beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৫
cs-0088

মাঠ পর্যায়ে জরুরি ও তাৎক্ষণিক প্রচার করা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের পত্রের চাহিদা মোতাবেক তথ্য অফিসার ১৪৪ ধারা প্রচার সহ জনগুরুত্বপূর্ণ কথামালা প্রচারের জন্য ঘোষক, ড্রাইভার, পি,এ/এ,পি,এ,ই অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন, এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে পত্র দ্বারা অবহিত করা হয় ।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ ঘণ্টা থেকে ১ দিন
১ ঘণ্টা থেকে ১ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা তথ্য অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী তথ্য অফিসারের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার/জেলা তথ্য অফিসার/সহকারী তথ্য অফিসার/ অপারেটর/ঘোষক
প্রয়োজনীয় কাগজপত্র

সেবাপ্রাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি প্রতিষ্ঠান হতে হবে। সেবাপ্রাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

*Allocation of Business Among Different Ministries and Divisions (Schedule 1 of the Rules of Business,1996)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর