মোটরযানের রুট পারমিট ইস্যু ও নবায়ন
সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ তার মোটরযানের জন্য রুট পারমিট ইস্যু/নবায়নের জন্য আবেদন করেন। অতঃপর বিআরটিএ অফিস কর্তৃক তার আবেদন যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে আরটিসি-তে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক অনুমোদিত হলে সদস্য-সচিব (সহকারী পরিচালক) রুট পারমিট ইস্যু/নবায়ন করে গ্রাহককে সরবরাহ করেন।
বিস্তারিত(ক) নবায়নের ক্ষেত্রে মূল রুটপারিমট/নতুনের ক্ষেত্রে আবেদন; খ) হালনাগাদ ট্যাক্স টোকেনের কপি; গ) হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট এর কপি; ঘ) হালনাগাদ ইনস্যুরেন্স সার্টিফিকিট এর কপি; ঙ) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি; চ) ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি; ছ) ড্রাইভারের নিয়োগপত্র
নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদন
১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩
২. মোটরযান বিধিমালা, ১৯৮৪
৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০
৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932
৫. Motor Vehicles Rules, 1940