beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

ইংরেজি

Department of Public Health Engineering

সংক্ষিপ্ত

DPHE

অফিস প্রধানের পদবি

প্রধান প্রকৌশলী

তদারকি মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

 

http://goo.gl/maps/t57xl

১৪

৬৪

৪৮৩

১০৭৪৬

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, ১৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি কাকরাইল, ঢাকা-১০০০

www.dphe.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮০-২-৯৩৪৩৩৫৮

ফোন নং

+৮৮০-২-৯৩৪৩৩৭৫

ই-মেইল

ce@dphe.gov.bd

মোবাইল নং

+৮৮০১৮১৯-৮৭৩৬৮৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর -পরিচিতি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (সংক্ষেপে ডিপিএইচই) ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী শহর (যেখানে ওয়াসা কাজ করে) ব্যতীত দেশের সর্বত্র পানীয় জল সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনাকারী জাতীয় সংস্থা। ১৯৩৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ এবং শহুর এলাকার আপামর জনসাধারণের জন্য সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরবর্তীতে ১৯৯৩ সালে দেশের বিভিন্ন এলাকার নলকূপে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত হওয়ার পর আর্সেনিক আক্রান্ত এলাকায় নিরাপদ পানির অভাব ঘটিত ক্ষতিকর প্রভাবসহ উদ্ভূত জনদুর্ভোগের অবসানের লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে সাথে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে । আর্সেনিক আক্রান্ত এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিকল্প সুপেয় পানির উৎস অনুসন্ধানের ক্ষেত্রেও এই অধিদপ্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ (যেমন বন্যা, সিডর, আইলা প্রভৃতি) চলাকালীন এবং দূর্যোগ পরবর্তী সময়ে  জরুরি ভিত্তিতে নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃব্যবস্থাপনার ব্যবস্থা করে থাকে। একইভাবে মলমুত্র এবং অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনার জন্য এই অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে একটি উন্নত পরিবেশ অর্জনে সচেষ্ট ভূমিকা পালন করে থাকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এ ধরণের সেবা সরবরাহের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃব্যবস্থাপনা উন্নয়নে সরকারের বিভিন্ন নীতি এবং কর্মপরিকল্পনায় নীতিনির্ধারণী ভূমিকা ডিপিএইচই পালন করে থাকে। এছাড়াও, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান (যেমন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) কে পানি এবং পয়ঃব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজে অত্র অধিদপ্তরটি কারিগরি সহায়তা প্রদান করে থাকে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর - অর্গানোগ্রাম

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর - কার্যপরিধি

•    পৌর এলাকায় পৌরসভাকে সম্পৃক্ত করে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো নির্মাণ ও কারিগরি সহায়তা প্রদান
•    নিরাপদ পানির উৎস স্থাপন
•    পানির গুণগত মান পরীক্ষা
•    স্যানিটেশন সামগ্রী উৎপাদন, বিক্রয় ও বিনামূল্যে বিতরণ
•    নলকূপ মেরামতকরণ
•    নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রয়
•    উদ্বুদ্ধকরণ
•    আপদকালীন সেবা
•    প্রশিক্ষণ প্রদান
•    কারিগরি সহায়তা প্রদান
•    ডিজিটাল পদ্ধতিতে পানির উৎস সনাক্তকরণের জন্য স্বতন্ত্র জিও কোড প্রদান ইত্যাদি।

 

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Superintending Engineer

সংক্ষিপ্ত

SE Office

অফিস সংখ্যা

১৪

অফিস প্রধানের পদবি

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

জনবল

১৪

 
 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Executive Engineer

সংক্ষিপ্ত

XEN office

অফিস সংখ্যা

৭২

অফিস প্রধানের পদবি

নির্বাহী প্রকৌশলী

জনবল

১৫

 এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

সহকারী প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Assistant Engineer

সংক্ষিপ্ত

AE Office

অফিস সংখ্যা

৪৮৩

অফিস প্রধানের পদবি

সহকারী প্রকৌশলী

জনবল

১৩

 
 
 

বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 জেলা অফিসের অর্গানোগ্রাম

উপজেলা অফিসের অর্গানোগ্রাম

বিদ্যমান নাগরিক-সেবার তালিকা (জেলা/ উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা/ উপজেলা)

০১

নিরাপদ পানির উৎস স্থাপন

উপজেলা

০২

পানির গুণগতমান পরীক্ষা

উপজেলা/ আঞ্চলিক পরীক্ষাগার

০৩

স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরণ

 উপজেলা

০৪

নলকূপ মেরামতকরণ

 উপজেলা

০৫

স্যানিটেশন সামগ্রী বিক্রয়

 উপজেলা

০৬

আপদকালীন সেবা

 উপজেলা

০৭

প্রশিক্ষণ

উপজেলা

 

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : সহকারী প্রকৌশলীকার্যালয়

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

(সংক্ষেপে)

 

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন

/ বিধি/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

নিরাপদ পানির উৎস স্থাপন

সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)/উপঃসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)

জনগণকে উপজেলা চেয়ারম্যান/ ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়। আবেদনগুলো সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন সরেজমিন পরিদর্শনপূর্বক খসড়া তালিকা প্রস্ত্তত করে ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির নিকট উপস্থাপন করা হয়। ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির অনুমোদনের পর উপজেলা ওয়াটশন কমিটিতে চূড়ান্ত অনুমোদনের পর সরকারি বরাদ্দ মোতাবেক চুড়ান্ত তালিকা ঠিকাদারের নিকট সরবরাহ করা হয়। সরবরাহকৃত তালিকা অনুযায়ী মালামাল সরবরাহ করে নলকূপ স্থাপনের কাজটি সম্পন্ন হয়।

কার্যাদেশ প্রদানের ৩ মাসের মধ্যে;

উপকারভোগী কর্তৃক প্রদত্ত সহায়ক চাঁদা

. অগভীর নলকূপ-১০০০/-

. তারা নলকূপ-১৫০০/-৩. রিং ওয়েল – ২০০০/-

. গভীর নলকূপ-4500/-

. পিএসএফ=3000/-

. এসএসটি= 1500/-

 

 

1। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-1998

2। জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)

3। Water Quality Standard for Bangladesh.

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী

০২

পানির গুণগতমান পরীক্ষা

সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)/উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)

পানির গুনগতমান পরীক্ষার জন্য সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)        বরাবর আবেদন করতে হয়।  আবদেনপত্র প্রাপ্তির পর উপ-সহকারী প্রকৌশলী/ নলকূপ মেকানিক কর্তৃক সরজেমিন পরিদর্শনপূর্বক নমুনা সংগ্রহ করে আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখনে নমুনা পরীক্ষা করে উপজেলাতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয়। উক্ত রিপোর্টটি আবদেনকারীক প্রদান করা হয়।

আনুমানিক ১৭-২৩ দিন  ;

ফিল্ড টেস্ট কীট- বিনামূল্যে এবং ল্যাবেরটরী টেষ্টের ক্ষেত্রে ৫০/- - 1৫০০/-

(প্রতি প্যারামিটারের জন্য)

 

1। জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)

2। Water Quality Standard for Bangladesh.

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী

০৩

স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরণ

সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)/উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)

স্যানিটেশন সামগ্রী প্রাপ্তির জন্য উপজেলার জনগণ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করেন। উপজেলা চেয়ারম্যান প্রাপ্ত আবেদনগুলো সহকারী প্রকৌশলীর নিকট প্রেরণ করেন। বরাদ্দ সাপেক্ষে ইউনিয়ন পরিষদের  মাধ্যমে প্রাপ্ত তালিকা মোতাবেক হতদরিদ্রদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

আনুমানিক ৬০-৯০ দিন ;

বিনামূল্যে

1। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-1998

2। জাতীয় স্যানিটেশন কৌশলপত্র-2005

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী

 

 

 

 

 

০৪

নলকূপ মেরামতকরণ

নলকূপ মেকানিক

সরকারি নলকূপ মেরামত সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট নলকূপ মেকানিককে মেরামতের জন্য প্রেরণ এবং কারিগরি সহায়তা প্রদান। এক্ষেত্রে জনগণকে উপজেলা চেয়ারম্যান/ ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়। আবেদনগুলো সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন অনুযায়ী মেকানিক মেরামতের জন্য সরাসরি নলকূপের নিকট চলে যান এবং মালামাল থাকা সাপেক্ষে নলকূপ মেরামতের ব্যবস্থা করেন।

আনুমানিক 30-45 দিন কর্ম দিবসের মধ্যে ;

প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করে দেওয়া/ যন্ত্রাংশের মূল্য পরিশোধ করতে হবে।

1। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-1998

 

সহকারী প্রকৌশলী

০৫

স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) বিক্রয়

অফিস সহকারী / ক্লার্ক কাম টাইপিস্ট (সিসিটি)

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে সরকার নির্ধারিত মূল্য পরিশোধুপূর্বক যে কেউ স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) মওজুদ থাকা পর্যন্ত যে কেউ ক্রয় করতে পারবেন।

কর্মদিবসে আনুমানিক 1-2   ঘন্টা ; রিং-125/- প্রতিটি

স্লাব-200/- প্রতিটি

রিং-স্লাব বিক্রয় সংক্রান্ত অধিদপ্তরের আদেশপত্র

উপজেলা সহকারী প্রকৌশলী

০৬

আপদকালীন সেবা

১। সহকারী প্রকৌশলী

২। উপ-সহকারী প্রকৌশলী

৩। নলকূপ মেকানিক

 

আপদকালীন  (বন্যা,সাইক্লোন  ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি ভিত্তিতে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়

আপদকালীন সময়ে জরূরী ভিত্তিতে ;

বিনামূল্যে

অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী

০৭

প্রশিক্ষণ

১। সহকারী প্রকৌশলী

২। উপ-সহকারী প্রকৌশলী

স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা, উদ্যোক্তা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক প্রদান করা হয়।  তাছাড়া নিরাপদ পানি এবং স্যানিটেশন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক, ইউনিয়ন পরিষদের সভা ইত্যাদি আয়োজন করা হয়।

আনুমানিক 10-15 কর্মদিবসের মধ্যে;

বিনামূল্যে

অধিদপ্তরের বিধিমালা

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী