beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0004

লাইসেন্স/লাইসেন্সের অংশ স্থানান্তর

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে, সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্মকর্তা কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স/লাইসেন্সের অংশ স্থানান্তর অনুমোদন ও... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৯০ দিন
৯০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপ-আঞ্চলিক কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• মহাপরিচালক • অতিরিক্ত মহাপরিচালক • পরিচালক (প্র.) • উপ-পরিচালক (প্র.) • সহকারী পরিচালক (প্র.) • অফিস সহকারী (প্র.) • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় • অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় • উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
  •   স্থানান্তর (লাইসেন্সীর মৃত্যুতে):
  • লাইসেন্সীর মৃত্যুর সনদ
  • মৃত লাইসেন্সীর উত্তরাধিকারী সনদ
  • মৃত লাইসেন্সীর উত্তরাধিকারীদের মধ্যে মৃতের জ্যেষ্ঠ পুত্রের আবেদন এবং তার নামে লাইসেন্স নবায়ন/প্রদানের বিষয়ে অন্যান্য উত্তরাধিকারীদের অনাপত্তি প্রত্যয়ন
  • প্রস্তাবিত লাইসেন্সীর ছবি ও নাগরিকত্ব সনদ
  • প্রস্তাবিত লাইসেন্সীর নামে ট্রেড লাইসেন্স
  • প্রস্তাবিত লাইসেন্সীর ব্যাংক সলভেন্সীর সনদ
  • প্রস্তাবিত লাইসেন্সীর আয়কর সনদ
  • প্রস্তাবিত লাইসেন্সীর পুলিশ রিপোর্ট

 

  • অংশ স্থানান্তর:
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে আবেদন
  • অংশীদার নিয়োগের বিষয়ে অধিদপ্তরের ১১/৩/১৩ তারিখের অফিস আদেশ অনুসারে রেজিস্ট্রিকৃত চুক্তিপত্র
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর সম্মতিপত্র
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর ছবি
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্র
  • সংশ্লিষ্ট দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর ব্যাংক সলভেন্সী সনদ
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর আয়কর সনদ (যদি থাকে)
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর এসএসসি সনদ/বয়স সম্পর্কে সনদ
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সী শারীরিক সুস্থতার সনদ
  • প্রস্তাবিত অংশীদার লাইসেন্সীর পুলিশ রিপোর্ট
সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯, এক্সাইজ ম্যানুয়াল, ভলিউম ২ এবং বিভিন্ন সময় জারিকৃত এসআরও

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯, এক্সাইজ ম্যানুয়াল ভলিউম ২ এবং বিভিন্ন সময় জারিকৃত এসআরও

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়