cs-0041
জিপিএফ চূড়ান্ত পরিশোধের নিমিত্ত অথরিটি পত্রজারি
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সংশ্লিষ্ট বিভাগীয় আদেশসহ আবেদনপত্র পাওয়ার পর জুনিয়র অডিটর ডকেট নম্বর দিয়ে উক্ত আবেদনপত্রটি অডিটরকে দিবেন। অডিটর প্রয়োজনীয় অডিট কার্য সম্পাদন করে আবেদনপত্রটি সংশ্লিষ্ট লেজার এবং ব্রডশীট রেজিস্টার ইউএও এর নিকট উপস্থাপন করবেন। ইউএও কর্তৃক উক্ত আবেদন অনুমোদিত হওয়ার পর অডিটর অথরিটিপত্র তৈরি করবেন। অতঃপর তৈরিকৃত অথরিটিপত্র ইউএও এর নিকট স্বাক্ষরের জন্য... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০ দিন
১০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/জেলা/বিভাগীয়/প্রধান
হিসাবরক্ষণ কর্মকর্তা
২. সুপার
৩. অডিটর
৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধরিত ফরমে আবেদনপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
জিপিএফ চূড়ান্ত উত্তোলনযোগ্য সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. জিপিএফ রুলস, ১৯৭৯
২. এস.আর.- ২১৫, ৩২৩-৩২৬
৩. জিএফআর- ২১৭-২১৮
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ
২. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা
৩. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস