beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0326

জলমহাল ইজারা প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বাংলা সনের ১ মাঘ হতে ইজারা প্রদানের উদ্দেশ্যে ইজারাযোগ্য জলমহালের তালিকা তৈরি করে সরকারি নীতিমালা মোতাবেক সরকারি মূল্য নির্ধারণপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ নির্ধারিত তারিখে মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ন করে যোগ্য ইজারাদারগণকে পত্র দেওয়া হয়। মূল্য পরিশোধ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হলে ইজারাদারকে জলমহা... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬০ দিন
প্রায় ৬০ দিন
প্রয়োজনীয় ফি
৫০০ টাকা
• প্রতিটি সিডিউল ক্রয়ের জন্য নির্ধারিত কোডে ৫০০ টাকা চালানমূলে জমা প্রদান • ইজারা মূল্য প্রদান • আয়কর প্রদান • ভ্যাট প্রদান • জামানত প্রদান
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র

১.     নাগরিকত্ব সনদ

২      জাতীয় পরিচয়পত্র

৩.    মৎস্যজীবী সমবায় সমিতির রেজিস্ট্রেশন

সেবা প্রাপ্তির শর্তাবলি

ভূমি মন্ত্রণালয়ের ২৩/০৬/০৯ ইং তারিখের প্রকাশিত সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী শর্তাবলি হলো:

১.     নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি হতে হবে

২.      জলমহালের নিকটবর্তী অবস্থান হলে অগ্রাধিকার

সংশ্লিষ্ট আইন ও বিধি

ভূমি মন্ত্রণালয়ের ২৩/০৬/০৯ ইং তারিখে  প্রকাশিত সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আপীল করার সুযোগ