beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0056

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রদান ও আদায়

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

মৎস্যচাষি/মৎস্যজীবীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক তালিকা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত তালিকা অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে উপস্থাপন করা হয়। উপজেলা কমিটি কর্তৃক অনুমোদনের ভিত্তিতে নির্বাচিতদের মাঝে ঋণ প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫০-৭০ দিন
৫০-৭০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা মৎস্য দপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তা ২. সহকারী মৎস্য কর্মকর্তা ৩. ক্ষেত্র সহকারী/ অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

পুকুর/জলাশয়/ঘেরের মালিকানার কাগজ (দলিল/পর্চা/লিজের চুক্তিপত্র)

৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সরকারের সাথে চুক্তিনামা, সমিতি হলে রেজি: সনদ

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রকৃত মৎস্যচাষি/মৎস্যজীবী হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

ক্ষুদ্রঋণ নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা মৎস্য কর্মকর্তা