beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0025

মিছিল, সভা, সমাবেশের অনুমতি প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনকারীকে মিছিল, সভা, সমাবেশ, মাইক ব্যবহার ইত্যাদির অনুমতির জন্য পুলিশ সুপারের (এসপি) বরাবর আবেদন করতে হয়। পুলিশ সুপার তদন্ত করার জন্য অফিসার ইনচার্জের (ওসি) প্রতি নির্দেশ দেন। ওসি তদন্ত করে এসপি’র নিকট প্রেরণ করেন। প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিবেচনা করে অনুমতি প্রদান করা হয় অথবা অনুমতি প্রদান সম্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪ দিন
২-৪ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
থানা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. ডিউটি অফিসার ২. ওসি
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

জনভোগান্তি বা আইন-শৃঙ্খলার পরিপন্থি হওয়া যাবে না

সংশ্লিষ্ট আইন ও বিধি

১.  সিআরপিসি -১৮৯৮  এর ১২৭, ১২৮ ও ১২৯ ধারা

২. পুলিশ আইনের- ১৮৬১ এর ৩০, ৩১ ও ৩২ ধারা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সার্কেল এএসপি