beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0087

আবাসন/আশ্রয়ণ প্রকল্পে নিবাসীদের মধ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আশ্রয়ণ বা আবাসন প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবারসমূহকে স্বাবলম্বী করার নিমিত্ত সংশ্লিষ্ট মাঠকর্মীর মাধ্যমে ৩০টি সামাজিক কার্যক্রম অবহিতকরণসহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করে তোলা হয়। অতঃপর সংশ্লিষ্ট মাঠকর্মী আগ্রহী ঋণপ্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক প্রস্তাবনা তালিকা প্রণয়ন করেন এবং আদায়কৃত দলীয় সঞ্চয় ব্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-৩ মাস
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। (সম্ভাব্য সময় ১-৩ মাস)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
৫৭টি জেলার ১৮১টি উপজেলা সমাজসেবা অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন/পৌর সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
প্রয়োজনীয় কাগজপত্র

১. নির্ধারিত ফরমে আবেদন

২. পাসপোর্ট সাইজের ছবি

৩. নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. নির্বাচিত আবাসন/আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা হতে হবে

২. কেন্দ্রের সমিতির সদস্য হতে হবে

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. আবাসন/আশ্রয়ণ নিবাসীদের ঋণ প্রদান নীতিমালা

২. আবাসন/আশ্রয়ণ নিবাসীদের প্রশিক্ষণ নীতিমালা

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক ৩. জেলা প্রশাসক