beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

১.১ এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল 

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

ইংরেজি

Bangladesh Ansar and Village Defence Party

সংক্ষিপ্ত

Ansar & VDP

অফিস প্রধানের পদবি

মহা-পরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

রেঞ্জ অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা/থানা অফিস সংখ্যা

জনবল

(সর্বমোট)

০৩

 

০৮

৬৪

৫৯৯

৬০,৫৪,৭০৩

 

 

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

বংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা

www.ansarvdp.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮০-২-৯২১৪৪২২

+৮৮০-২-৭২১৪৯২৯

ফ্যাক্স নং

+৮৮০-২-৭২১৪৯৬০,

+৮৮০-২-৭২১৪৯৩৯,

+৮৮০-২-৭২১৪৯৫৯

ই-মেইল

dgansar@ansarvdp.gov.bd

মোবাইল নং

+৮৮০-১৭৩০০৩৮০০০

 আনসার ও ভিডিপি-পরিচিতি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তামূলক কাজ, পরিরেশের ভারসাম্য রক্ষা, দূর্যোগ ব্যবস্থাপনা, আত্বনির্ভরশীলতা, পরিকল্পিত পরিবার গঠন, দারিদ্র্য বিমোচন, নিরক্ষতা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও উপ-নির্বাচন, বিভিন্ন অনুষ্ঠান যেমন - ঈদ, পূজা, বড়দিন, নববর্ষ ইত্যাদির নিরাপত্তা বিধান করাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকে। ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি এ বাহিনী গঠিত হয়। ১৯৫২-এর ভাষা অন্দোলনে এই বাহিনীর সদস্য আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার শহীদ হন। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল ‍মুজিব নগরে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীসহ ১২ জন আনসার সদস্য বাংলাদেশের প্রথম অস্থায়ী  রাষ্ট্রপ্রধানকে ‘‘গার্ড অব অনার” প্রদান করেন। ১৯৭৬ সালে প্রথম আনসার ব্যাটালিয়ন গঠিত হয়। বর্তমানে এ বাহিনীর ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন সহ ৩৯টি ব্যাটালিয়ন রয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আইন-শৃংখলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন প্রশংসনীয় অবদান রাখায়

সরকার এ বাহিনীকে ১৯৯৮ সালের ১০ মার্চ জাতীয় পতাকা প্রদান করেন। ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এ বাহিণীকে “স্বাধীনতা পদক ২০০৪” প্রদন করা হয়। ২০১০ সালে ১০ম সাউথ এশিয়া সাব গেমস্-এ এই বাহিণীর সদস্যরা সর্বমোট ১১টি স্বর্ণ পদক লাভ করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃহত্তর এ বাহিনীর ১৬টি ব্যাটালিয়নের ৭২৭২ জন সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৬০০ জন হিল আনসার ও ৭৮৮৭ জন হিল ভিডিপি পার্বত্য এলাকায় অপারেশন উত্তরণে সহায়তা পদান করছে। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী অভিযানে অত্যন্ত সুনামের সাথে ১০(দশ)টি ব্যাটালিয়নের মোট ২৬৩৯ জন সদস্য সুনামের সহিত দায়িত্ব পালন করছে। সমতল এলাকায় পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন সরকারি সম্পত্তি রক্ষার কাজে ১০টি ব্যাটালিয়নের ৪১৬০ জন সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ৪০০০০ অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য সরকারি বেসরকারি সংস্থা ও কেপিআই সমূহের নিরাপত্তা সেবায় নিয়োজিত আছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (RAB) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাসহ অত্র বাহিনীর মোট ৫১৯ জন (পুরুষ ও মহিলাসহ) ব্যাটালিয়ন সদস্য প্রেষণে নিয়োজিত আছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ SSF এ নিয়োজিত আছেন। এ বাহিনীর সদস্যবৃন্দ ক্ষুদ্র পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিণীতে কাজ করেছেন।

এ বাহিনীর স্থায়ী, অস্থায়ী ও স্বেচ্ছাসেবীসহ প্রায় ৬০ লক্ষ সদস্য-সদস্যা রয়েছে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে বাহিনীর সদস্য-সদস্যাদের বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে জামানত বিহীন ঋন প্রদান করা হয়। প্রতি বছর ৩২ টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এ বাহিনীর প্রায় ৫০০০ জন সদস্য-সদস্যাকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়। দেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাদের ১০% কোটা সুবিধা রয়েছে।

দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন ও সরকারের নির্দেশে অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন কল্পে বাহিনীর সদস্যাদের বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান, সরকারি বেসরকারি সংস্থা সমূহের চাহিদার ভিত্তিতে নিরাপত্তা সেবা প্রদান, প্রশিক্ষণ ও অঙ্গীভূত করণের মাধ্যম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সভা সেমিনারের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি তথা দেশের সামগ্রিক উন্নতি ও অগ্রগতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যপক অবদান রাখছে এবং এ বাহিনীর দায়িত্বের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

আনসার ও ভিডিপি, প্রধান কার্যালয় –অর্গানোগ্রাম

 

আনসার ও ভিডিপি, প্রধান কার্যালয় - কার্যপরিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উল্লেখযোগ্য কার্যপরিধি:

  • জন নিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীন প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদান
  • দেশের পার্বত্য এলাকায় অপারেশন উত্তরন বাস্তবায়নে সেনাবাহিনীকে সহায়তা প্রদান
  • দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গীদমন ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদান
  • দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গীবাদ দমনে র‌্যাব-এ জনবল মোতায়েন
  • নির্বাচন ও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনবল মোতায়েন করা
  • আর্থ-সামাজিক অবস্থার উন্নতি কল্পে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা
  • জাতীয় দূর্যোগ মোকাবেলা কার্যক্রমে অংশগ্রহণ করা
  • গ্রাম/ইউনিয়নেরআইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদানকরা
  • মাদক দ্রব্য চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতা প্রদান
  • সরকারি বেসরকারি কেপিআইসমূহে আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা সেবা প্রদান
  • জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্ত কার্য সম্পন্ন করা
  • আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্য/সদস্যাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান করা
  • কেন্দ্রীয় ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে তালিকাভূক্ত সদস্য-সদস্যাদেরপ্র শিক্ষণ ও অঙ্গীভূত কার্যক্রম পরিচালনা করা
  • সভা ও সেমিনারের মাধ্যমে উদ্ভুদ্ধকরণ ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা
  • সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা ইত্যাদি।

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

আনসার – ভিডিপি একাডেমি

ইংরেজি

Ansar-VDP Academy

সংক্ষিপ্ত

Ansar-VDP Academy

অফিস সংখ্যা

0১

অফিস প্রধানের পদবি

উপ-মহাপরিচালক

জনবল

 ১৭৭

 

 এক নজরে রেঞ্জ অফিস

 

নাম

বাংলা

রেঞ্জ অফিস

ইংরেজি

Range Office

সংক্ষিপ্ত

RO

অফিস সংখ্যা

0৮

অফিস প্রধানের পদবি

পরিচালক

জনবল

০৯

 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়

ইংরেজি

District Commandant Office

সংক্ষিপ্ত

DC (Ansar) Office

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

জেলা কমান্ড্যান্ট

জনবল

০৮

 

এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা আনসার ভিডিপি  কর্যালয়

ইংরেজি

Upazila Ansar & VDP Office

সংক্ষিপ্ত

UAVDO Office

অফিস সংখ্যা

৫৯৯

অফিস প্রধানের পদবি

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা

জনবল

০৩+ ১৪৭ (স্বেচ্ছাসেবী)

 

  এক নজরে ইউনিয়ন আনসার ভিডিপি কার্যালয়

 

 

নাম

বাংলা

ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয় 

ইংরেজি

Union Ansar & VDP Ofice

সংক্ষিপ্ত

UL Office

অফিস সংখ্যা

৪৫৩৯

অফিস প্রধানের পদবি

ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী

জনবল

ইউনিয়ন-৩৪ (স্বেচ্ছাসেবী) ও গ্রাম-৬৪ (স্বেচ্ছাসেবী)

 

এক নজরে আনসার ব্যটালিয়ন

 

নাম

বাংলা

আনসার ব্যাটালিয়ন 

ইংরেজি

Ansar Battalion

সংক্ষিপ্ত

Ansar Battalion

অফিস সংখ্যা

৩৯

অফিস প্রধানের পদবি

ব্যাটালিয়ন অধিনায়ক

জনবল

৪১৬

 

এক নজরে ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র (কলাকোপা)

 

নাম

বাংলা

ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র (কলাকোপা) 

ইংরেজি

Vocational Training Center (Kolakopa)

সংক্ষিপ্ত

VTC (Kolakopa)

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

কমান্ড্যান্ট

জনবল

 

এক নজরে ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র (গাজীপুর)

 

নাম

বাংলা

ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র (গাজীপুর) 

ইংরেজি

Vocational Training Center (Gazipur)

সংক্ষিপ্ত

VTC (Gazipur)

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

কমান্ড্যান্ট

জনবল

 

  বিভাগীয় অফিস- অর্গানোগ্রাম

 রেঞ্জ অফিস- অর্গানোগ্রাম

 

 জেলা অফিস- অর্গানোগ্রাম

উপজেলা অফিস- অর্গানোগ্রাম

ইউনিয়ন আনসার ভিডিপি কার্যালয়- অর্গানোগ্রাম


আনসার ব্যাটালিয়ন-অর্গানোগ্রাম


ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের অর্গানোগ্রাম

ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র (গাজীপুর)- অর্গানোগ্রাম

২.১ বিদ্যমান নাগরিক-সেবার তালিকা (সদর দপ্তর/ রেঞ্জ/ ব্যাটালিয়/ জেলা/ উপজেলা পর্যায়)

ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(সদর দপ্তর, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা, উপজেলা পর্যায়)

১।

মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান

উপজেলা, জেলা, রেঞ্জ, ভিটিসি ও আনসার-ভিডিপি একাডেমি

২।

সরকারি-বেসরকারি সংস্থায় সাধারণ আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা প্রদান

জেলা

৩।

সরকারি-বেসরকারি সংস্থায় অঙ্গীভূতকরণের লক্ষ্যে সাধারণ আনসার প্যানেল প্রস্তুতকরণ ও অফার প্রদান

জেলা

৪।

আনসার ও ভিডিপিসদস্য হিসেবে প্রত্যয়ন পত্র ইস্যু

জেলা

৫।

আবেদনের ভিত্তিতে তথ্য প্রদান

উপজেলা, ব্যাটালিয়ন,জেলা, রেঞ্জ, একাডেমি ও সদর দপ্তর

৬।

আবেদনের ভিত্তিতে স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য হিসেবে প্লাটুনভুক্তিকরণ

উপজেলা

৭।

আবেদনের ভিত্তিতে স্বেচ্ছাসেবী ইউনিয়ন দলনেতা-দলনেত্রী নিয়োগ

জেলা

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : উপজেলা আনসার ভিডিপি কার্যালয়

ক্রমিক

নং

                  সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

 সেবা প্রদানের পদ্ধতি

(সংক্ষেপে)

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন

/ বিধি/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান

 

১. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা

২. উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা

 

আর্থিক বছরের শুরুতে বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রাপ্তির পর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীর সাথে পরামর্শক্রমে প্রাথমিক প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক জেলা কমান্ড্যান্ট এর নিকট প্রেরণ করেন। জেলা কমান্ড্যান্ট উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন ও প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করেন। আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণের সময় ব্যতীত প্রায় ১৪ দিন

 

(বার্ষিক নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্টকৃত সময়);

বিনামূল্যে

১। গ্রাম প্রতিরক্ষা দল আইন,১৯৯৫

২। আনসার বাহিনী আইন, ১৯৯৫

৩। আনসার বাহিনী প্রবিধানমালা ১৯৯৬

৪। বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা

১. জেলা কমান্ড্যান্ট

২. রেঞ্জ পরিচালক

০২

সরকারি-বেসরকারি সংস্থায় সাধারণ আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা প্রদান

জেলা কমান্ড্যান্ট ও উপজেলা কর্মকর্তা

 

প্রত্যাশিত সংস্থাকে নিরাপত্তার জন্য আনসার সদস্য চেয়ে নির্ধারিত ফরমে জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন করতে হয়। সংস্থার আবেদনের প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কমর্কর্তাকে সরজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। উক্ত পরিদর্শন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জেলা কমান্ড্যান্ট নিজে কিংবা ক্ষেত্র বিশেষে তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে অধিকতর যাচাই করে নিজস্ব মতামতসহ সম্মিলিত পরিদর্শন প্রতিবেদন রেঞ্জ কমান্ডারের নিকট উপস্থাপন করেন। রেঞ্জ কমান্ডার প্রতিবেদনের যৌক্তিকতা ও ক্ষেত্র বিবেচনা করে সন্তোষজনক পেলে মহাপরিচালকের নিকট প্রেরণ করেন। মহাপরিচালক কর্তৃক সন্তোষজনক বিবেচিত হলে অনুমোদন করে জেলা কর্যালয়ে প্রেরণ করেন। অত:পর আবেদনকারীর আবেদন অনুযায়ী প্রয়োজনীয় আনসার সদস্য সরবরাহ করা হয়।

প্রায় ১ মাস;

নিরাপত্তা সেবা প্রাপ্তি নিশ্চিত হলে যতজন আনসার সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত হবেন তাদের প্রত্যেকের তিন মাসের বেতন ভাতা এবং প্রত্যেকের প্রতিদিনের ভাতার ১০% আনুষঙ্গিক হিসেবে জেলা কমান্ড্যান্ট এর নিকট চেকের মাধ্যমে অগ্রীম প্রদান করতে হবে

আনসার বিধিমালা-২০০৬

১। রেঞ্জ পরিচালক

২। সদর দপ্তর

০৩

সরকারি-বেসরকারি সংস্থায় অঙ্গীভূতকরণের লক্ষ্যে সাধারণ আনসার প্যানেল প্রস্তুতকরণ ও অফার প্রদান

 

জেলা কমান্ড্যান্ট ও উপজেলা কর্মকর্তা

 

১। আর্থিক বছরের শুরুতে বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা প্রাপ্তির পর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক/ প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীর সাথে পরামর্শক্রমে প্রাথমিক প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক জেলা কমান্ড্যান্ট এর অনুমোদন গ্রহণ করেন। জেলা কমান্ড্যান্ট উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই অন্তে চূড়ান্ত তালিকা প্রনয়ণ ও প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করেন।

২। আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণার্থীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবেন ও সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন।

বার্ষিক নির্দেশিকা অনুযায়ী;

বিনামূল্যে

আনসার বিধিমালা-২০০৬

১. জেলা কমান্ড্যান্ট

২. পরিচালক, রেঞ্জ

০৪

আনসার ও ভিডিপি সদস্য হিসেবে প্রত্যয়ন পত্র ইস্যু

জেলা কমান্ড্যান্ট

 

প্রত্যয়ন পত্রের জন্য আনসার ভিডিপি সদস্যদের জেলা কমান্ড্যান্টের নিকট আবেদন দাখিল করতে হয়। জেলা কমান্ড্যান্ট প্রাপ্ত আবেদন যাচাইযের জন্য সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের (ইউএভিডিপিও) নিকট প্রেরণ করেন। ইউএভিডিপিও  প্রাপ্ত আবেদনের সঠিকতা যাচাই করে জেলাতে মতামত/প্রতিবেদন দেন। প্রাপ্ত মতামত/ প্রতিবেদনের ভিত্তিতে জেলা কমান্ড্যান্ট প্রত্যায়ন পত্র প্রদান করেন এবং জেলা থেকে আবেদনকারীগণ তা সংগ্রহ করে থাকেন।

৫-১০ দিন ;

বিনামূল্যে

নাই

রেঞ্জ পরিচালক

০৫

আবেদনের ভিত্তিতে তথ্য প্রদান

সংশ্লিষ্ট দপ্তর প্রধান

 

আবেদনকারীকে তথ্যের বর্ণনা দিয়ে তথ্য অধিকার আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন যাচাই বাছাই করে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রস্তুত করা হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে আবেদনকারী তথ্যপত্র সংগ্রহ করেন। আর তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান সম্ভব না হলে তাও আবেদনকারীকে  অবহিত করা হয়।

২-৩ দিন (তবে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সর্বোচ্চ ৩০ দিন) ;

বিনামূল্যে

তথ্য অধিকার আইন, ২০০৯

১. জেলা কমান্ড্যান্ট

২. পরিচালক (প্রজেক্ট)

আনসার ও ভিডিপি

৩. সদর দপ্তর

 

০৬

স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে

প্লাটুনভুক্তিকরণ

উপজেলা আনসার ‍ও

ভিডিপি কর্মকর্তা

 

সেচ্ছাসেবী সাধারণ আনসার সদস্য হিসেবে প্লাটুনভুক্ত হওয়ার জন্য উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের নিকট যে কেউ আবেদন করতে পারেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিজে অথবা ইউনিয়ন দলনেতা/ দলনেত্রীর মাধ্যমে আবেদন যাচাই/বাছাই করে প্লাটুনভূ্ক্ত করেন এবং আবেদনকারীকে অবহিত করেন। আর প্লাটুনভুক্ত করার উপযুক্ত না হলে বাতিল করেন।

নির্দেশিকা অনুযায়ী;

বিনামূল্যে

আনসার ও ভিডিপি আইন, ১৯৯৫

জেলা কমান্ড্যান্ট

 

০৭

ভাতা ভিত্তিক স্বেচ্ছাসেবী

ইউনিয়ন দলনেতা/দলনেত্রী নিয়োগ

 

 

জেলা কমান্ড্যান্ট

 

ইউনিয়ন দলনেতা/ দলনেত্রীর পদশূন্য হলে সংশ্লিষ্ট ইউনিয়নের আনসার সদস্যদের মধ্য হতে উক্ত পদ পূরণ করা হয়। এজন্য জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন করে উপজেলা আনসার ও ভিডিপি  অফিসে দাখিল করতে হয়। উপজেলা আনসার ভিডিপি অফিসার আবেদনগুলোকে একীভূত করে জেলা অফিসে প্রেরণ করেন। জেলা কমান্ড্যান্ট আবেদনকারীদের ডেকে যাচাই বাছাই করেন। নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। যারা প্রশিক্ষণে উত্তীর্ণ হন তাদের ইউনিয়ন দলনেতা/ দলনেত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

শূন্যপদের ভিত্তিতে;

বিনামূল্যে

আনসার ও ভিডিপি আইন, ১৯৯৫

রেঞ্জ ও সদর দপ্তর