beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0052

স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবাগ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উপযুক্ত সেবাগ্রহীতাকে ব্যথামুক্ত অপারেশন করা হয়। অপারেশনের পর বিশ্রামে রাখা হয়। অতঃপর স্বাস্থ্য পরীক্ষার পর পরামর্শ প্রদানপূর্বক বাড়ি যেতে দেওয়া হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২-৬ ঘন্টা
উপযুক্ত সেবাগ্রহীতার ক্ষেত্রে সেবা কেন্দ্রে আগমনের দিনেই সেবাদান প্রক্রিয়া সম্পন্ন করা হয় । মহিলা স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে সেবাদান প্রক্রিয়ায় মোটামুটি ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। পুরুষ স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে সেবাদান প্রক্রিয়ায় মোটামুটি ২ ঘণ্টা সময় লাগে
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়, সেবা গ্রহীতাকে কোন অর্থই খরচ করতে হয় না।তদুপরি, স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে সেবা গ্রহীতাকে ২০০০/- টাকা ক্ষতিপূরণ ভাতা এবং একখানা শাড়ী/ লুংগি প্রদান করা হয়। এছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা হলে তার যাবতীয় ব্যয়ভার ও সরকার বহন করে।
সেবা প্রাপ্তির স্থান
১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ২. মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৩. মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ৪. মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৫. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ২. মেডিকেল অফিসার ক্লিনিক/ সহকারী সার্জন
প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ/নাগরিকত্ব সনদ এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র  (যদি থাকে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

কমপক্ষে দুটি সন্তান থাকতে হবে, দুই সন্তানের ক্ষেত্রে ছোট সন্তানের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের “পরিবার পরিকল্পনা ম্যানুয়াল” মোতাবেক ।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকার ক্ষেত্রে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এর কাছে অভিযোগ করতে হবে।