beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ পুলিশ

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 এক নজরে পুলিশ সদর দপ্তরের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

পুলিশ সদর দপ্তর

ইংরেজি

Police Headquarters, Bangladesh Police

সংক্ষিপ্ত

PHQ

অফিস প্রধানের পদবি

ইন্সপেক্টর জেনারেল (IGP)

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

(মোট জনবল)

৪৪.০১.০০০০.

 

রেঞ্জ অফিস-০৭

মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার অফিস [- ০৬ 

৬৪

৬৩০

১৫২২৭৩

 

যোগাযোগের তথ্যাবলি

 

 

 

 

 

ঠিকানা

 

 

 

 

 

৬-ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০

www.police.gov.bd

www.bangladesh.gov.bd

 

 

 

 

ফোন নং

+৮৮০--৯৫১৫১০৫,৯৫৬০৬৬১,৯৫৬১৯৬৭

ফ্যাক্স নং

+৮৮০-- ৯৫৬২৩৩০,৯৫৬৫৫০৫

ই-মেইল

ig@police.gov.bd

মোবাইল নং

০১৭১৩৩৭৩০০০; ০১৭১৩৩৭৩০০১

০১৭১৩৩৭৩০০৩; ০১৭১৩৩৭৩০০৪

  পুলিশ সদর দপ্তর - পরিচিতি 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ একটি বাহিনী। দেশের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ ও দমন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান, বিচারিক কাজে আদালতকে নিরাপত্তামূলক সহায়তা, অপরাধী গ্রেফতার, তদন্ত, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধান করা পুলিশের অন্যতম দায়িত্ব। তাছাড়া, চাকুরি প্রাপ্ত/প্রার্থীদের ভেরিফিকেশন, পাবলিক পরীক্ষা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনে সহায়তা প্রদান, লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের নিরাপত্তা হেফাজত, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কাজে বাংলাদেশ পুলিশ সর্বদা দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের প্রধানের পদবি হলো আইজিপি। এ পদটি সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন। ৭ টি পুলিশ রেঞ্জ,৬ টি মেট্রোপলিটন পুলিশ ইউনিটসহ র‍্যাব , ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, প্রোটেকশন পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ হাইওয়ে ,এপিবিএন, সিআইডি, এসবি ইউনিট দায়িত্ব পালন করে। মেট্রোপলিটান এলাকায় পুলিশ কমিশনার এবং বিভাগীয় পর্যায়ে ডিআইজি ইউনিট প্রধানের দায়িত্ব পালন করেন। প্রত্যেকটি মেট্রোপলিটান এলাকা কয়েকটি বিভাগ এবং প্রত্যেকটি বিভাগ কয়েকটি জোনে বিভক্ত। প্রত্যেকটি জোনের আওতায় ২ থেকে ৫টি থানা আছে। বিভাগের দায়িত্ব পালন করেন ডেপুটি পুলিশ কমিশনার বা সংক্ষেপে ডিপিসি এবং জোনের দায়িত্বে এ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার বা জোনাল এসি । বিভাগীয় পর্যায়ে রেঞ্জ ডিআইজির অধিন কয়েকটি জেলা থাকে। প্রত্যেকটি জেলা কয়েকটি সার্কেলে বিভক্ত,  সার্কেল অফিসের অধীনে একাধিক থানা রয়েছে। জেলার দায়িত্ব পালন করেন পুলিশ সুপার এবং সার্কেল অফিসে সহকারী পুলিশ সুপার (এএসপি)। তবে পুলিশী কার্যক্রম বা সেবার কেন্দ্রবিন্দু হচ্ছে থানা। উর্ধ্বতন সকল অফিসই থানার কার্যক্রম তদারকি/ সহায়তা এবং নির্দেশনা প্রদান করে থাকেন।

  পুলিশ সদর দপ্তর - কার্যপরিধি

আইজিপি অফিসের কার্যক্রম:

  • অধীনস্থ অফিসের কার্যক্রম তদারকি ও নির্দেশনা প্রদান এবং বিভাগীয় নিয়ম প্রণয়ন
  • নিয়োগ, প্রশিক্ষণ, বদলি ও পদোন্নতি
  • বাজেট প্রণয়ন ও বাজেট বরাদ্দ
  • উচ্চ আদালতের নির্দেশ পালন
  • অন্যান্য সরকারি বেসরকারি অফিস ও সংস্থার সাথে যোগাযোগ রক্ষা
  • বিভাগীয় শৃংখলা রক্ষা

 

ডিআইজি অফিসের কার্যক্রম-

  • অধীনস্থ অফিসের কার্যক্রম তদারকি ও নির্দেশনা প্রদান
  • আইনশৃংখলা রক্ষায় নির্দেশনা ও সহায়তা প্রদান
  • ফৌজদারী অপরাধ তদন্ত তদারকি
  • বিভাগীয় শৃংখলা রক্ষা
  • বদলি ও পদোন্নতি

 

এসপি অফিসের কার্যক্রম-

  • আদালতের নির্দেশ পালন
  • ফৌজদারী অপরাধ তদন্ত তদারকি ও নির্দেশনা প্রদান
  • যানবাহন নিয়ন্ত্রণ
  • জেলার অন্যান্য সরকারি , বেসরকারি অফিস ও সংস্থার সাথে যোগাযোগ রক্ষা
  • অধীনস্থ অফিসের কার্যক্রম তদারকি ও নির্দেশনা প্রদান
  • বিভাগীয় শৃংখলা রক্ষা
  • নিয়োগ, প্রশিক্ষন, বদলি ও পদোন্নতি
  • আইন শৃংখলা নিয়ন্ত্রন ও নিরাপত্তার প্রয়োজনে পুলিশ মোতায়েন
  • চাকুরির ভেরিফিকেশন করা
  • লাইসেন্স প্রদান সংক্রান্ত মতামত প্রদান

 

সার্কেল এএসপি অফিসের কার্যক্রম-

  • ফৌজদারী অপরাধ তদন্ত তদারকি ও নির্দেশনা প্রদান
  • অধীনস্থ অফিসের কার্যক্রম তদারকি ও নির্দেশনা প্রদান
  • বিভাগীয় শৃংখলা রক্ষা

 

থানার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে-

  • মামলা রেকর্ড
  • সাধারণ ডায়েরি
  • অপরাধ দমন ও প্রতিরোধ
  • আদালতের নির্দেশ পালন
  • অধর্তব্য মামলা লিপিবদ্ধকরণ
  • বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা
  • পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদান
  • চাকুরির ভেরিফিকেশন করা
  • বিভিন্ন লাইসেন্স প্রদান সংক্রান্ত তদন্ত
  • দিনে ও রাত্রে টহল দেওয়া
  • ওয়ারেন্ট তামিল ও সমন জারি করা ইত্যাদি অন্যতম।

থানার কার্যক্রমের প্রদান উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রন করা, তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা ইত্যাদি

 এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

রেঞ্জ ডি আই জি অফিস

ইংরেজি

Range  DIG  Office

সংক্ষিপ্ত

ডিআইজি অফিস

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

ডিআইজি

জনবল

৩৩

 
 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

পুলিশ সুপারের কার্যালয়,

ইংরেজি

Office of the Superintendent of Police

সংক্ষিপ্ত

এসপি অফিস

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

এস পি

জনবল

৩৬

 
এক নজরে সার্কেল/ জোন অফিস
 

 

অফিসের নাম

বাংলা

এ এস পি (সার্কেল/জোন) অফিস

ইংরেজি

CIRCLE ASP Office

সংক্ষিপ্ত

সার্কেল/ জোন অফিস

অফিস সংখ্যা

১৪৬

অফিস প্রধানের পদবি

সহকারী পুলিশ সুপর/ সহকারী পুলিশ কমিশনার

জনবল

 
 
 এক নজরে উপজেলা / থানা অফিস
 

 

নাম

বাংলা

থানা

ইংরেজি

Thana

সংক্ষিপ্ত

থানা

অফিস সংখ্যা

৬৩০

অফিস প্রধানের পদবি

অফিসার ইন চার্জ (ওসি)

জনবল

২৮      * এরিয়া অনুযায়ী তারতম্য আছে 

 
 

 বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

জেলা অফিসের অর্গানোগ্রাম

সার্কেল/জোন অফিসের অর্গানোগ্রাম

  উপজেলা/ থানা অফিসের অর্গানোগ্রাম


বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(উপজেলা)

১।

সাধারণ ডায়েরি গ্রহণ

উপজেলা

২।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান

জেলা/উপজেলা

৩।

বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা

উপজেলা

৪।

মিছিল, সভা, সমাবেশের অনুমতি প্রদান

জেলা/উপজেলা

৫।

মোবাইল ফোনে উত্যক্তকরণ বা হুমকি বিষয়ক অভিযোগ গ্রহণ

উপজেলা

৬।

মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগের চাহিদা পূরণ

জেলা/উপজেলা

৭।

টেন্ডার ড্রপ, পরীক্ষা অনুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত) পুলিশ নিয়োগের চাহিদা পূরণ

জেলা/উপজেলা

৮।

হারানো মোবাইল ফোন, কম্পিউটার, মটর সাইকেল প্রভৃতি উদ্ধার সংক্রান্ত

উপজেলা

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : থানা

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আই-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

সাধারণ ডায়েরি গ্রহণ

অফিসার ইন চার্জ(OC)/ ডিউটি অফিসার (DO)

সাধারণ ডায়েরি করার জন্য ওসি বরাবর আবেদন করে থানার ডিউটি অফিসারের নিকট দাখিল করতে হয়। ডিউটি অফিসার আবেদনটি সাধারণ ডায়েরি রেজিস্টারে এন্ট্রি দিয়ে আবেদনকারীকে জিডি নং প্রদান করে থাকেন। ডিউটি অফিসার আবেদনটি ওসি’র নিকট উপস্থাপন করেন। ওসি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদেন্তর ব্যবস্থা করেন। তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এখতিয়ারভুক্ত হলে ব্যবস্থা গ্রহণ করেন অন্যথায় উর্ধ্বতন কর্তৃপক্ষ/ আদালতে রেফার করেন।

১ ঘণ্টা থেকে ৭দিন ; বিনামূল্যে 

১। সি আর পি সি/১৮৯৮ -১৫৪, ১৫৫ ধারা 

২। পিআরবি /১৯৪৩ - ৩৭৭ বিধি

৩। পুলিশ আইন /১৮৬১- ৪৪ ধারা

সাকের্ল এএসপি

০২

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান

এসপি ডিএসবি/ অফিসার ইন চার্জ(O.C)

সোনালী ব্যাংক/ বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ৫০০/- টাকার ট্রেজারি চালানসহ এসপি বরাবর আবেদন দাখিল করতে হয়। দাখিলের পর সংশ্লিষ্ট ওসি / থানায় তদন্ত করার জন্য এসআই-কে নির্দেশ প্রদান করেন। রিপোর্ট প্রাপ্তির পর পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদানের উপযুক্ত হলে প্রস্তুত করা হয় অন্যথায় বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিস্বাক্ষরের জন্য পুলিশ সুপার  নিকট প্রেরণ করা হয়। পুলিশ সুপার প্রতিস্বাক্ষর করে ওসি’র নিকট ওয়ানস্টপ সেন্টারে প্রেরণ করেন। থানা ওয়ানস্টপ সেন্টার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ আবদেনকারী সংগ্রহ করেন।

৫-৭ দিন ;      ৫০০ টাকা

 

ডিএসবি নির্দেশিকা

 থানার ক্ষেত্রে সার্কেল এএসপি

এস পি অফিসের ক্ষেত্রে ডিআইজি 

০৩

বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা

অফিসার ইন চার্জ(OC)/ ডিউটি অফিসার (DO)

বৈধ আগ্নেয়াস্ত্রের মালিক ব্যাক্তিগত ভাবে অথবা সরকারি নির্দেশে অস্ত্রটি থানাতে জমা দিতে আসলে প্রথমে একটি আবেদন করতে হয়। ডিউটি অফিসার আস্ত্রের কাগজপত্র পর্যবেক্ষণ করে বিস্তারিত তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করে জিডি নং দিয়ে আবেদনকারীকে একটি কপি বুঝিয়ে দেন। অত:পর বৈধ অস্ত্রটি থানার মালখানায় নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে জিডির কপিটি দাখিল সাপেক্ষে আস্ত্রটি নিজের হেফাজতে নিতে পারেন।

৩০-৬০ মিনিট; বিনামূল্যে 

 

অস্ত্র আইনের-১৮৭৮ এর ১৬ ধারা 

সাকের্ল এএস পি

০৪

মিছিল, সভা, সমাবেশ, মাইক ব্যবহারের অনুমতি প্রদান

এসপি ডিএসবি/ অফিসার ইন চার্জ (OC)

আবেদনকারীকে মিছিল, সভা, সমাবেশ, মাইক ব্যবহার ইত্যাদির অনুমতির জন্য পুলিশ সুপার (এসপি) বরাবর আবেদন করতে হয়। পুলিশ সুপার তদন্ত করার জন্য অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশ দেন। ওসি তদন্ত করে এসপি’র নিকট প্রেরণ করেন। প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিবেচনা করে অনুমতি প্রদান করা হয় অথবা অনুমতি প্রদান সম্ভব নয় মর্মে জানিয়ে দেন।

৪-৭ দিন; বিনামূল্যে 

 

১। সিআরপিসি / ১৮৯৮-১২৭, ১২৮, ১২৯ ধারা

২। পুলিশ আইনের/১৮৬১ - ৩০, ৩১, ৩২ ধারা

ডিআইজি

ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদান সংক্রান্ত অভিযোগ গ্রহণ

অফিসার ইন চার্জ(OC)

ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদান ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে অফিসার ইন চার্জ বরাবর বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদন করতে হয়। ডিউটি অফিসার আবদনের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করেন এবং ওসি’র নিকট বিষয়টি উথ্থাপন করেন। ওসি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার জন্য অফিসারকে নির্দেশ দেন। মোবাইল ফোনে উত্যক্ত করার বিষয়টি উদ্ঘাটনের জন্য প্রয়োজনে টেকনোলজি ব্যবহারসহ মোবাইল অপারেটরের সহায়তা গ্রহণ করা হয়। এভাবে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।

১ ঘণ্টা থেকে ২/৩ দিন ; বিনামূল্যে 

 

১। সিআরপিসি -১৮৯৮/১০৭ ধারা

২। দন্ড বিধি/১৮৬০- ৫০৬, ৩৮৭, ৩৮৬, ৩৮৫ ধারা

৩। পিআরবি-১৯৪৩/৩৭৭

সাকের্ল এএসপি

মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগ সংক্রান্ত

এসপি ডিএসবি/ অফিসার ইন চার্জ(OC

মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগের জন্য পুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়। পুলিশ সুপার আবেদনের বিষয়টি যাচাই-এর জন্য ওসি-কে নির্দেশ দেন। ওসি’র প্রতিবেদন/ সুপারিশের প্রেক্ষিতে এসপি এতদসংক্রান্ত অনুমতি প্রদান করে ফোর্স/পুলিশ নিয়োগ দেন অথবা আবেদন না মঞ্জুর করেন।

২-৩ দিন ; বিনামূল্যে 

 

১। পুলিশ আইন/১৮৬১- ২৩ ধারা 

১। পিআরবি/১৯৪৩-  ৩৭৭

সাকের্ল এ এস পি

টেন্ডার ড্রপ, পরীক্ষানুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত) পুলিশ নিয়োগ

এসপি ডিএসবি/ অফিসার ইন চার্জ (OC)

টেন্ডার ড্রপ, পরীক্ষানুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত) পুলিশ নিয়োগের লক্ষ্যে পুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়। পুলিশ সুপার অফিসার ইন চার্জের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অথবা যাচাই করে প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়োগের ব্যবস্থা গ্রহণ করেন।

২-৩ দিন; বিনামূল্যে 

 

১। পুলিশ আইন/১৯৬১-  ৩১  ধারা

 

সাকের্ল এএসপি /ডিআইজি

 ০

হারানো মোবাইল ফোন, কম্পিউটার, মটর সাইকেল প্রভৃতি উদ্ধার সংক্রান্ত

অফিসার ইন চার্জ(OC)/ ডিউটি অফিসার (DO)

মোবাইল ফোন, কম্পিউটার, মটর সাইকেল প্রভৃতি হারানো গেলে ওসি বরাবর লিখিত আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর ডিউটি অফিসার  জিডি হিসেবে এন্ট্রি দিয়ে আবেদনকারীকে জিডি নং দেন এবং আবেদনটি ওসির নিকট উপস্থাপন করেন। ওসি তাৎক্ষণিক কর্মকর্তা নিয়োগ করে তদন্ত/ মালামাল উদ্ধারের ব্যবস্থা করেন। মালামাল উদ্ধার হলে যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করা হয়।

২-৭ দিন ; বিনামূল্যে 

 

পিআরবি/১৯৪৩- ৩৭৭ বিধি

 

সাকের্ল এ এস পি