beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৫
cs-0044

সরকারি ও বেসরকারি সংস্থায় আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরা...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তার জন্য আনসার সদস্য চেয়ে নির্ধারিত ফরমে জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন করতে হয়। সংস্থার আবেদনের প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাকে সরজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। উক্ত পরিদর্শন প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে জেলা কমান্ড্যান্ট নিজে কিংবা ক্ষেত্রবিশেষে তার উপযুক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০ দিন
প্রায় ১০ দিন
প্রয়োজনীয় ফি
৩ মাসের ভাতা এবং ভাতার ২০% আনুষঙ্গিক অগ্রীম
নিরাপত্তা সেবাপ্রাপ্তি নিশ্চিত হলে যতজন আনসার সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত হবেন তাদের প্রত্যেকের তিন মাসের বেতন ভাতা অগ্রিম প্রদান এবং সশস্ত্র ও নিরস্ত্র গার্ডের ক্ষেত্রে প্রত্যেকের প্রতিদিনের ভাতার যথাক্রমে ১৫% ও ২০% হারে অর্থ আনুষঙ্গিক হিসেবে জেলা কমান্ড্যান্ট এর নিকট চেকের মাধ্যমে প্রদান করতে হবে
সেবা প্রাপ্তির স্থান
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা কমান্ড্যান্ট
প্রয়োজনীয় কাগজপত্র

১.   আনসার মোতায়েনের আবেদন ফরম পূরণ

২.   অঙ্গীকারনামা (৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প)

৩.   মালিকানা/ভাড়া চুক্তিনামা

৪.   গণপরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে: ক. রেজিস্ট্রেশন সনদ, খ. রুট পারমিট, গ. ফিটনেস সনদ

৫.   শিল্প ও কল-কারখানার ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে: ক. ট্রেডলাইসেন্স, খ. মালিক বিদেশি নাগরিক হলে তার ওয়ার্ক পারমিট ও পাসপোর্ট

৬.   ভূমি ও ভূমি উন্নয়নের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে: ক. মালিকানা সম্পর্কিত দলিলের কপি (বায়াদলিলসহ) খ) নামজারি খতিয়ানসহ আরএস ও এসএ খতিয়ানের কপি, গ. হালনাগাদ খাজনার দাখিলা, ঘ. রাজউক পর্যায়ে কর্তৃপক্ষের অনুমোদন (প্রযোজ্য ক্ষেত্রে)

৭.   ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি-বিতানের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে: ক. ট্রেড লাইসেন্স, খ. এসোসিয়েশন কর্তৃক আবেদন দাখিল করলে এসোসিয়েশনের মিটিং-এর রেজুলেশন

    ৮.  কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. মোতায়েনকৃত আনসারদেরকে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদানের সম্মতি

২. সশস্ত্র ও নিরস্ত্র গার্ডের ক্ষেত্রে প্রত্যেকের প্রতিদিনের ভাতার যথাক্রমে ১৫% ও ২০% হারে অর্থ আনুষঙ্গিক হিসেবে জেলা কমান্ড্যান্ট এর নিকট চেকের মাধ্যমে প্রদান

৩. নিরাপত্তা সেবাপ্রাপ্তি নিশ্চিত হলে যতজন আনসার সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত হবেন তাদের প্রত্যেকের তিন মাসের বেতন ভাতার সমপরিমান অর্থ জামানত হিসেবে জেলা কমান্ড্যান্টের  নিকট অগ্রিম প্রদান করতে হবে

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১.   আনসার বাহিনী আইন, ১৯৯৫

২.   আনসার বাহিনী প্রবিধানমালা, ১৯৯৬

     ৩.   সদর দপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
রেঞ্জ কমান্ডার