cs-0099
সারাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় পানি সমতল ও...
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি সমতল ও বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে ৫ দিনের আগাম সুনির্দিষ্ট পূর্বাভাস ওয়েবসাইটের (www.ffwc.gov.bd) মাধ্যমে অনলাইন, ই-মেইল ও মোবাইলের মাধ্যমে প্রচার করা হচ্ছে। তাছাড়া দেশের যেকোনো প্রান্তের জনগণ ... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
তাৎক্ষণিকভাবে
তথ্য প্রদানে তাৎক্ষণিক (তবে প্রস্তুতি নিতে ১-২ দিন)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
প্রযোজ্য নহে
সেবা প্রাপ্তির স্থান
• বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়াপদা ভবন, মতিঝিল, ঢাকা
• www.ffwc.gov.bd
• মোবাইল গ্রাহকেরা ১০৯৪১ নাম্বারে ডায়াল করে সেবা পেতে পারেন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. নির্বাহী প্রকৌশলী,
২. উপ-বিভাগীয় প্রকৌশলী
৩. সহঃপ্রকৌশলী
৪. সহঃপ্রোগ্রামার
৫. ডাটা এন্ট্রি অপারেটর
৬. ডাটা কালেক্টর
প্রয়োজনীয় কাগজপত্র
প্রযোজ্য নহে
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য নয়।
সংশ্লিষ্ট আইন ও বিধি
1. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০
2. Standing Order on Disaster (SOD)
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী