beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0105

প্রশিক্ষণ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

নিবন্ধিত সমবায় সমিতির কার্যক্রম পরিচালনাসংক্রান্ত, সমিতির আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, আয়বর্ধকমূলক কর্মকাণ্ড পরিচালনা, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই, পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ সমবায় একাডেমী এবং এর আওতাধীন ১০টি আঞ্চলিক সমবায় শিক্ষায়তন রয়... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-১৫ দিন
১-১৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে, (বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষণার্থীদের দূরত্ব অনুযায়ী যাতায়াত ভাতা এবং নির্দিষ্ট হারে দৈনিক ভাতা প্রদান করা হয়।)
সেবা প্রাপ্তির স্থান
বাংলাদেশ সমবায় একাডেমী/ ১০টি আঞ্চলিক সমবায় শিক্ষায়তন এবং জেলা ও উপজেলা/মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. অধ্যক্ষ ২. উপাধ্যক্ষ ৩. অধ্যাপক ৪. সহকারী অধ্যাপক ৫. জেলা/উপজেলা/থানা সমবায় অফিসার, ৬. প্রশিক্ষক/সহকারী প্রশিক্ষক/সহকারী পরির্দশক
প্রয়োজনীয় কাগজপত্র

সদস্যভুক্তির পক্ষে যেকোনো প্রমাণক যেমন- সদস্যভুক্তির রসিদ, শেয়ার সার্টিফিকেট

সেবা প্রাপ্তির শর্তাবলি

নিবন্ধিত সমবায় সমিতির সদস্য হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচিতে বর্ণিত নির্দেশনা মোতাবেক

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. নিবন্ধক ও মহাপরিচালক ২. অধ্যক্ষ, বাংলাদেশ সমবায় একাডেমী ৩. বিভাগীয় যুগ্ম-নিবন্ধক ৪. অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ৫. জেলা সমবায় অফিসার