পরিবার পরিকল্পনা অধিদপ্তর
- প্রোফাইল
- পরিচিতি
- অর্গানোগ্রাম
- কার্যপরিধি
- অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
- অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
- নাগরিক-সেবার তালিকা
- নাগরিক-সেবার তথ্য সারণি
এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল
প্রতিষ্ঠানের নাম |
বাংলা |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর |
||||
ইংরেজি |
Directorate General of Family Planning |
|||||
সংক্ষিপ্ত |
DGFP |
|||||
অফিস প্রধানের পদবি |
মহাপরিচালক |
নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
|||
অফিস কোড |
গুগল ম্যাপ কোড |
বিভাগীয় অফিস সংখ্যা |
জেলা অফিস সংখ্যা |
উপজেলা অফিস সংখ্যা |
জনবল |
|
|
|
০৭ |
৬৪ |
৪৮৫ |
52,435 |
|
যোগাযোগের তথ্যাবলি |
ঠিকানা |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৬ কাওরান বাজার ঢাকা-১২১৫
|
ফোন নং |
+৮৮০-২-9118903, পিএবিএক্স : ৯১৪২৪১১, ৯১১৯৫৬৮, ৯৫৭২৯৪৬৮ |
||
ফ্যাক্স নং |
+৮৮০-২-৯১২৪৫২৩ +৮৮০-২-81২৮৫৭৭ +৮৮০-২-৯১১৪৪৭৮৯ |
|||||
ই-মেইল |
||||||
মোবাইল নং |
|
অধিদপ্তর - পরিচিতি
বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর অন্যতম বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি। ১৯৫০ সালের শুরুর দিকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ১৯৬৫ খ্রি: থেকে এ কর্মসূচি সরকারিভাবে শুরু হয়। জনউর্বরতার হার কমানোকে গুরুত্ব দিয়ে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সরকার এক নম্বরে প্রাধান্য দেয়। উন্নয়নের অনেকগুলো পর্যায় অতিক্রমের মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচি বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। এর মধ্যে কর্মসূচির কৌশল, কাঠামো, বিষয় ও উদ্দেশ্য এর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি সংস্থা (এনজিও)-কে সম্পৃক্তকরণ ও জনসংখ্যা নীতি প্রণয়নের মাধ্যমে সেবা গ্রহীতাদের প্রজননস্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
অধিদপ্তর -অর্গানোগ্রাম
অধিদপ্তর – কার্যপরিধি
• মাতৃমৃত্যু হার (MMR), শিশুমৃত্যু হার (IMR) ও মোট প্রজনন হার (TFR) কমানো
• প্রজনন স্বাস্থ্যসেবা
• প্রজনন স্বাস্থ্যে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি
• জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীর হার বৃদ্ধিকরণ
• জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে ক্লিনিক্যাল ও দীর্ঘমেয়াদি পদ্ধতির আনুপাতিক হার বাড়ানো
• ড্রপ-আউটের হার কমানো
• বয়ঃসন্ধিকালীন সেবা
• বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং দেরিতে বিবাহে উৎসাহ প্রদান
• নিম্ন অগ্রগতি সম্পন্ন এলাকায় বিশেষ কার্যক্রম গ্রহণ
• ইলেকট্রোনিক, প্রিন্ট ও আউটডোর মিডিয়ার মাধ্যমে মা-শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচারণা
• জনসংখ্যা নীতির যুগোপযোগীকরণ ইত্যাদি।
এক নজরে বিভাগীয় অফিস
নাম |
বাংলা |
বিভাগীয় পরিচালকের কার্যালয়, পরিবার পরিকল্পনা |
ইংরেজি |
Office of the Divisional Director, Family Planning |
|
সংক্ষিপ্ত |
বিভাগীয় পরিচালকের অফিস |
|
অফিস সংখ্যা |
০৭ |
|
অফিস প্রধানের পদবি |
বিভাগীয় পরিচালক |
|
জনবল |
০৫ জন |
এক নজরে জেলা অফিস
নাম |
বাংলা |
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
ইংরেজি |
District Family Planning Office |
|
সংক্ষিপ্ত |
ডিডি অফিস, পরিবার পরিকল্পনা |
|
অফিস সংখ্যা |
৬৪ টি |
|
অফিস প্রধানের পদবি |
উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা |
|
জনবল |
১৬জন |
এক নজরে উপজেলা অফিস
নাম |
বাংলা |
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
ইংরেজি |
Upazila Family Planning Office |
|
সংক্ষিপ্ত |
Family Planning Office |
|
অফিস সংখ্যা |
৪৮৫ |
|
অফিস প্রধানের পদবি |
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা / মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) |
|
জনবল |
উপজেলা অনুসারে জনবলের সংখ্যায় ভিন্নতা আছে । গড়ে ১০০-১৫০ জন |
বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম
জেলা অফিসের অর্গানোগ্রাম
উপজেলা অফিসের অর্গানোগ্রাম
বিদ্যমান নাগরিক সেবার তালিকা ( অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা/ কমিউনিটি ক্লিনিক পর্যায়)
ক্রমিক নং |
সেবার নাম |
সেবার পর্যায় (অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা/ ইউনিয়ন / কমিউনিটি ক্লিনিক) |
১। |
প্রসব সেবা |
গর্ভবতীর বাড়ি, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর ক্লিনিক, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
২। |
স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা |
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৩। |
গর্ভবতী সেবা |
গর্ভবতীর বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৪। |
গর্ভোত্তর সেবা |
গর্ভবতীর বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৫। |
জটিল ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা |
গর্ভবতীর বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৬। |
মাসিক নিয়মিতকরণ (এম আর) ও গর্ভপাত-সংশ্লিষ্ট সেবা |
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল,মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক
|
৭। |
নবজাতকের স্বাস্থ্যসেবা |
সেবা গ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৮। |
৫ বৎসরের কম বয়সের শিশুদের স্বাস্থ্যসেবা |
সেবাগ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
৯। |
ইপিআই (টিকাদান) সেবা |
ইপিআই স্থায়ী ও আউটরিচ সেন্টার |
১০। |
দীর্ঘমেয়াদি ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা (আইইউডি, ইমপ্ল্যান্ট) |
কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল,মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
১১। |
স্বল্প-মেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা (খাবার বড়ি, কনডম, জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন) |
সেবাগ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল,মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
১২। |
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারজনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা |
সেবাগ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল,মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
১৩। |
বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) |
সেবাগ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা), বেসরকারি সংস্থার ক্লিনিক |
১৪। |
শ্বাসতন্ত্রের সংক্রমণ (আরটিআই), প্রজননতন্ত্রের সংক্রমণ (এসটিআই)ও এইচআইভি-সংক্রমণ সেবা |
কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা), মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা),বেসরকারি সংস্থার ক্লিনিক। |
১৫। |
বন্ধ্যা দম্পতিকে পরামর্শ প্রদান ও রেফার করা |
কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC), ঢাকা, মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI), আজিমপুর, ঢাকা, বেসরকারি সংস্থার ক্লিনিক। |
১৬। |
স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারী পুরুষ ও মহিলাদের পুনরায় সন্তান জন্মদানে সক্ষমতার জন্য সেবা (রিক্যানালাইজেশন অপারেশন) |
নির্দিষ্ট বিশেষায়িত হাসপাতাল |
১৭। |
জরায়ু-মুখের ক্যান্সারের পূর্বাবস্থা এবং প্রাথমিক-পর্যায়ের স্তন ক্যান্সার নির্ণয় ও রেফার করা |
মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC), ঢাকা, মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI), আজিমপুর, ঢাকা, কিছু বেসরকারি সংস্থার ক্লিনিক |
১৮। |
সাধারণ রোগীর সেবা
|
কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, বেসরকারি সংস্থার ক্লিনিক |
১৯। |
স্বাস্থ্যশিক্ষা |
সেবাগ্রহীতার বাড়ি, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক), মা ও শিশুকল্যাণ কেন্দ্র, মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC), ঢাকা, মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI) আজিমপুর, ঢাকা, বেসরকারি সংস্থার ক্লিনিক |
নাগরিক সেবার তথ্য সারণি
সেবা প্রদানকারী অফিসের নাম : কমিউনিটি ক্লিনিক/ স্যাটেলাইট ক্লিনিক/ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পরিবার পরিকল্পনা ক্লিনিক/ মা ও শিশুকল্যাণ কেন্দ্র/ মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক/ মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (MFSTC, ঢাকা)/ মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (MCHTI, আজিমপুর, ঢাকা)/ বেসরকারি সংস্থার ক্লিনিক
ক্রমিক নং |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সেবা প্রদানের পদ্ধতি (সংক্ষেপে) |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ |
সংশ্লিষ্ট আইন-কানুন / বিধি-বিধান/ নীতিমালা |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
---|---|---|---|---|---|---|
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
জ |
০১ |
প্রসব সেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কর্মী দ্বারা স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়। ইওসি সুবিধা সম্পন্ন কেন্দ্রে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য সেবা প্রদান করেন। প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে যথাযথ সেবাকেন্দ্রে রেফার করা হয়। সকল সেবাই বিনামূল্যে প্রদান করা হয়।
|
ক্লিনিকে আসার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত সময়কাল অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে । এই সময়কাল ১০মিনিট হতে পারে, আবার ৩দিনও হতে পারে । বিনামূল্যে |
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপপরিচালক পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি)। বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০২ |
স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা |
১। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ২। মেডিকেল অফিসার (ক্লিনিক)/ সহকারী সার্জন
|
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উপযুক্ত সেবা গ্রহীতাকে ব্যথামুক্ত অপারেশন করা হয়। অপারেশনের পর বিশ্রামে রাখা হয়। অতঃপর স্বাস্থ্য পরীক্ষার পর পরামর্শ প্রদানপূর্বক বাড়ি যেতে দেওয়া হয়। |
১. মহিলার ক্ষেত্রে: ৪-৬ ঘণ্টা
২. পুরুষের ক্ষেত্রে: ২-৪ ঘণ্টা; ১. বিনামূল্যে ২. স্থায়ী জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে ২০০০ টাকা ক্ষতিপূরণ ভাতা এবং একখানা শাড়ী /লুঙ্গি প্রদান করা হয়।
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপপরিচালক পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি)। বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান। |
০৩ |
গর্ভবতী সেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
গর্ভবতী রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে স্বাস্থ্য পরিচর্যা ও পরামর্শ দেয়া হয়। স্বাভাবিক গর্ভের মোট সময়কালে কমপক্ষে চার বার সেবাগ্রহণের পরামর্শ দেয়া হয়। জটিল/ ঝুঁকিপূর্ন গর্ভের ক্ষেত্রে যথাযথ সেবা কেন্দ্রে রেফার করা হয় । |
আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০৪ |
গর্ভোত্তর সেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। প্রসবের ৪২ দিন পর্যন্ত এ সেবা দেয়া হয়ে থাকে।
|
আনুমানিক ১০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০৫ |
জটিল ও ঝুঁকিপূর্ণ গর্ভবতীকে রেফার করা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
জটিল ও ঝুঁকিপূর্ণ গর্ভবতীকে উন্নততর সেবা কেন্দ্রে রেফার করা হয়। রেফার এর বিষয়টি সেবাগ্রহীতার লোকজনকে বুঝিয়ে বলা হয়। একটি নির্দিষ্ট রেফারাল ফর্মে ঝুঁকিপূর্ণ গর্ভবতীর সংশ্লিষ্ট তথ্যাদি লিখে সুনির্দিষ্ট কেন্দ্রে রেফার করা হয়। সম্ভব হলে এই কেন্দ্রের সাথে ফোনে যোগাযোগ করা হয় ।
|
আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান
|
0৬ |
মাসিক নিয়মিতকরণ (এম আর) ও গর্ভপাত-সংশ্লিষ্ট সেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২।মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ৩। সহকারীসার্জন/ মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/ নার্স ৫। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার সকল তথ্য রেজিস্টারে রেকর্ড ও সংরক্ষণ করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উপযুক্ত সেবা গ্রহীতাকে যথাযথ প্রক্রিয়ায় সেবা দেয়ার পর বিশ্রামে রাখা হয়। অতঃপর স্বাস্থ্য পরীক্ষার পর পরামর্শ প্রদানপূর্বক বাড়ি যেতে দেওয়া হয়। |
আনুমানিক 30 মিনিট; সরকারি সকল সেবা কেন্দ্রে বিনামূল্যে এই সেবা দেওয়া হয় । বেসরকারি সংস্থার সেবা কেন্দ্র এই সেবা দিতে সার্ভিস-চার্জ নিয়ে থাকে, এই সার্ভিস-চার্জের অর্থের পরিমাণ সংস্থাভেদে ভিন্ন হয়ে থাকে । |
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকার ক্ষেত্রে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) । অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০৭ |
নবজাতকের স্বাস্থ্যসেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা /নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় । |
আনুমানিক ২০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০৮ |
৫ বৎসরের কম বয়সের শিশুদের স্বাস্থ্যসেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় । |
আনুমানিক 15 মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
০৯ |
ইপিআই (টিকাদান) সেবা |
১। স্বাস্থ্য সহকারী ২। পরিবার কল্যাণ সহকারী ৩। টিকাদান কর্মী ৪। বেসরকারি সংস্থার কর্মী
|
জাতীয়ভাবে ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। অত:পর নির্ধারিত দিনে টিকা প্রদান কেন্দ্রে শিশুকে নিয়ে আসতে হয় এবং শিশুর রেজিস্ট্রেশন করা হয়। টিকা প্রদানের নির্ধারিত দিনে টিকা প্রদান করে টিকা কার্ড হালনাগাদ করে প্রদান করা হয়। |
আনুমানিক 05মিনিট; বিনামূল্যে
|
১.ইপিআই ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ সহকারী ও টিকাদান কর্মীর এর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
১০ |
দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা (আইইউডি, ইমপ্ল্যান্ট) |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অতঃপর সেবা গ্রহীতার সাথে আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা প্রদানপূর্বক ফলো-আপের পরামর্শ দিয়ে বাড়ি যেতে দেওয়া হয়। |
আনুমানিক ১ ঘণ্টা; বিনামূল্যে এ সকল সেবা প্রদান করা হয়। তাছাড়া আইইউডি ও ইমপ্ল্যান্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যথাক্রমে ১৬০ ও ১৫০ টাকা যাতায়াত ভাতা হিসাবে প্রদান করা হয়।
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
|
পরিবার কল্যাণ পরিদর্শিকার ক্ষেত্রে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান। |
১১ |
স্বল্প-মেয়াদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবা (খাবার বড়ি, কনডম, জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন) |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা/নার্স ৫। পরিবার কল্যাণ সহকারী ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অতঃপর সেবা গ্রহীতার সাথে আলাপ আলোচনা করে স্বল্পমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা প্রদানপূর্বক ফলো-আপের পরামর্শ দিয়ে বাড়ি যেতে দেওয়া হয়। |
আনুমানিক ২ ০ মিনিট; কনডম ব্যতীত অন্যান্য পদ্ধতি বিনামূল্যে, কনডম প্রতি ১২ টির জন্য এক টাকা বিশ পয়সা মাত্র।
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
১২ |
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫। পরিবার কল্যাণ সহকারী ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারজনিত কী কী পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতা হচ্ছে তা শুনে চিকিৎসার পদ্ধতি/ পরামর্শ প্রদানের পদ্ধতি ঠিক করা হয়। প্রয়োজনে সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অতঃপর সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় পরামর্শ/ চিকিৎসা প্রদান করা হয়। |
আনুমানিক ১০-৩০ মিনিট |
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
১৩ |
বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৫। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬। পরিবার কল্যাণ সহকারী ৭। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে বা কিশোর কিশোরি অফিসে আসলে স্বাস্থ্য পরিচর্যার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রয়োজনে চিকিৎসা সেবা দেয়া হয়। তাছাড়া প্রয়োজন হলে উন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
আনুমানিক ২০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
১৪ |
শ্বাসতন্ত্রের সংক্রমণ (আরটিআই), প্রজননতন্ত্রের সংক্রমণ (এসটিআই) এইচআইভি-সংক্রমণ সেবা
|
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫।সিএইসসিপি/ স্বাস্থ্য সহকারী ৬। পরিবার কল্যাণ সহকারী ৭। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা অফিসে আসলে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা, পরামর্শ ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
১০-২০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |
১৫ |
বন্ধ্যা দম্পতিকে পরামর্শ প্রদান ও রেফার করা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫। পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা সেবা গ্রহীতা অফিসে আসলে দম্পতির বক্তব্য শুনে প্রয়োজনীয পরামর্শ, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
আনুমানিক ১০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করতে হবে। |
১৬ |
স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগ্রহণকারী পুরুষ ও মহিলাদের পুনরায় সন্তান জন্মদানে সক্ষমতার জন্য সেবা (রিক্যানালাইজেশন অপারেশন) |
১। প্রশিক্ষিত সার্জন
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা সেবা গ্রহীতা ক্লিনিকে এলে তার বক্তব্য শোনা হয়। অতঃপর সেবা গ্রহীতা কর্তৃক লিখিত আবেদনের পর জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আবেদন ও অন্যান্য তথ্য প্রেরণ করা হয়। অধিদপ্তর প্রযোজ্য ক্ষেত্রে সেবা গ্রহীতার সাথে যোগাযোগ করে অপারেশন সম্পাদনের ব্যবস্থা করে। |
উপযুক্ত সেবা গ্রহীতার ক্ষেত্রে সেবা কেন্দ্রে আগমনের দিনেই সেবাদান প্রক্রিয়া সম্পন্ন করা হয় । সেবাদান প্রক্রিয়ায় মোটামুটি 4 থেকে 6 ঘণ্টা সময় লাগে। বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
কেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করতে হবে । |
১৭ |
জরায়ু-মুখের ক্যান্সারের পূর্বাবস্থা এবং প্রাথমিক-পর্যায়ের স্তন ক্যান্সার নির্ণয় ও রেফার করা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। পরিবার কল্যাণ পরিদর্শিকা
|
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা সেবা গ্রহীতা ক্লিনিকে এলে বিস্তারিত জানার চেষ্টা করা হয় এবং সেবাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সেবাকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রয়োজনে উন্নততর সেবাকেন্দ্রে প্ররণ করা হয়। পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হয়। আর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
আনুমানিক ১ ঘণ্টা; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করতে হবে । |
১৮ |
সাধারণ রোগীর সেবা
|
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৫। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬। বেসরকারি সংস্থার প্যারামেডিক |
পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা রোগী বিস্তারিত শোনা হয় এবং প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করা হয়। অতপর পরামর্শ, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রেউন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
আনুমানিক ১০ মিনিট ; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকার ক্ষেত্রে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) । অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান ।
|
১৯ |
স্বাস্থ্যশিক্ষা |
১। মেডিকেল অফিসার (ক্লিনিক) ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ৩। সহকারী সার্জন/মেডিকেল অফিসার ৪। সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৫। পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬ ।সিএইসসিপি/ স্বাস্থ্য সহকারী ৭ । পরিবার কল্যাণ সহকারী ৮। বেসরকারি সংস্থার প্যারামেডিক/ মাঠকর্মী |
স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেয়া হয়। তাদের কোন শারীরিক সমস্যা থাকলে চিকিৎসা গ্রহণের জন্য সেবা প্রদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয় হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে কেউ পরামর্শ/ চিকিৎসা গ্রহণের জন্য সেবা কেন্দ্রে এলে তাদের শারীরিক সমস্যার কথা জানার পর প্রয়োজনীয় পরামর্শ/ চিকিৎসা প্রদান করা হয়। কখনো কখনো পরিবার কল্যাণ পরিদর্শিকা/ পরিবার কল্যাণ সহকারী বাড়িতে গিয়ে পরামর্শ, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করেন। প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসা/ পরামর্শের জন্য রেফার করা হয়। |
আনুমানিক ১০ মিনিট; বিনামূল্যে
|
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২ ২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
|
উপ সহকারী কমিউনটি মেডিক্যাল অফিসার পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান |