beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৪

সড়ক ও জনপথ অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

সড়ক ও জনপথ অধিদপ্তর

ইংরেজি

Roads and Highways Department

সংক্ষিপ্ত

সওজ (RHD)

অফিস প্রধানের পদবি

প্রধান প্রকৌশলী

নিয়ন্ত্রণকারী বিভাগ/ মন্ত্রণালয়

সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

আঞ্চলিক অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপ-বিভাগীয় অফিস সংখ্যা

জনবল

35.022

http://goo.gl/maps/pTNLu

১০

২১

৬৫

১২৯

১৮,৯৪৯

(মোট)

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা

 

www.rhd.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

(02) 8879299

ফ্যাক্স নং

(02) 8879199,

ই-মেইল

ce@rhd.gov.bd

মোবাইল নং

 

সওজ - পরিচিতি

১৯৬২ সালে তৎকালীন সিএন্ডবি ভেঙে সড়ক ও জনপথ অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর নামে দুইটি প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর দেশের প্রধান প্রধান সড়ক ও সেতুর নেটওয়ার্ক নির্মান ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত। সওজ এর মালিকানাধীন সম্পদের পরিমান প্রায় ৪৬০০০ কোটি টাকা (সেতুর মূল্য ১৮২৫৮ কোটি টাকা ও সড়কের মূল্য ২০৮৭৪ কোটি টাকা)। সড়ক যোগাযোগ বাংলাদেশের অর্থনৈতিক লাইফ লাইন হিসাবে পরিগণিত। সড়ক ও জনপথ অধিদপ্তর দেশে একটি সুষম, টেকসই ও নিরাপদ সড়ক নেটওয়ার্ক নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অধিদপ্তরের আওতায় জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক ক্যাটাগরিতে মোট ২১,৪৭৬ কিলোমিটার সড়ক রয়েছে। নদী, খাল, জলাশয় প্রভৃতি অতিক্রমের জন্য আছে ১৮,২৫৮ টি সেতু/ কালভার্ট এবং ৪৯ টি ফেরি ঘাট। সওজ অধিদপ্তর এই বিশাল সড়ক নেটওয়ার্ক নিরন্তর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করে থাকে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্নিঝড়, প্রাকৃতিক দূর্যোগের পর স্বল্পতম সময়ে ক্ষতিগ্রস্থ সড়ক বা সেতু মেরামত করে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। অধিদপ্তরে সড়ক নির্মাণের জন্য আছে যান্ত্রিক সরঞ্জাম এবং সড়কের নির্মাণ সামগ্রীর মাননিয়ন্ত্রণের জন্য আছে সড়ক গবেষণাগার। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/ যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরেও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদানের ব্যবস্থা আছে। সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষা করা যায়।

 সওজ - অর্গানোগ্রাম

 

 

 

 

  সওজ - কার্যপরিধি

১. সুষম, টেকসই ও নিরাপদ সড়ক নেটওয়ার্ক নির্মাণ

২. জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ

৩. সেতু/কালভার্ট এবংফেরী পয়েন্ট রক্ষণাবেক্ষণ

৪. সওজ অধিদপ্তর সড়ক নেটওয়ার্ক  উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

৫. বন্যা, জলোচ্ছাস, ঘূর্নিঝড়, প্রাকৃতিক দূর্যোগের পর স্বল্পতম সময়ে ক্ষতিগ্রস্থ সড়ক বা সেতু মেরামতকরণ

৬. সড়ক গবেষণাগারে সড়ক উন্নয়নের জন্য গবেষণাকরণ

৭. সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/যন্ত্রপাতি জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান

৮. সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষা করা

৯. আরএইচডি ট্রেনিং সেন্টার, মিরপুরে সওজ অধিদপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও কম্পিউটার ইত্যাদি বিষয়ের উপর ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ইচ্ছুক শিক্ষার্থীদেরপ্রশিক্ষণ প্রদান

১০. সিএনজি, পেট্রোল পাম্প, আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পাশের সরকারি জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লিজ দেওয়া, ইত্যাদি।

 এক নজরে জোনাল অফিস

 

নাম

বাংলা

অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ এর কার্যালয়

ইংরেজি

Office of the Additional Chief Engineer, RHD

সংক্ষিপ্ত

জোন

অফিস সংখ্যা

১০

অফিস প্রধানের পদবি

অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ

জনবল

২০-২৫ জন

 

 এক নজরে সার্কেল অফিস

 

নাম

বাংলা

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ এর কার্যালয়

ইংরেজি

Office of the Superintending Engineer, RHD

সংক্ষিপ্ত

SE Office

অফিস সংখ্যা

২১

অফিস প্রধানের পদবি

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ

জনবল

২০-২৫ জন

 

এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়

ইংরেজি

Office of the Executive Engineer, RHD

সংক্ষিপ্ত

Ex-En Office

অফিস সংখ্যা

৬৫

অফিস প্রধানের পদবি

নির্বাহী প্রকৌশলী, সওজ

জনবল

১৫-২০ জন

 

 উপ-বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ এর কার্যালয়

ইংরেজি

Office of the Sub-Divisional Engineer, RHD

সংক্ষিপ্ত

উপ-বিভাগ

অফিস সংখ্যা

১২৯

অফিস প্রধানের পদবি

উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ

জনবল

২০-২৫ জন

 

 জোনাল অফিসের অর্গানোগ্রাম

 সার্কেল অফিসের অর্গানোগ্রাম

  জেলা অফিসের অর্গানোগ্রাম

 উপ-বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা/ উপ-বিভাগীয় )

১।

সরঞ্জাম/যন্ত্রপাতি ভাড়ায় প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

২।

উৎসে কর কর্তন প্রত্যয়নপত্র প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৩।

সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী সড়ক গবেষণাগারে পরীক্ষাকরণ

সড়ক গবেষণাগার

৪।

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প স্থাপন এবং আবাসিক/বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ পথের অনুমতি প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৫।

সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য জমি লিজ প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৬।

সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৭।

সওজ’র কার্যক্রম সম্পর্কে  তথ্য প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৮।

সওজ এর সড়ক কাটার অনুমতিপত্র প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৯।

ঠিকাদার/ সরবরাহকারী নিবন্ধন

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

সংশ্লিষ্ট আইন/ বিধি/নীতিমালা

 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

সরঞ্জাম/যন্ত্রপাতি ভাড়ায় প্রদান

নির্বাহী প্রকৌশলী, সওজ

 

সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/ যন্ত্রপাতি ভাড়ায় ব্যবহারের জন্য সাধারণ জনগণ আবেদন করলে  সরঞ্জাম/যন্ত্রপাতির প্রাপ্যতা ও প্রত্যাশী ব্যক্তি/সংস্থার উপযুক্ততা যাচাই করা হয়। যাচাই-এ সঠিক তথ্য পাওয়া গেলে আবেদনকারীকে সরকারি নির্ধারিত হারে ফি জমা দিতে বলা হয। অত:পর উপ-বিভাগীয় প্রকেৌশলীর মাধ্যমে  সরঞ্জাম/ যন্ত্রপাতি আবেদনকারীকে বুঝিয়ে দেয়া হয়।

৩-৫ দিন ;

সরঞ্জাম/ যন্ত্রপাতির ধরণ অনুযায়ী ৩,০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত

 

সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা/ সার্কুলার মোতাবেক

সংশ্লিষ্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০২

উৎসে কর কর্তন প্রত্যয়ন পত্র

১। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ

২। সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব রক্ষক

নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ের অন্তর্গত  উন্নয়নমুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়।

৬-7 দিন;

কোন ফি প্রদান করার প্রয়োজন  নাই

 

সওজ এর নিজস্ব নীতিমালা

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক  প্রকৌশলী, সওজ

০৩

সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী সড়ক গবেষণাগারে পরীক্ষাকরণ

পরিচালক, সড়ক গবেষনাগার

 

সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী সড়ক গবেষণাগারে পরীক্ষা করার আবেদনের প্রেক্ষিতে উপকরণ ও নির্মাণ সামগ্রী সরকারি  ফি জমা প্রদান সাপেক্ষে পরীক্ষা করে ফলাফল প্রদান করা হয়।

৩-৫ দিন ;

২৫০/- খেকে ১০,০০০/-

সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নিজস্ব নীতিমালা।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, টেকনিক্যাল সার্ভিসেস উইং

০৪

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প স্থাপন এবং আবাসিক/ বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রবেশ পথের অনুমতি প্রদান

১। নির্বাহী প্রকৌশলী, সওজ

২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ

 

সংশ্লিষ্ট প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রয়োজনীয় দলিলপত্রসহ আবেদনের প্রেক্ষিতে  প্রবেশ পথের জায়গা পরিদর্শন করে বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়। সড়ক নিরাপত্তাসহ সম্ভাব্য সামাজিক সমস্যার বিষয়াদি বিবেচনা করে বিস্তারিত প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে প্রবেশ পথের অস্থায়ী অনুমতি প্রদান করা হয়।

৩০-৪০ দিন ;

কাজের প্রকৃতি এবং পরিমানের উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান।

 

সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর  নীতিমালা

সচিব, সড়ক বিভাগ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়

০৫

সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য জমি লিজ প্রদান

১। নির্বাহী প্রকৌশলী, সওজ

২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ

সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সওজ মালিকানাধীন সরকারি অব্যবহৃত জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে লিজ প্রদান করা হয়। সড়ক নিরাপত্তাসহ সম্ভাব্য সামাজিক সমস্যার বিষয়াদি বিবেচনা করে বিস্তারিত প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে অস্থায়ী লিজ প্রদান করা হয়।

৩০-৪০ দিন ;

জমির পরিমান ও ব্যবহারের ধরনের উপর নির্ভর করে সরকার নির্ধারিত হার

 

সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা

সচিব, সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়

০৬

সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

১।সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ

২। সংশ্লিষ্ট বিভাগীয় হিসাবরক্ষক

নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয় এর অন্তর্গত  উন্নয়ন মুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদারকৃত কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়।

৫-6 দিন ;

কোন ফি প্রদান করার প্রয়োজন নাই

 

সওজ এর নীতিমালা

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ

০৭

সওজ’র কার্যক্রম সম্পর্কে  তথ্য প্রদান

নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়

 

কোন উপযুক্ত ব্যক্তি বা  প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তথ্য অধিকার আইনের আলোকে প্রকাশযোগ্য তথ্য প্রদান করা হয়ে থাকে।

৩ দিন ;

তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান মতে

তথ্য অধিকার আইন, ২০০৯

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৮

সওজ এর সড়ক কাটার অনুমতিপত্র প্রদান

১। নির্বাহী প্রকৌশলী, সওজ

২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ

সংশ্লিষ্ট প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা কর্তৃক আবেদনের প্রেক্ষিতে বিস্তারিত নকশা প্রণয়ন ও যাচাই বাছাই শেষে ফি নির্ধারন করা হয়। ফি পরিশোধ সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়ে থাকে।

১৫ দিন ;

কাজের প্রকৃতি এবং পরিমানের উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান

সওজ’র রেট সিডিউল মোতাবেক কর্তনকৃত সড়ক পূর্বাবস্থায় ফিরিয়ে আনা

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৯

ঠিকাদার / সরবরাহকারী নিবন্ধন

১। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ

২। সংশ্লিষ্ট বিভাগীয় হিসাবরক্ষক

প্রতি বছরে নির্ধারিত সময়ে আবেদনকারী আবেদন করবেন। প্রয়োজনীয়  কাগজপত্র এবং তথ্য যাচাই করে নিবন্ধন প্রদান বা নবায়ন করা হয়ে থাকে।

 

৭-8 দিন ; ঠিকাদার ক্যাটাগরীর উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান

সওজ এর নীতিমালা

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী