beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0007

সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বরাদ্দপত্রসহ আবেদন দাখিল করলে যাচাই করে সংশ্লিষ্ট বাসার/ভবনের ইনভেন্ট্রি প্রস্তুত করে বাসা হস্তান্তর করা হয়।

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-৩ দিন
১-৩ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপ-বিভাগীয় প্রকৌশলী ২. উপ-সহকারী প্রকৌশলী
প্রয়োজনীয় কাগজপত্র

বরাদ্দপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

বরাদ্দপত্র

সংশ্লিষ্ট আইন ও বিধি
  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্টাল কোড
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮
  • বাংলাদেশ বরাদ্দ বিধিমালা ১৯৮২
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী