beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৫
cs-0336

সরকারের নীতিমালা ও কার্যক্রম শহরে এবং পল্লি এলাকার জনগণের ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সদর দপ্তর থেকে প্রেরিত নির্দেশনা মোতাবেক সরকারের নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে শহর ও পল্লি এলাকায় জণগণের নিকট প্রচার করার ব্যবস্থা করা হয়। এছাড়াও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ঘোষক এবং অপারেটর শহরে এবং গ্রামের বিভিন্ন স্থানে গিয়ে জনগণের নিকট প্রচার করে থাকে।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ দিন
১ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা তথ্য অফিস ও উপজেলা তথ্য অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার/জেলা তথ্য অফিসার/সহকারী তথ্য অফিসার/ঘোষক/অপারেটর
প্রয়োজনীয় কাগজপত্র

সেবা প্রাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রযোজ্য নয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

Allocation of Business Among the Different Ministries and Divisions (Schedule of the Rules of Business,1996)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর