cs-0098
জিপিএফ হিসাব খোলা, জিপিএফ ব্রডশীট ও লেজার সংরক্ষণ
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সেবা গ্রহণকারী আবেদনপত্র জুনিয়র সংশ্লিষ্ট অডিটরের নিকট দাখিল করেন। জুনিয়র অডিটর প্রাপ্তি রেজিস্টারে এন্ট্রি করে তা সংশ্লিষ্ট অডিটরের নিকট প্রেরণ করেন। অডিটর প্রয়োজনীয় অডিট কার্য সম্পাদন করত: সংশ্লিষ্ট জিপিএফ রেজিস্টারে এন্ট্রি করে জিপিএফ নম্বর প্রদান ও সংশ্লিষ্ট ব্রডশীট রেজিস্টার ও লেজারে নম্বরযুক্ত পাতা খুলে অডিটর ও অফিস... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩ থেকে ১০ কর্মদিবস
৩ থেকে ১০ কর্মদিবস
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও,ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১। ইউএও
২। অডিটর
৩। জু. অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত ফর্মে আবেদনপত্র জমা দিতে হয়
সেবা প্রাপ্তির শর্তাবলি
সরকারি কর্মচারী হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
সাধারন ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ এর বিধি ১২ এবং বিধি ২৬(১)
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
ডিভিশনাল কট্রোলার অব একাউন্টস