beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0101

গবাদিপশু-পাখি আমদানি-রপ্তানির লাইসেন্স/পারমিট/অনুমতিপত্র/স...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

১.  আবেদনকারীকে লাইসেন্স নিবন্ধন ও নবায়ন, গবাদি প্রাণীর খাদ্য ও ঔষধ বিক্রয়ের লাইসেন্সের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। সংশ্লিষ্ট শাখাপ্রধান কর্তৃক যাচাই-বাছাই করার পর নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে ঠিকাদারি লাইসেন্স প্রদান করা হয়/লাইসেন্স নিবন্ধন ও নবায়ন করা হয়।

২.  গবাদিপশু আমদানি-রপ্তানির পারমিটের জন্য আবেদন করলে যাচাই-ব... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ১ মাস
সর্বোচ্চ ১ মাস
প্রয়োজনীয় ফি
২০০০ - ৫০০০ টাকা
নতুন লাইসেন্স ৫০০০ টাকা, নবায়ন ২০০০ টাকা
সেবা প্রাপ্তির স্থান
প্রাণিসম্পদ অধিদপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন পত্রের সাথে:
১. নাগরিকত্ব সনদ
২. টিন নম্বর
৩. ভ্যাট সার্টিফিকেট
৪. ট্রেড লাইসেন্স
৫. ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট ইত্যাদি

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. বাংলাদেশের নাগরিক হতে হবে

২. টিন নম্বর থাকতে হবে

৩. ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে

৪. ট্রেড লাইসেন্স থাকতে হবে

৫. ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট থাকতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পিপি আর, ২০০৮
২. প্রাণিরোগ নীতিমালা, ২০০৮

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়