সমিতি/দল গঠন
এলাকা বা গ্রামের পক্ষে কোনো ব্যক্তি/ব্যক্তিবর্গকে দল গঠনের জন্য আবেদন করতে হয়। আবেদনপ্রাপ্তির পর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক খানা জরিপের মাধ্যমে অভীষ্ট জনগোষ্ঠী নির্বাচন করা হয়। অতঃপর দল গঠনের প্রস্তুতিমূলক সভা করে চূড়ান্ত সভার আয়োজন করা হয়। এ সভা থেকে সদস্য নির্বাচন ও দলের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। গঠিত দলের কার্যক্রম অন্তত ... বিস্তারিত
১. জরিপ ফরম
২. সদস্য অন্তর্ভুক্তি আবেদন ফরম
৩. বিভিন্ন রেজিস্টার (সভ্য রেজিস্টার, সিদ্ধান্ত বহি, ক্যাশবহি, শেয়ার খতিয়ান, সঞ্চয় খতিয়ান, ঋণ খতিয়ান, সাধারণ খতিয়ান )
১. গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে
২. জমির পরিমাণ অনধিক ০. ৫০ -২. ৫০ শতাংশ হতে হবে (বসতভিটাসহ)
৩. ১৮ - ৫৫ বছর বয়সের কর্মক্ষম ব্যক্তি হতে হবে
প্রতিটি প্রকল্প/ কর্মসূচির নীতিমালা অনুযায়ী
(যেমন – অপেক্ষাকৃত অনগ্রসর ও দারিদ্রপীড়িত গ্রাম ; ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, ভূমিহীন বর্গাচাষি, বেকার যুবক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলারা অগ্রাধিকার পাবেন )