beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0129

মূলধন গঠন (শেয়ার ও সঞ্চয়)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

অনুমোদিত দল/সমিতির সদস্যদের নিকট থেকে সাপ্তাহিক/পাক্ষিক সভার দিন শেয়ার/সঞ্চয় জমার জন্য উৎসাহ প্রদান এবং পাসবহিতে লিপিবদ্ধ করে শেয়ার/সঞ্চয় আদায় করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় সমিতি/দলের সাপ্তাহিক আদায় শিটে লিপিবদ্ধ করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় তিন পার্ট চালানের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। ব্যাংক জমা অনুযায়ী উপজেলা অফিস ও দল/সমিতির হিসাব বহিতে লিপিবদ্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫ দিন
সভার দিন (সপ্তাহে এক বার)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

১. সঞ্চয় পাসবহি

২. সমিতি/দলের সঞ্চয় রেজিস্টার

৩. সাধারণ খতিয়ান

৪. জমা-খরচ বহি

৫. সাপ্তাহিক/পাক্ষিক আদায় শীট

সেবা প্রাপ্তির শর্তাবলি

দল/সমিতির উপআইন ও প্রকল্প/কর্মসূচির প্রণীত নীতিমালা অনুযায়ী

সংশ্লিষ্ট আইন ও বিধি

দল/সমিতির উপআইন, প্রকল্প/কর্মসূচির পরিচালনা নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপপরিচালক সংশ্লিষ্ট জেলা