জন্য-২০ কার্যদিবস; ০২। কুটির শিল্পের ঋণের জন্য -১০ কার্যদিবস
প্রয়োজনীয় ফি
১০-৫০ টাকা
১. ক্ষুদ্র শিল্প: ৫০/- টাকা ২. কুটির শিল্প: ১০/-টাকা
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপক/শিসকে প্রধান
প্রয়োজনীয় কাগজপত্র

১.   বিসিক নির্ধারিত ফরমে আবেদনপত্র

২.   আবেদনপত্র ক্রয়ের রসিদ

৩.  কারখানার জমি/দালানকোঠার মালিকানা/ভাড়ার প্রমাণপত্র

৪.   যন্ত্রপাতি/সরঞ্জামাদি কোটেশন ইত্যাদি

৫.   কারখানার হালসনের ট্রেড লাইসেন্স

৬.  উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র

৭.   আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি- ৪কপি

৮.  গ্যারান্টারের অঙ্গীকারনামা

    ৯.  ডিমান্ড ফর প্রমিসরি নোট সম্পাদন

সেবা প্রাপ্তির শর্তাবলি

শিল্পনীতির আলোকে

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

BSCIC Act of parliament 1957

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
শিল্প সহায়ক কেন্দ্র প্রধান বা আঞ্চলিক পরিচালক