beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0068

বরফ কল নিবন্ধন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মৎস্য অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা/প্রতিনিধি কর্তৃক পরিদর্শন এবং নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার সুপারিশসহ জেলা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সুপারিশমালা পর্যালোচনা, প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শন এবং নমুনা ল্যাবরেটরিতে টেস... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১১-৬০ দিন
১১-৬০ দিন
প্রয়োজনীয় ফি
আবেদন ফি-৫০০/- এবং লাইসেন্স ফি ২০০০/-
আবেদন ফি-৫০০/- এবং লাইসেন্স ফি ২০০০/- (সকল ফি এর সাথে ১৫% VAT প্রযোজ্য)
সেবা প্রাপ্তির স্থান
জেলা মৎস্য অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপ-পরিচালক (মাননিয়ন্ত্রণ) ২. জেলা মৎস্য কর্মকর্তা ৩. সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তা ৪. সহকারী মৎস্য কর্মকর্তা ৫. ক্ষেত্র সহকারী ৬. অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, ট্রেড লাইসেন্স, আয়কর সনদপত্র, ভ্যাট রেজিস্ট্রেশন সনদপত্র, লেআউট

সেবা প্রাপ্তির শর্তাবলি

বরফ প্রস্তুতের প্রয়োজনীয় অবকাঠামো, মেশিনারী ও অন্যান্য সুবিধাদি থাকতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা-১৯৯৭ (সংশোধিত-২০০৮)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মান নিয়ন্ত্রণ)