beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0116

শিল্পোদ্যোক্তা উন্নয়ন, ব্যবস্হাপনা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিসিক ওয়েবসাইট, বিসিক Notice Board, পত্রিকায় বিজ্ঞাপন এবং মাঠকর্মীদের মাধ্যমে অবহিতকরণ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রসহ শিল্পোদ্যোক্তার নিকট হতে আবেদন গ্রহণ করা হয়। সম্প্রসারণ কর্মকর্তা যাচাই করে সুপারিশসহ শিল্প সহায়ক কেন্দ্র প্রধানের নিকট উপস্থাপন করেন। কেন্দ্র প্রধান যাচাই করে যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই করেন। প্রশিক্ষণার... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ০৬ মাস
শিল্পোদ্যোক্তা উন্নয়ন- ৩ দিন দক্ষতা উন্নয়ন- ২ মাস হতে ৬ মাস
প্রয়োজনীয় ফি
১০-১০০০ টাকা
১. প্রশিক্ষণ ৩ দিন হলে -১০/-টাকা ২. প্রশিক্ষণ ২ মাস হতে ৬ মাস হলে- ১০০০/- টাকা পর্যন্ত ৩. শিল্পোদ্যোক্তা উন্নয়ন হলে ফ্রি ৪. দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে: ক. বেসামরিক-২০০/-টাকা হতে ৪২৫/-টাকা খ. সামরিক-১০০০/-টাকা
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়/ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সম্প্রসারণ কর্মকর্তা, অনুষদ সদস্য, শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও অধ্যক্ষ, স্কিটি
প্রয়োজনীয় কাগজপত্র

১. হাতে লেখা বা মেইলে আবেদনপত্র গ্রহণ

২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো- ২ কপি

৩. আবেদনকারীর বায়োডাটা

সেবা প্রাপ্তির শর্তাবলি

BSCIC Act of parliament 1957

সংশ্লিষ্ট আইন ও বিধি

শিল্প নীতির আলোকে 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিচালক/আঞ্চলিক পরিচালক