শিল্পের কাঁচামাল আমদানির জন্য সুপারিশ প্রদান
শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ বিষয়ে সহায়ক কাগজপত্রসহ আমদানিকারকগণ আবেদন করেন। সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক কারখানা পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফি গ্রহণসাপেক্ষে কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ করা হয়।
বিস্তারিত১. আবেদনপত্র ও তার ক্রয়ের রসিদ
২. জমি/দালানকোঠার মালিকানা/ভাড়ার উপযুক্ত প্রমাণপত্রের সত্যায়িত কপি। আবেদনপত্র ৩ কপি
৩. জমি/ দালানকোঠার মালিকানা/ভাড়ার উপযুক্ত প্রমাণপত্র
৪. যন্ত্রপাতির তালিকা, নাম, পরিমাণ, মূল্য (লক্ষ টাকায়) (সাদা কাগজে কিংবা প্যাডে স্বাক্ষরসহ)/ বৈদেশিক যন্ত্রপাতি হলে এলসি কপি, প্রফরমা ইনভয়েস কপি ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।
৫. কারখানার হালসনের ট্রেড লাইসেন্স
৬. উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র
৭. ঋণে স্থাপিত কারখানার জন্য ঋণ মঞ্জুরীপত্রের ফটোকপি
৮. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি
৯. সংশ্লিষ্ট ব্যাংক সলভেন্সি সনদপত্র
১০. লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস এন্ড এসোসিয়েশনের সনদপত্র বা
অংশীদারিত্বের ক্ষেত্রে পার্টনারশীপ ডিড এর ফটোকপি
১১. কোম্পানির বা নিজ নামের (e-TIN) ইটিন বা আপ-টু-ডেট ট্যাক্স পরিশোধ স্লিপ
১২. প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ এবং ফায়ার সনদ আপ-টু-ডেট
১৩. কাঁচামালের মানদণ্ড বা Criteria Sheet H.S. Code
১৪. বিসিক কর্তৃক শিল্প নিবন্ধনপত্র (Industrial Registration Letter)
১৫. কারখানার অনুকূলে Related শিল্প সমিতির (Association) Up-to-date সদস্য পদের সত্যায়িত কপি
১৬. প্রযোজ্য ক্ষেত্রে উৎপাদিত পণ্যের মান, গুণাগুণ ও ধরন নিশ্চিত হওয়ার জন্য BSTI, DRUGS, BSCIR কিংবা সংশ্লিষ্ট দপ্তর হতে আপ-টু-ডেট সনদ লাগবে।
সহায়ক কাগজপত্রসহ জমাদান
BSCIC Act of parliament, ১৯৫৭ ও শিল্পনীতি, ২০১০ -এর আলোকে