beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0107

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ইউনিয়ন কমিটি কর্তৃক মাইকিং করে নির্দিষ্ট তারিখে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিত হবার জন্য প্রচারণা চালানো হয় এবং গর্ভধারিণী মা সম্পর্কে স্থানীয়ভাবে জরিপ এবং তথ্যানুসন্ধান করা হয়। স্কুল, কলেজ/মাদ্রাসার প্রধান, ইমাম, স্থানীয় কাজী এবং ইউনিয়ন ভূমি সহকারীদের নিকট হতে বয়স, বিবাহ, সন্তানসংখ্যা, মাসিক আয়, সম্পদের মালিকানাসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ ক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৯৮ দিন
৯৮ দিন (বিতরণ-০৭ দিন)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
ইউনিয়ন পরিষদ/ব্যাংক UWAO অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভকালীন সনদ

নাগরিক সনদ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ, জন্ম নিবন্ধন সনদ

সেবা প্রাপ্তির শর্তাবলি

“দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা’’ প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, মার্চ, ২০১১ অনুযায়ী বাস্তবায়ন হয়ে থাকে। সে অনুযায়ী:

ক.    প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)

খ.    বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে

গ.    মোট মাসিক আয় ১৫০০/- টাকার নিম্নে

ঘ.    দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন

ঙ.    কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে

চ.    নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই

ছ.    উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে

-বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে

-অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন

-প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন

-একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন

-কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে

সংশ্লিষ্ট আইন ও বিধি

“দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা’’প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, মার্চ, ২০১১

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপজেলা নির্বাহী অফিসার/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা