beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0083

শিল্প নগরীর উন্নত রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ ,গ্যাস ইত্যাদি ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

প্লট খালি থাকলে প্লটের জন্য বিসিক ওয়েবসাইট, বিসিক Notice Board, পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। জেলা অফিস, আঞ্চলিক কার্যালয়, প্রধান কার্যালয় হতে আবেদন ফরম বিক্রয়। ডাউন পেমেন্টের (চেক/পে-অর্ডার) ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ পূরণকৃত আবেদন ফরম গ্রহণ এবং যাচাই-বাছাই করে জেলা ভূমি বরাদ্দ কমিটি (LAC) তে উপস্থাপন। কমিটি কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত বরাদ্দপ্র... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩ মাস
৩ মাসের মধ্যে নিষ্পত্তি
প্রয়োজনীয় ফি
১০০০-১০০০০ টাকা
১০০০/-টাকা ভূমি বরাদ্দ আবেদন ফরম ১০০০০/-টাকা লিজ ডিড
সেবা প্রাপ্তির স্থান
শিল্পনগরী কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্প সহায়ক কেন্দ্র প্রধান
প্রয়োজনীয় কাগজপত্র

১.   বিসিক নির্ধারিত ফরমে আবেদনপত্র। জমির এলাকাভেদে মূল্য অনুপাতে ২ কিস্তির ডাউন পেমেন্টের টাকা (চেক/পে-অর্ডার প্লট না পেলে ফেরতযোগ্য) জমা প্রদান (১০০০/-টাকা ফরম এর বর্তমান মূল্য যার মানি রিসিপ্ট সংযুক্ত করতে হবে)

(সকল কপি ৪ সেট লাগবে)

২.   প্রকল্প প্রতিবেদন/প্রোফাইল

৩.  প্রকল্প বাস্তবায়ন তফসিল

৪.   মেশিন লে-আউট প্লান খসড়া

৫.   পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি

৬.  ব্যাংক সলভেন্সি সনদপত্র

৭.   ভ্যাট রেজিস্ট্রেশন সনদপত্র জমা দিতে হবে (বিদ্যমান শিল্প ইউনিট হলে)

৮.  ট্রেড লাইসেন্স এর কপি। আপ-টু-ডেট লাগবে

৯.   প্রকল্প বাস্তবায়ন তফসিল। (কোম্পানির নিজস্ব প্যাডে বা সাদা কাগজে)

১০. অভিজ্ঞতার সনদপত্র (ব্যবস্থাপনা পরিচালক/স্বত্বাধিকারী/ব্য:অংশীদার/)

১১. বায়োডাটা (ব্যবস্থাপনা পরিচালক/স্বত্বাধিকারী/ব্য:অংশীদার/)

১২. প্রকল্পে ব্যাংক ঋণের প্রস্তাব থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্মতিপত্র।

১৩. প্রকল্প নিজস্ব অর্থায়নের হলে, সেক্ষেত্রে নিজস্ব অর্থের প্রমাণস্বরূপ বিগত ৬ (ছয়)/১২ (বারো) মাসের ব্যাংক লেনদেনের প্রতিবেদন

১৪. প্লট বরাদ্দ পেলে নিজস্ব অর্থে ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস বিভাগের ছাড়পত্র গ্রহণপূর্বক শিল্প স্থাপন করা হবে এই মর্মে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র।

১৫. লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অব এসোসিয়েশন ও সনদপত্র এবং অংশীদারিত্বের ক্ষেত্রে পার্টনারশিপ ডিড এর কপি

    ১৬. ই-টিন এর কপি

সেবা প্রাপ্তির শর্তাবলি

শিল্পনীতির আলোকে

সংশ্লিষ্ট আইন ও বিধি

BSCIC Act of parliament 1957

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
শিল্প সহায়ক কেন্দ্র প্রধান বা আঞ্চলিক পরিচালক