beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০১৪

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

ইংরেজি

BUREAU OF MANPOWER, EMPLOYMENT & TRAINING (BMET)

সংক্ষিপ্ত

বিএমইটি  (BMET)

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

জনবল

 

 

০৪

৪২

২২৩৩

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

৮৯/২, কাকরাইল, ঢাকা-১০০০

www.bmet.org.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮০-২-৯৩৫৭৮৭২

ফ্যাক্স নং

+৮৮০-২-৮৩১৯৯৪৮

ই-মেইল

dgbmet@bmet.org.bd

মোবাইল নং

 

 জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো -পরিচিতি

 ১৯৭৬ সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতে এ প্রতিষ্ঠানটি বৈদেশিক কর্মসংস্থান, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিএমইটির নিরলস প্রচেষ্টার কারণে এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৫৭ টি দেশে প্রায় ৮৬ লক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে এবং প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ৭ লক্ষ ৭২ হাজার ৬৯৯শত কোটি টাকা (১৯৭৬ থেকে ২০১3 পর্যন্ত)। প্রতিবছর প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অন্যতম  নিয়ামক ভূমিকা পালন করছে, যা মোট জিডিপির প্রায় ১৩ ভাগ এবং বৈদেশিক বিনিয়োগের ৫ গুণ। বিএমইটি ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলছে এবং ৪২টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিদেশগামী কর্মীদের রেজিস্ট্রেশন, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রুপকল্প-২০২১ সামনে রেখে ইতোমধ্যে বিএমইটি বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয়ভাবে ডাটাবেজ সংরক্ষণ, অনলাইন রেজিস্ট্রেশন, অন-লাইন অভিযোগ ব্যবস্থাপনাসহ ভুয়া ভিসায় বিদেশগমন রোধ করতে প্রত্যেক বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমণ ছাড়পত্র প্রদান করা হচ্ছে। কর্মসংস্থান এবং প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের কল্যাণমূলক কার্যক্রম বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অভিবাসন এবং অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো স্বল্প ব্যয়ে অভিবাসনসহ সমগ্র অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ, হয়রানিমুক্ত করার লক্ষ্যে এবং বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ এবং এর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো - অর্গানোগ্রাম

 

 জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো - কার্যপরিধি

  1. বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ মূলক কর্যক্রম
  2. বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন
  3. জিটুজি পদ্ধতিতে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ
  4. বৈদেশিক কর্মসংস্থানের নিমিত্তে নতুন শ্রমবাজার অনুসন্ধান, শ্রমবাজার সংরক্ষণ ও সম্প্রসারণ
  5. বিদেশগামী কর্মীদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমণ ছাড়পত্র প্রদান
  6. দেশ ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক পেশায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা
  7. অনলাইনে প্রাপ্ত অভিযোগ নিস্পত্তির মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের প্রতারণা ও হয়রানী হতে মুক্তি ও ক্ষতি পুরণ  আদায়ের ব্যবস্থা গ্রহণ
  8. রিক্রুটিং এজেন্সীর কার্যক্রম নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান ও নবায়ন কার্যক্রম
  9. দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প কারখানায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষানবিশি ও ইন-প্লান্ট প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন
  10. বিদেশে মৃত প্রবাসী কর্মীদের লাশ দেশে ফেরত আনাসহ বকেয়া ও ক্ষতিপূরণ আদায় এবং আর্থিক সহায়তা প্রদান
  11. বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশী কর্মীদের দেশে ফেরত আনা
  12. বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের নিরাপদে বিদেশ গমন ও প্রত্যাগমনে সহায়তা প্রদান
  13. অস্বচ্ছল প্রবাসীদের সন্তানদের জন্য শিক্ষা-বৃত্তি প্রদান
  14. নিরাপদ অভিবাসনে সহায়তা প্রদানে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন
  15. বিদেশ গমনেচ্ছু কর্মীদের তথ্য সহায়তা প্রদানে মোবাইল ফোনে ‘প্রবাসী কর্মী সেবা’ কার্যক্রম। (বাংলালিংক ২২৩৩)
  16. বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্বাহে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান
  17. বিদেশগামী কর্মীদের ভিসার সঠিকতা যাচাইকরণ
  18. বিদেশগামী কর্মীদের বিদেশ গমণের পূর্বে গন্তব্য দেশের আইন-কানুন, ভাষা ও সংস্কৃতি,খাদ্যাভাস, সামাজিক বিষয়ে প্রি-ডিপার্চার ব্রিফিং প্রদান
  19. বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রম উইংয়ের মাধ্যমে প্রবাসী ও অভিবাসী কর্মীদের সার্বিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন
  20. অভিবাসী আইন, অভিবাসীর অধিকার ও মর্যাদা সম্পর্ক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ইত্যাদি।   

 

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস

ইংরেজি

Divisional Employment & Manpower Office

সংক্ষিপ্ত

DEMO

অফিস সংখ্যা

০৪

অফিস প্রধানের পদবি

যুগ্ম-পরিচালক

জনবল

১০

 

এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

ইংরেজি

District Employment & Manpower Office

সংক্ষিপ্ত

DEMO

অফিস সংখ্যা

৪২

অফিস প্রধানের পদবি

সহকারী পরিচালক

জনবল

১০

 

 


বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 


জেলা অফিসের অর্গানোগ্রাম

 

বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(অধিদপ্তর/ জেলা)

১।

ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমণ ছাড়পত্র প্রদান

অধিদপ্তর (বিএমইটি)

২।

বিদেশগামী কর্মীদের অনলাইনে (www.bmet.gov.bd) নাম নিবন্ধন ও টেলিটক মোবাইলের মাধ্যামে ফি প্রদান

অধিদপ্তর/জেলা পর্যায়ে/দেশব্যাপী

৩।

বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন

জেলা/অধিদপ্তর (বিএমইটি)

৪।

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা

জেলা

৫।

জিটুজি পদ্ধতিতে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

অধিদপ্তর/জেলা /দেশব্যাপী

৬।

অভিযোগ (www.ovijogbmet.org) গ্রহণ ও নিষ্পত্তি

অধিদপ্তর/জেলা

৭।

রিক্রুটিং এজেন্সীর কার্যক্রম নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান ও নবায়ন কার্যক্রম

অধিদপ্তর

৮।

বিদেশে মৃত প্রবাসী কর্মীদের লাশ দেশে ফেরত আনাসহ বকেয়া ও ক্ষতিপূরণ আদায় এবং আর্থিক সহায়তা প্রদান

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

৯।

বিদেশে আটেক পড়া বাংলাদেশী কর্মীদের দেশে ফেরত আনা

অধিদপ্তর /জেলা

১০।

প্রবাসীদের সন্তানদের জন্য শিক্ষা-বৃত্তি প্রদান

অধিদপ্তর/জেলা

১১।

মোবাইল ফোনে ‘প্রবাসী কর্মী সেবা’ কার্যক্রম। (বাংলালিংক ২২৩৩) 

দেশব্যাপী

১২।

ওয়ান স্টপ সার্ভিস

অধিদপ্তর (বিএমইটি)

১৩।

নারী অভিবাসী কর্মীদের তথ্য প্রদান

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

১৪।

বিদেশগামী কর্মীদের বিদেশ গমনের পূর্বে গন্তব্য দেশের আইন-কানুন, খাদ্যাভাস, ভাষা, সামাজিক-সাংস্কৃতিক বিষয়াদি, ডিপার্চার ব্রিফিং প্রদান

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

১৫।

বিদেশগামী কর্মীদের ভিসার সঠিকতা যাচাইকরণ

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

১৬।

বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্বাহে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

১৭।

বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রম উইংয়ের মাধ্যমে প্রবাসী ও অভিবাসী কর্মীদের সার্বিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন

দূতাবাস/অধিদপ্তর (বিএমইটি)/জেলা

১৮।

অভিবাসী আইন, অভিবাসীর অধিকার ও মর্যাদা সন্মন্ধে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ  

অধিদপ্তর (বিএমইটি)/জেলা

নাগরিক-সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

ক্রমিক

নং

                   সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/  নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ  হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমণ ছাড়পত্র প্রদান

১. মহা-পরিচালক

২. পরিচালক (বহির্গমন)

৩.উপ-পরিচালক (বহির্গমন)

৪.সহকারী-পরিচালক (বহির্গমন)

৫.সংশ্লিষ্ট অন্যান্য

বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধনপূর্বক ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করা হয়। কর্মীদের গন্তব্য দেশের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। অত:পর বহির্গমন ছাড়পত্রের জন্য কর্মীবৃন্দ আবেদন করেন। আবেদন  প্রাপ্তির পর কর্মীদের ভিসার সঠিকতা যাচাই, নিয়োগকর্তার সাথে সম্পাদিত চুক্তিপত্র, অঙ্গীকারনামা যাচাই শেষে বহির্গমন অনুমোদন করা হয় এবং স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়।

সর্বোচ্চ ৩ তিন দিন; ২৫০/- - 2750/-  টাকা

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

3.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০২

বিদেশগামী কর্মীদের অনলাইনে (www.bmet.gov.bd) নাম নিবন্ধন ।

অনলাইন নিবন্ধন চালু আছে     

বিদেশগামী কর্মীদের অন লাইনে আবেদন ফরম পূরণ করে দাখিল করতে হয়। কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধনপূর্বক নিবন্ধন পত্র প্রদান করা হয়। ওয়েব সাইটের মাধ্যমে যে কোন বিদেশ গমনেচ্ছু কর্মী অনলাইনে আবেদন করতে পারেন।

সবোর্চ্চ ০১ ঘন্টা; 150/-

 

 

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

3.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৩

বৈদেশিক কর্মসংস্থান

(রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে কর্মী প্রেরণ)

১. মহা-পরিচালক

২. পরিচালক

৩.উপ-পরিচালক ৪.সহকারী-পরিচালক

৫.সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ

ডিইএমও হতে বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন পূর্বক ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করা হয়।.গন্তব্য দেশের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান। বহির্গমন ছাড়পত্রের আবেদন প্রাপ্তির পর কর্মীদের ভিসার সঠিকতা যাচাই, নিযোগকর্তার সাথে সম্পাদিত চুক্তিপত্র, অঙ্গীকারনামা যাচাই শেষে বহির্গমন অনুমোদনপূর্বক স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়। এছাড়া গন্তব্য দেশের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়।

১ (এক ) মাস হতে 03 মাস পর্যন্ত; সর্বনিম্ন ১০০০০ টাকা হতে সবোর্চ্চ ৮৪,০০০/-  পর্যন্ত।

১.বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

3.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-2013

 

 

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৪

বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন

১. সহকারী-পরিচালক

২. ডাটাবেজ নেটওয়ার্ক কর্মকর্তা

৩. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ (ডিইএমও)

বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে অবহিতকরণ করা হয়। আগ্রহী কর্মীবৃন্দ অন লাইনে আবেদন ফরম পূরণপূর্বক দাখিল করেন। বিদেশগমনেচ্ছু কর্মীদের সঠিক ভাবে নিবন্ধন  করার পর ডাটেবজে সংরক্ষণ করা হয়। সাথে সাথে নিবন্ধনকৃত কর্মীদের বৈদেশিক চাকুরি সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

সর্বোচ্চ ৩ দিন; 150-২৫০  টাকা

 

3. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

২. বর্হিগমন বিধিমালা-২০০২

৩. মানব পাচার নিরোধ আইন ২০১২

৪. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৫

জিটুজি পদ্ধতিতে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ

১. মহাপরিচালক

২. সহকারী পরিচালক

৩. ডাটাবেজ করার সাথে সম্পৃক্ত কর্মর্তা/কর্মচারী

বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে অবহিতকরণ করা হয়। কর্মীবৃন্দ অন লাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করেন। ইউনিয়ন, পৌরসভা,সিটি কর্পোরেশন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র এবং  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে  বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন করা হয়। নিবন্ধিত কর্মীদের বাছাই করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে মালয়েশিয়ায়  ফিংগার ইমপ্রেশন, পাসপোর্ট ও ছবি সম্বলিত ডাটা প্রেরণ করা হয়ে থাকে।  মালয়েশিয়া সরকার হতে ভিসা উইথ রেফারেন্স প্রাপ্তির পর কর্মীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে  অবহিত করে পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে বলা হয়। মালয়েশিয়া দূতাবাস হতে ভিসা স্ট্যাম্পিং এবং স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়। মালয়েশিয়াগামী কর্মীদের  এসএমএস ও টেলিফোনের মাধ্যমে ফ্লাইট সিডিউল  অবহিত করা হয়।   মালয়েশিয়াগামী কর্মীদের  ব্রিফিং শেষে বিএমইটির অফিসারসহ মালয়েশিয়ায় পৌছানো নিশ্চিত করা হয়।

১ -৬ মাস পর্যন্ত; জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অভিবাসন ব্যয় ২৮,৫০০-৩১৫০০/-

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

3. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৬

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা

১. মহা-পরিচালক

২. পরিচালক (প্রশিক্ষণ)

৩.উপ-পরিচালক (প্রশিক্ষণ)

৪. সহকারী-পরিচালক (প্রশিক্ষণ)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (প্রশিক্ষণ)

বিদেশগামী নিবন্ধিত কর্মীদের প্রায় ৪৫ টি বৃত্তিমূলক ট্রেডে স্বল্প ও মধ্য মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। ০২ বছর মেয়াদী এসএসসি ভোকেশনাল কোর্স, ০৬ মাস মেয়াদী গার্মেন্টস ও কম্পিউটার কোর্স এবং ০৪ বছর মেয়াদী মেরিন ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

১. ৭দিন থেকে ২১ দিন

২. ১ মাস থেকে ৬ মাস।

২. ১বছর থেকে ৪ বছর; 300/-  - 18000/- টাকা

 

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩. শিক্ষানবীসি অ্যাক্ট-১৯৬২

৪. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৭

অনলাইন অভিযোগ (www.ovijogbmet.org) গ্রহণ নিষ্পত্তি

১. মহা-পরিচালক

২. পরিচালক (কর্মসংস্থান)

৩.উপ-পরিচালক (কর্মসংস্থান)

অন লাইনে বা সরাসরি ডিইএমও কিংবা বিএমইটিতে অভিযোগ দাখিল করতে হয়। অনলাইনে বা  সরাসরি প্রাপ্ত অভিযোগ প্রাথমিক যাচাই শেষে অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠণ এবং সেবাগ্রহীতাকে অবহিত করা হয়। তদন্ত বা অনধিক ০৩ (তিন) টি শুনানি শেষে অভিযোগ নিষ্পত্তি করা হয়। প্রতিষ্ঠিত অভিযোগের ক্ষেত্রে সেবাগ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

সর্বোচ্চ ৩ মাস; ১। বিনা ফি-তে অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

২। রিক্রুটিং লাইসেন্স

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. রিক্রুটিং এজেন্টস আচরণ বিধিমালা-২০০২

৪.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৮

রিক্রুটিং এজেন্সীর কার্যক্রম নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান ও নবায়ন কার্যক্রম

১. মহা-পরিচালক

২. পরিচালক (কর্মসংস্থান)

৩. উপ-পরিচালক (কর্মসংস্থান)

৪.সহকারী-পরিচালক (কর্মসংস্থান)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (কর্মসংস্থান)

রিক্রুটিং এজেন্সীকে লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের জন্য নির্ধারিত ফরম পূরণপূর্বক বিএমইটিতে আবেদনপত্র  দাখিল করতে হয়। আবেদনপত্র প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তদন্ত কর্মকর্তা নিয়োগ ও রিক্রুটিং এজেন্সীকে অবহিত করা হয়। তদন্ত কর্মকতা কর্তৃক রিক্রুটিং এজেন্সী অফিস পরিদর্শ পূর্বক পরিদর্শন প্রতিবেদন দাখিল করেন। পরিদর্শন প্রতিবেদনসহ পরবর্তী কার্যার্থে রিক্রুটিং এজেন্সির আবেদনপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের উচ্চ-পর্যায়ের কমিটি কর্তৃক  লাইসেন্স প্রদান, নবায়ন বা বাতিলের  সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রণালয় বা বিএমইটি কর্তৃক সেবাগ্রহীতাকে অবহিত করা হয়ে থাকে।

০৩ থেকে ০৬ মাস; প্রাপ্তি/নবায়নের ক্ষেত্রে-

ক) জামানত        -১৫ লক্ষ টাকা

খ) কল্যাণ তহবিল-   ১ লক্ষ টাকা

গ)  নবায়ন ফি     - ৪০ হাজার টাকা

১. বর্হিগমন বিধিমালা-২০০২

২. রিক্রুটিং এজেন্টস আচরণ বিধিমালা-২০০২

৩. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩৪. মানব পাচার নিরোধ আইন ২০১২

 

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

০৯

বিদেশে মৃত প্রবাসী কর্মীদের লাশ দেশে ফেরত আনাসহ বকেয়া ও ক্ষতিপূরণ আদায় এবং আর্থিক সহায়তা প্রদান

১. মহা-পরিচালক

২. পরিচালক (কল্যাণ)

৩. উপ-পরিচালক (কল্যাণ)

৪.সহকারী-পরিচালক (কল্যাণ)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (কল্যাণ)

বিদেশে কর্মরত অবস্থায় কোন কর্মী মৃত্যু বরণ করলে সে দেশে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কর্মীর বকেয়া পাওনা এবং নিয়োগের চুক্তি/শর্ত অনুযায়ী ক্ষতি পূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয় এবং প্রাপ্য অর্থ মৃত কর্মীর অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

 

পরিস্থিতি অনুযায়ী লাশ আনার জন্য   ১-৫ দিন এবং নিয়োগের শর্ত/চুক্তি অনুযায়ী ক্ষতি পূরণের বিষয়টি নিষ্পত্তি হয়  

 

কল্যাণ  বিধিমালা-২০০২

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

১০

বিদেশে আটেক পড়া বাংলাদেশী কর্মীদের দেশে ফেরত আনা।

১. মহা-পরিচালক

২. পরিচালক (কল্যাণ)

৩. উপ-পরিচালক(কল্যাণ)

৪.সহকারী-পরিচালক(ডিএমও)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ(কল্যাণ ও (ডিএমও)

 

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান/ সংস্থার মাধ্যমে তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়।

 

৭দিন থেকে ০৩ মাস।

নাই

1. কল্যাণ  বিধিমালা-২০০২

১. বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২ ও বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

৪.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

১১

বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের নিরাপদে বিদেশ গমন ও প্রত্যাগমনে সহায়তা প্রদান

৪.সহকারী-পরিচালক

(বিমান বন্দর)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (কল্যাণ ও বিমান বন্দর)

 

 

বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের নিরাপদে বিদেশ গমন ও প্রত্যাগমনে জন্য এবং যথাযথ ভাবে কর্মে নিয়োজিত হওয়ার জন্য পূর্বেই সার্বিক বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। অধিকন্তু সরকারি ভাবে যখন কর্মী বিদেশে যায় আ বিদেশ থেকে দেশে আসে তখন বিমানবন্দরে গিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

 

 

1 w`b; নাই

1. কল্যাণ  বিধিমালা-২০০২

১. বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২ ও বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

৪.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

 

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

১২

প্রবাসীদের সন্তানদের জন্য শিক্ষা-বৃত্তি প্রদান

১. মহা-পরিচালক

২. পরিচালক (কল্যাণ)

৩. উপ-পরিচালক (কল্যাণ)

৪.সহকারী-পরিচালক (ডিএমও)

৫. সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ(কল্যাণ ও (ডিএমও)

 

 

বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে আবেদন আহবান করা হয়।  প্রবাসী কর্মীদের সন্তান কর্তৃক সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে শিক্ষাবৃত্তির আবেদন দাখিল করতে হয়।  সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আবেদন যাচাই-বাছাই শেষে বিএমইটিতে প্রেরণ করে থাকে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তির আবেদন অনুমোদন এবং আবেদনকারীদের অবহিত করা হয় এবং শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়।

 

১। সর্বোচ্চ ০৩ মাস।

নাই

1. কল্যাণ  বিধিমালা-২০০২

১. বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২ ও বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

৪.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

১৩

মোবাইল ফোনে ‘প্রবাসী কর্মী সেবা’ কার্যক্রম। ( বাংলালিংক ২২৩৩) 

বাংলালিংক কর্তৃপক্ষ

ফোন কল সেবা (বাংলালিংক ২২৩৩) 

তাৎক্ষণিক; কলচার্জ অনুযায়ী

1. কল্যাণ  বিধিমালা-২০০২

১. বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২ ও বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩. বাংলাদেশ শ্রম আইন-২০০৬

৪.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)

১৪

ওয়ান স্টপ সার্ভিস

(ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদান)

১. মহা-পরিচালক

২. পরিচালক (বহির্গমন)

৩.উপ-পরিচালক (বহির্গমন)

৪.সহকারী-পরিচালক (বহির্গমন)

৫.সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ (বহির্গমন)

বিদেশগামী কর্মীদের কেন্দ্রীয় ডাটাবেজে নাম নিবন্ধন করে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করা হয়। কর্মীদের গন্তব্য দেশের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। বহির্গমন ছাড়পত্রের আবেদন প্রাপ্তির পর কর্মীদের ভিসার সঠিকতা যাচাই, নিযোগকর্তার সাথে সম্পাদিত চুক্তিপত্র, অঙ্গীকারনামা যাচাই শেষে বহির্গমন অনুমোদন দেয়া হয় এবং স্মার্ট কার্ডের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে।

সর্বোচ্চ ৩ তিন দিন; ২৫০ টাকা থেকে 2750  টাকা।

১. বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২ ও বর্হিগমন বিধিমালা-২০০২

২. মানব পাচার নিরোধ আইন ২০১২

৩.বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)