beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0057

মোবাইল, ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বন...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি সমতল ও বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে ৫ দিনের আগাম সুনির্দিষ্ট পূর্বাভাস ওয়েবসাইটের (www.ffwc.gov.bd) মাধ্যমে অনলাইন, ই-মেইল ও মোবাইলের মাধ্যমে প্রচার করা হচ্ছে। দেশের যেকোনো প্রান্তের জনগণ যেকোনো মোবাইল হতে ১০৯৪১ নাম্বারে ড... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
মে থেকে অক্টোবর মাস
তাৎক্ষণিক যেকোনো মোবাইল হলে ১০৯৪১ নম্বরে ফোন করে এবং www.ffwc.gov.bd ওয়েবসাইট হতে প্রতিবছর বন্যা মৌসুমে (মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত) দৈনিক
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
প্রযোজ্য নহে
সেবা প্রাপ্তির স্থান
• বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়াপদা ভবন, মতিঝিল, ঢাকা • www.ffwc.gov.bd • মোবাইল গ্রাহকেরা ১০৯৪১ নাম্বারে ডায়াল করে সেবা পেতে পারেন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. নির্বাহী প্রকৌশলী, ২. উপ-বিভাগীয় প্রকৌশলী ৩. সহঃপ্রকৌশলী ৪. সহঃপ্রোগ্রামার ৫. ডাটা এন্ট্রি অপারেটর ৬. ডাটা কালেক্টর
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নেই

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রযোজ্য নয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ এবং

২) Standing Order on Disaster (SoD)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী