beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0005

বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র, মাদকাসক্তি নি...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর আবেদন । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ। চিকিৎসা ও পুনর্বাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপঅঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ এবং আবেদনকারীকে অবিহতকরণ। বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৯০ দিন
৯০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
২,০০০/- - ৩০,০০০/-
শুধু মাদকাসক্তির পরামর্শ কেন্দ্রের লাইসেন্স ফিস-২,০০০/- মাদকাসক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের লাইসেন্স ফিস * ১০ বেড পর্যন্ত- ৮,০০০/-টাকার ট্রেজারি চালান * ১১-১৯ বেডের জন্য ১৫,০০০/- টাকার ট্রেজারি চালান * ২০ বেডের ঊর্ধ্বে ২০,০০০ টাকার ট্রেজারি চালান মাদকাসক্তির পরামর্শ, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের লাইসেন্স ফিস * ১০ বেড পর্যন্ত- ১০,০০০/-টাকার ট্রেজারি চালান * ১১-১৯ বেডের জন্য ২০,০০০/- টাকার ট্রেজারি চালান * ২০ বেডের ঊর্ধ্বে ৩০,০০০ টাকার ট্রেজারি চালান
সেবা প্রাপ্তির স্থান
উপ-আঞ্চলিক কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
* মহাপরিচালক * অতিরিক্ত মহাপরিচালক * পরিচালক (চিপু) * সহকারী পরিচালক (চিপু) * অফিস সহকারী (চিপু) * অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় * অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় * অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
  • নির্ধারিত ফরমে আবেদন
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
  • দু’কপি পাসপোর্ট সাইজের ছবি
  • যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্শেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হাল সন পর্ন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি
  • ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৯০ অনুসরণে চক্তিপত্র এবং সর্শেষ ভাড়া পরিশোধের রশিদ
  • আবেদনপত্রে স্বাক্ষর কারীর নাম ও পদবী
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ,১৯৯০ এর ১২ ধারা মোতাবেক পুলিশ প্রতিবেদন।
  • অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী লাইসেন্সের শর্ত সঠিক আছে কীনা।
  • সংশ্লিষ্ট বিধিমালার ৪ এর ১  এর (ক), (খ), (গ), (ঘ), (ঙ), (চ) এবং ২ এর (ক)-(গ)।
  • বেড সংখ্যা
  • আবাসিক এলাকায় কিনা এবং পর্যাপ্ত আলো বাতাসের সুবিধাসহ সুন্দর পরিবেশ আছে কিনা
  • ভবনটি ক’তলা বিশিষ্ট এবং এর কোন্ কোন্ তলায় ক’টি কক্ষ প্রস্তাবিত কাজে ব্যবহৃত হচ্ছে ।
  • টয়লেট/বাথরুম এর সংখ্যা  ও তা বিধির সাথে সামঞ্জস্য কিনা
  • সার্বক্ষণিক ডাক্তার এর সংখ্যাএবং নাম ও রেজিষ্ট্রেশন নং
  • সার্বক্ষণিক ডাক্তার এবং মনোচিকিৎসকের নিয়োগপত্র, সম্মতিপত্র/যোগদানপত্র এবং শিক্ষাগত সনদ
  • নার্স বা বয় এর সংখ্যা, নিয়োগপত্র ও শিক্ষাগত সনদ 
  • সুইপার এর সংখ্যা ও নিয়োগপত্র
  • ফরম গ অনুযায়ী  জীবন রক্ষাকারী উপকরণাদি আছে কিনা
  • রোগীর কেস হিস্ট্রিসহ যাবতীয় তথ্য সংরক্ষণে গৃহীত ব্যবস্থা
  • এ্যাফিলিয়েটেড ডায়াগনষ্টিক সেন্টার/প্যাথলজিক্যাল ল্যাব এর নাম
  • কার্যক্রম শুরুর পর থেকে হালনাগাদ পর্যন্ত চিকিৎসান্তে ছাড়পত্র দেয়া হয়েছে এমন রোগীর মোট সংখ্যা

ছাড়পত্র প্রদানকৃত রোগীর মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এমন রোগীর সংখ্যা(যদি থাকে )

সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০  এবং  বেসরকারী পর্যায়ে মাদকাসক্ত পরামর্শ কেন্দ্র ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা,২০০৫-এর শর্তাবলী প্রযোজ্য।

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০ এবং  বেসরকারী পর্যায়ে মাদকাসক্ত পরামর্শ কেন্দ্র ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০০৫-এর শর্তাবলী প্রযোজ্য।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়