beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0108

সরঞ্জাম / যন্ত্রপাতি ভাড়ায় প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সড়ক বিভাগে বিদ্যমান সরঞ্জাম/যন্ত্রপাতি সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) এর কার্যালয়ে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট অফিসে যাচাই-বাছাই করে উক্ত সরঞ্জাম/যন্ত্রপাতি প্রস্তুত থাকাসাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভাড়ায় প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫ দিন
৩-৫ দিন
প্রয়োজনীয় ফি
সর্বোচ্চ ১০,০০০/- টাকা
সরঞ্জাম/যন্ত্রপাতি প্রকারভেদে গড়ে প্রতিদিন ৩,০০০/- টাকা থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত
সেবা প্রাপ্তির স্থান
নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. নির্বাহী প্রকৌশলী, সওজ ২. উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক)
প্রয়োজনীয় কাগজপত্র

সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের যে কাজে ব্যবহার করা হবে তার কার্যাদেশ

সেবা প্রাপ্তির শর্তাবলি

১.  সরঞ্জাম/যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রস্তুত থাকা

২.  ভাড়ার নির্ধারিত অর্থ অগ্রিম জমাকরণ

সংশ্লিষ্ট আইন ও বিধি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা/সার্কুলার মোতাবেক

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ