beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0322

ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনপ্রাপ্তির পর আবেদনকারী প্রকৃত ভূমিহীন কিনা তা ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্য সভা আহ্বান করে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক যাচাই করা হয়। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি (রেজিস্টার-১২) দিয়ে সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রস্তাব/ প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬০-৯০ দিন
সাধারণত ৬০-৯০ দিন
প্রয়োজনীয় ফি
২৪০ টাকা
সালামি – ১ টাকা রেজিস্ট্রেশন ফি – ২৪০ টাকা
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি)/ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র, ছবি

২. আবেদনকারীর ছবি স্থানীয় চেয়ারম্যান/মেম্বার দ্বারা সত্যায়িত হতে হবে

৩. ভূমিহীনের সনদ

৪. স্থানীয় চেয়ারম্যানের সনদ/জাতীয় পরিচয়পত্র

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এ বর্ণিত শর্তাবলি যেমন-
১) ভূমিহীন হতে হবে
২) কৃষি  খাস জমির জন্য আবেদন হতে হবে

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭
২. এসএ এ্যান্ড টি এ্যাক্ট ১৯৫০
৩. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
৪. ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক