beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

সমাজসেবা অধিদফতর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 এক নজরে অধিদফতর

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

সমাজসেবা অধিদফতর

ইংরেজি

Department of Social Services

সংক্ষিপ্ত

DSS

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

৪১.০১

 

৬৪

৪৮৫

২৪৭

যোগাযোগের তথ্যাবলি

সমাজসেবা অধিদফতর

সমাজসেবা অধিদফতর

৮/ইই/- বি/

শের--বাংলা নগর,

আগারগাঁও, ঢাকা-১২০৭

www.dss.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+880-2-9131966,

+880-2-8127557

ফ্যাক্স নং

+880-2-8110074

-মেইল

dg@dss.gov.bd

sseba@citechco.net

মোবাইল নং

+88০১৭১১-১১২২৫৮

অধিদপ্তর -পরিচিতি

সমাজসেবা অধিদফতর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সেবা বিভাগের নের্তৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠানগুলির একটি । এর প্রতিষ্ঠাকাল ১৯৬১ । এ অধিদফতরের লক্ষ্য হল- সমাজের দূর্বল, অনগ্রসর, প্রান্তিক, হতদরিদ্রসহ সমাজের বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে জীবনমান উন্নয়নে সহায়তা করা এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও সাফল্য নিশ্চিত করা ।

সমাজসেবা অধিদফতর একদিকে যেমন দেশের মানুষের সামাজিক নিরাপত্তার জন্য কাজ করে চলেছে তেমনই দূর্বল, বয়স্ক, বিপদগ্রস্থ, অনাথ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন ও একীভূতিকরণ, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ক্ষমতায়ন এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করে থাকে । উপরন্তু, দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে সমাজসেবা অধিদফতর বিভিন্ন উল্লেখযোগ্যকর্মর্সূচি আয়োজন করে থাকে। এ সকল কর্মসূচির মধ্যে সামাজিকভাবে অনগ্রসর মহিলাদের প্রশিক্ষণ ও শিশু অপরাধ প্রবণতা দমন কর্মসূচি, পুনর্বাসন, প্রশিক্ষণ, ভবঘুরেদের উন্নয়ন ও পুনর্বাসন, শিশু ও মহিলাদের নিরাপদ হেফাজতি, এতিম-অনাথ শিশুদের লালনপালন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বয়স্কভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচি, হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ইত্যাদি উল্লেখযোগ্য । সমাজসেবা অধিদফতরের কর্মসূচিগুলো বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচনের জাতীয় কৌশলপত্র (National Strategy for Accelerated Poverty Reduction  বা NSAPR) এবং MDG এর সাথে সাদৃশ্য রেখে চলেছে।

এ বিভাগের প্রধান লক্ষ্য হল মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে হতদরিদ্রের দারিদ্র্য বিমোচন এবং তাদের অধিকার, সমস্যা এবং প্রয়োজনীয়তা সর্ম্পকে আত্মউন্নয়নে উদ্বুদ্ধ করা এবং সচেতন করে সক্রিয় করে তোলা ।

      ভিশন:

     সমাজের অনগ্রসর দরিদ্র, বঞ্চিত, সমস্যাগ্রস্থ জনগোষ্ঠীর কল্যাণ সাধন এবং তাদের ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা    প্রদান।

      মিশন:

  • ২০১৫ সালের মধ্যে দেশের শতকরা ৫০ ভাগ অসহায় ও সমস্যাগ্রস্থ জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা প্রদান
  • সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে দেশের শতকরা ৫০ ভাগ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান  উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন
  • অবহেলিত দুস্থ , বিপন্ন ও এতিম শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন উন্নয়ন ,কল্যাণ এবং পুনর্বাসন
  • সামাজিক অপরাধপ্রবণ ব্যক্তিদের সংশোধন, উন্নয়ন ও পূণর্বাসন
  • অসহায়, দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান
  • প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রাতিপালন, উন্নয়ন, কল্যান ও পূণর্বাসন
  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন প্রদান, তাদের কার্যক্রমে সহায়তা প্রদান ও তত্ত্বাবধান
  • সামাজিক প্রতিবন্ধী মেয়েদের কল্যাণ, উন্নয়ন ও পূণর্বাসন
  • সামাজিক অনাচার প্রতিরোধে সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ
  • পেশাজীবী সমাজকর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান
  • এসিডদগ্ধ মহিলাদের সহায়তা ও উন্নয়ন

সমাজসেবা অধিদফতরের সেবা গ্রহীতা:

  • অনগ্রসর দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠী
  • অসচ্ছল, অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবীণ ব্যক্তি
  • বিধবা , স্বামী পরিত্যক্তা ও দুস্থ মহিলা
  • মুক্তিযোদ্ধা
  • পিতৃমাতৃহীন, পিতামাতার  আদর বঞ্চিত, প্রতিবন্ধী, দুস্থ, অবহেলিত শিশু
  • আইনের আওতায় আসা শিশু
  • অসহায় দুস্থরোগী
  • সকল প্রকার প্রতিবন্ধী ব্যক্তি
  • সামাজিক অনাচার-পাচারের শিকার শিশু ও মহিলা
  • পেশাজীবী সমাজকর্মী
  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা
  • সামাজিক অবক্ষয়ের শিকার শিশু ও ভবঘুরে ব্যক্তি

 অধিদপ্তর - অর্গানোগ্রাম

 অধিদফতর - কার্যপরিধি

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো -

  • আর্থ-সামাজিক উন্নয়ন সেবামূলক :
  • পল্লী সমাজসেবা কার্যক্রম (আর.এস.এস)
  • পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর.এম.সি)
  • শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি)
  • এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রম
  • আশ্রয়ণ প্রকল্প / আবাসন কার্যক্রম
  • সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে –
  • বয়স্কভাতা কার্যক্রম
  • অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম
  • বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা
  • মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা
  •  প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি
  • দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি
  • হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি
  • প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা উন্নয়ন, প্রতিপালন ও পূনর্বাসন কার্যক্রমের আওতায়-
  • প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ , শনাক্তকৃত ব্যক্তিকে সনদ ও পরিচয়পত্র প্রদান
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক সামগ্রি বিতরণ
  • ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পূনর্বাসনমূলক কার্যক্রমের আওতায় –
  • প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস
  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় –
  • নারী ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়ানের লক্ষ্যে আর্থ-সামাজিক প্রশিক্ষণ পরিচালনা
  • সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন ও সহায়তা কর্মসূচির আওতায়
  • স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ
  • বেসরকারি এতিমখানা নিবন্ধন ও তত্ত্বাবধান এবং ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান
  • বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমুহকে সাধারণ ও আয়বর্ধক অনুদান প্রদানে সহায়তা
  •  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা
  • বিবিধ

নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব ছাড়াও জনকল্যাণে সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদানসহ সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন  ইত্যাদি।

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা সমাজসেবা কার্যালয়

ইংরেজি

District Social Services Office

সংক্ষিপ্ত

DSS

অফিস সংখ্যা

64

অফিস প্রধানের পদবী

উপ- পরিচালক

জনবল

1৫

 

১.৭ এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা সমাজসেবা কার্যালয়

ইংরেজি

Upazila Social Services Office

সংক্ষিপ্ত

USSO

অফিস সংখ্যা

৪৮৫

অফিস প্রধানের পদবী

উপজেলা সমাজসেবা অফিসার

জনবল

1০

 

 জেলা অফিসের অর্গানোগ্রাম

 

 উপজেলা অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক সেবার তালিকা (অধিদফতর/জেলা/ উপজেলা পর্যায়)

ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

( উপজেলা / জেলা /অধিদফতর)

১।

পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম

উপজেলা

২।

পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি)

উপজেলা

৩।

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, ধরণও মাত্রা নিরুপন এবং সনদ ও পরিচয়পত্র প্রদান

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

৪।

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রম

উপজেলা

৫।

আশ্রায়ণ / আবাসন প্রকল্প

উপজেলা

৬।

শহর সমাজসেবা কার্যক্রম

পৌরসভা / সিটি কর্পোরেশন

৭।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

পৌরসভা / সিটি কর্পোরেশন

৮।

চিকিৎসা  সমাজসেবা কার্যক্রম

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

৯।

বয়স্ক ভাতা কার্যক্রম

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১০।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১১।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১২।

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১৩।

দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১৪।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১৫।

ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস আক্রান্তরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি

উপজেলা / পৌরসভা / সিটি কর্পোরেশন

১৬।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি

নির্বাচিত উপজেলা /জেলা

১৭।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

উপজেলা

১৮।

সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন, প্রশিক্ষণ ও পূনর্বাসন

জেলা

১৯।

ছোটমনি নিবাসে শিশু প্রতিপালন ও পুনর্বাসন

অধিদফতর

২০।

দুস্থ ও এতিম শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

জেলা / অধিদফতর

২১।

বিপণ্ন শিশুদের সুরক্ষা কার্যক্রম

নির্বাচিত জেলা

২২।

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

জেলা

২৩।

বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম

অধিদফতর

২৪।

বাক-শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম

অধিদফতর

২৫।

দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম

অধিদফতর

২৬।

মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

অধিদফতর

২৭।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পূনর্বাসন কার্যক্রম

অধিদফতর

২৮।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গ্রামীন পূনর্বাসন কার্যক্রম

অধিদফতর

২৯।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

অধিদফতর

৩০।

এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

অধিদফতর

৩১।

ব্রেইল বই মুদ্রণ ও সমাজসেবা অধিদফতরাধীন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে  সরবরাহ কার্যক্রম

অধিদফতর

৩২।

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন

অধিদফতর

৩৩।

মৈত্রী শিল্প থেকে প্লাস্টিক সামগ্রী ও  বিশুদ্ধ পানি উৎপাদন ও বিপণন

মন্ত্রণালয়

৩৪।

অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত শিশুদের উন্নয়ন কার্যক্রম

অধিদফতর

৩৫।

ভবঘুরে ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন

অধিদফতর

৩৬।

প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস

উপজেলা / জেলা

৩৭।

সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন

জেলা

৩৮।

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন  (সেফহোম)

জেলা

৩৯।

দিবাকালীন শিশু যত্ন কার্যক্রম

জেলা

৪০।

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ

জেলা / উপজেলা / শহর

৪১।

নিবন্ধনকৃত বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

জেলা / উপজেলা / অধিদফতর / মন্ত্রণালয়

৪২।

জাতীয় সমাজকল্যাণ পরিষদ অনুদান

জেলা / উপজেলা / জাতীয় সমাজকল্যাণ পরিষদ

 

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/

আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্টসেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

উপজেলা সমাজসেবা অফিস

পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম

১। উপজেলা সমাজসেবা কর্মকর্তা

২। ফিল্ড সুপারভাইজার

৩। ইউনিয়ন সমাজকমী

৪। কারিগরী প্রশিক্ষক

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃকনির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণ পূর্বক  ক ও খ  গ্রুপভূক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিত পূর্বক সম্পন্ন করানো হয় । অত:পর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন । প্রস্ত্ততকৃত খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম ফিল্ডসুপারভাইজার কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন । অত:পর উপজেলা সমাজসেবা অফিসার  ইউপিআইসির সভার আয়োজন করে ঋণ অনুমোদন করেন । অবশেষে নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক / নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বক ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

ফ্রি

পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

 

ক গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৫০,০০০/- পর্যন্ত

 

খ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৫০,০০১/- থেকে ৬০,০০০/- পর্যন্ত

 

গ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৬০,০০১/- উর্ধ্বে

 

গ গ্রুপভূক্ত পরিবার ঋণ সুবিধা ব্যতিত অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

উপজেলা সমাজসেবা অফিস

পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি)

১. উপজেলা সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

ইউনিয়ন সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক কর্তৃক মাতৃকেন্দ্র গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক  সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিত করা হয়। অত:পর ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা দাখিল ও সঞ্চয় আদায় পূর্বক ব্যাংক হিসাবে জমা করা হয়। ফিল্ড সুপারভাইজার এর সুপারিশের প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্তত করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক ইউপিআইসির সভা আহ্বান ও ঋণ অনুমোদনের পর সুফলভোগীদের মাঝে ঋণের চেক/টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে অবহিত করা হয় এবং বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

ফ্রি

পরিবার জরিপের মাধ্যমে ১৫-৪৯ বছর বয়স্ক গ্রামীন দুস্থ মহিলাদের নিয়ে মাতৃকেন্দ্র গঠন করতে হবে।

 

জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারী শিক্ষা ও  ক্ষমতায়নে সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে ।

 

৪০ জন গ্রামীন দুস্থ মহিলা নিয়ে একটি মাতৃকেন্দ্র গঠন করা হয়ে থাকে।

 

ঋণগ্রহীতার দাখিলকৃত স্কিম অনুসারে প্রত্যেক সদস্যকে ৩,০০০/- হতে ৫,০০০/- পর্যন্ত  সুদমুক্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপপরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

উপজেলা / শহর সমাজসেবা অফিস

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, ধরণও মাত্রা নিরুপন এবং সনদ ও পরিচয়পত্র প্রদান

উপজেলা/  শহর সমাজসেবা       কর্মকর্তা,

উপ-পরিচালক, জেলা কার্যালয়

উপজেলা/ শহর সমাজসেবা অফিসে জরিপভূক্ত ও নির্ধারিত ডাক্তার/ কনসালটেন্টের মাধ্যমে ধরণ ও মাত্রা শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিকে  নির্ধারিত ফরমে আবেদনপত্র দাখিল করতে হয়। পরবর্তীতে যাচাই অন্তে সংশ্লিষ্ট ইঊনিয়ন সমাজকর্মী কর্তৃক কাগজপত্রসহ নথি   উপজেলা সমাজসেবা অফিসারের নিকট উপস্থাপন করে  অনুমোদন গ্রহণ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তির সংশ্লিষ্ট কাগজপত্রসহ নথি, সনদ ও পরিচয় পত্র উপ-পরিচালক এর নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা সমাজসেবা অফিসে প্রেরণ করা হয়। জেলা অফিস থেকৈ অনুমোদন পাওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিকে সরাসরি বা উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সনদ সরবরাহ করে সেবাটি প্রদান করা হয়।এ সনদের মাধ্যমে সরকারি চাকুরিসহ সকল সুযোগ সুবিধা প্রতিবান্ধীরা প্রাপ্য হন।

প্রয়োজনীয়  তথ্য সহ আবেদনের ১ দিনের মধ্যে

ফ্রি

. প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

 

. এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

 

 

 

১. জেলা প্রশাসক

২. পরিচালক (প্রতিষ্ঠান)

৩. মহাপরিচালক

 

22

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

রিসোর্স শিক্ষক

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে রিসোর্স শিক্ষক/ উপ-পরিচালক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট রিসোর্স শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করেন। অত:পর  আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হয়। ভর্তিকৃত শিশু নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষা লাভ করে এবং রিসোর্স শিক্ষক পাঠদান তদারকি করেন। ভর্তিকৃত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দের জন্য আবাসন, খাদ্য এবং চিকিৎসা বিষয়ক সকল প্রকার ব্যয়ভার সমাজসেবা অধিদফতর থেকে নির্বাহ করা হয়।

আসন শূণ্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে।

ফ্রি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)