beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0317

অর্পিত সম্পত্তির লিজির নাম পরিবর্তনসহ লিজ নবায়ন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদনপ্রাপ্তির পর সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। প্রতিবেদনপ্রাপ্তির পর শুনানির তারিখ ধার্য করে পক্ষগণকে নোটিশ প্রদান করা হয়। ধার্য তারিখে শুনানি গ্রহণ এবং রেকর্ডপত্র যাচাই/মূল্যায়নপূর্বক অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়। অনু... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সাধারণত ৩০-৪৫ দিন
সাধারণত ৩০-৪৫ দিন
প্রয়োজনীয় ফি
সরকার নির্ধারিত হার
নাম পরিবর্তনের জন্য কোন ফি নাই; তবে নবায়ন ফি সরকার নির্ধারিত হারে দিতে হয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস (জেলা সদরের পৌরসভা এলাকার জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা নির্বাহী অফিসার ২. সহকারী কমিশনার (ভূমি) ৩. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র

২. লিজির মৃত্যুতে ওয়ারিশগণ আবেদন করলে ওয়ারিশান সনদ

৩. একাধিক ওয়ারিশের মধ্যে একজন আবেদন করলে অন্যদের অনাপত্তিপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. আবেদন করতে হবে

২. দখল থাকতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১

২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০

৩. ভূমি মন্ত্রণালয়ের ২৬/০২/৯০ তারিখের ১৬৯ নং সালামি নির্ধারণ সম্পর্কিত নির্দেশনা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক