beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ শিশু একাডেমি

 • প্রোফাইল
 • পরিচিতি
 • অর্গানোগ্রাম
 • কার্যপরিধি
 • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
 • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
 • নাগরিক-সেবার তালিকা
 • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে বাংলাদেশ শিশু একাডেমির প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

বাংলাদেশ শিশু একাডেমি

ইংরেজি

Bangladesh Shishu Academy

সংক্ষিপ্ত

 বিএসএ   (BSA)

অফিস প্রধানের পদবি

পরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

অফিস কোড

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

3093

৬৪

06

১০০ জন প্রায়

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

বাংলাদেশ শিশু একাডেমি

দোয়েল চত্বর সড়ক

শাহবাগ, ঢাকা-১০০০

www.shishuacademy.gov.bd

www. Bangladesh.gov.bd

 

ফোন নং

+৮৮০২৯৫৫০৩১৭

ফ্যাক্স নং

+৮৮০২৯৫৬৪১২৮

ই-মেইল

info@shishuacademy.gov.bd

মোবাইল নং

 

বাংলাদেশ শিশু একাডেমি- পরিচিতি

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। জাতির ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়। (Bangladesh Shishu Academy Ordinance, 1976)। শিশুর নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কে জাতিসংঘ কর্তৃক ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ গৃহীত হলেও এর  প্রায়  ১৩ বছর পূর্বে ১৯৭৬ সালে বাংলাদেশের শিশুদের সার্বিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থে শিশুদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপলব্ধি থেকে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা-১০০০ কেন্দ্রীয় কার্যালয় থেকে এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ শিশু একাডেমি - অর্গানোগ্রাম

বাংলাদেশ শিশু একাডেমি - কার্যপরিধি

বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমসমূহের বিবরণ নিম্নে দেয়া হলো:

 •     শিশু পুস্তক ও জ্ঞানকোষ প্রকাশনা
 •     চলচ্চিত্র ও ভিডিও নির্মাণ
 •     জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন
 •     শিশুদের মৌসুমী প্রতিযোগিতা আয়োজন
 •     স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, কবি, শিল্পী ও সাহিত্যিকদের জন্ম বার্ষিকী পালন
 •     কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্‌যাপন
 •     বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন
 •     শিশুদের প্রশিক্ষণ প্রদান (সংগীত/ নৃত্য/ অভিনয়/ আবৃত্তি/ চিত্রাঙ্কন/ তবলা / গিটার/ কম্পিউটার/সুন্দর হাতের লেখা / ইংরেজি ভাষা শিক্ষা)
 •     মহান বিজয় দিবস উদ্যাপন
 •     শহীদ বুদ্ধিজীবি দিবস উদ্‌যাপন
 •     আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন
 •     স্বাধীনতা দিবস উদ্‌যাপন
 •     বাংলা নববর্ষ উদ্‌যাপন
 •     ঈদ-ই-মিলাদুন্নবী উদ্‌যাপন
 •     শব-ই-বরাত উদ্‌যাপন
 •     শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন
 •     লাইব্রেররি জন্য পুস্তক ক্রয়
 •     লাইব্রেরি ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন
 •     জাদুঘর উন্নয়ন
 •     পুস্তক প্রদর্শনীর আয়োজন
 •     শিশু বিকাশ ও প্রাক্‌ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা
 •     পরিবেশ সংরক্ষণ ও বনায়ন কর্মসূচি পালন
 •     শিশু অধিকার বাস্তবায়নে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি
 •     মেয়ে শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ
 •     শিশুদের শিক্ষা সফরের ব্যবস্থাকরণ
 •     শিশু আনন্দমেলা আয়োজন
 •     আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন
 •     শিশু অধিকার সপ্তাহ উদযাপন
 •     শিশু চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন
 •     শিশু নাট্য প্রতিযোগিতা আয়োজন
 •     আন্তর্জাতিক শিশু সাংস্কৃতিক দল বিনিময় কার্যক্রম গ্রহণ
 •     আন্তঃজেলা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম গ্রহণ
 •     বরেণ্য ব্যক্তিবর্গের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ইত্যাদি।

 

এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

বাংলাদেশ শিশু  একাডেমি

ইংরেজি

Bangladesh Shishu Academy

সংক্ষিপ্ত

বিএসএ   BSA

অফিস সংখ্যা

প্রতি জেলায় ০১ (এক)টি করে মোট ৬৪ টি

অফিস প্রধানের পদবি

জেলা সংগঠক / জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

জনবল

৫ জন

 

এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

বাংলাদেশ শিশু  একাডেমি

ইংরেজি

Bangladesh Shishu Academy

সংক্ষিপ্ত

বিএসএ   BSA

অফিস সংখ্যা

মোট ০৬ (ছয়) টি

কুলাউড়া, বাবুগঞ্জ, মিঠাপুকুর, শ্রীনগর, কেশবপুর ও পরশুরাম

অফিস প্রধানের পদবি

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা

জনবল

৫ জন

জেলা অফিসের অর্গানোগ্রাম

উপজেলা অফিসের অর্গানোগ্রাম

বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (প্রধান কার্যালয়/ জেলা/ উপজেলা/পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(প্রধান কার্যালয়/ জেলা/ উপজেলা)

১।

প্রশক্ষিণ প্রদান (সাংস্কৃতিক) : শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, অভিনয়, তবলা, গিটার, ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, দাবা ও সুন্দর হাতের লেখ   

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

২।৩।

প্রশিক্ষণ প্রদান (কম্পিউটার)

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

৪।

জাদুঘর  প্রদর্শনীর ব্যবস্থা

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

৫।

লাইব্রেরি ব্যবহার সংক্রান্ত সেবা

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

৬।

প্রকাশনা সংক্রান্ত সেবা

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

৭।

দ্বি-বার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কেন্দ্রীয় কার্যালয়

৮।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

৯।

শিশু বিকাশ কেন্দ্র

আজিমপুর, কেরানীগঞ্জ, গাজীপুর, চট্রগ্রাম, রাজশাহী এবং খুলনা।

১০।

শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক কেন্দ্র পরিচালনা সেবা

কেন্দ্রীয় কার্যালয় /জেলা/উপজেলা

 

নাগরিক সেবার তথ্য সারণি
সেবা প্রদানকারী অফিসের নাম : বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয় /জেলা/ উপজেলা কার্যালয়

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

( সংক্ষেপে)

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন

/বিধি/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

শিশু বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণঃ

শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, অভিনয়, তবলা, গিটার, ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ এবং সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ প্রদান

প্রোগ্রাম অফিসার,

উচ্চমান সহকারী ,

মাইক্রোফোন অপারেটর

সাংস্কৃতিক প্রশিক্ষণে ভর্তির জন্য কেন্দ্রীয় পর্যায়ে পরিচালক, জেলা পর্যায়ে জেলা সংগঠক/জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরাবর নির্ধারিত ফি (১৫০/- টাকা) জমা দিয়ে আবেদন ফরম, সিলেবাস ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা সংগ্রহ করতে হয়। অত:পর ভর্তি ফরম যথাযথ ভাবে পূরণ করে প্রশিক্ষণের ট্রেড অনুযায়ী নির্ধারিত ফি জমা দিলে হিসাব শাখা হতে রসিদ প্রদান করা হয়। ভর্তি ফি জমা দেয়ার রসিদসহ আনুষঙ্গিক কাগজপত্র সাংস্কৃতিক বিভাগের প্রোগ্রাম অফিসারের নিকট দাখিল করতে হয়। একই ভাবে জেলা ও উপজেলার ক্ষেত্রে যথাক্রমে জেলা ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার নিকট দাখিল করতে হয়। আবেদনপত্র যাচাই বা বাছাই করে ভর্তির অনুমতি দিয়ে পরিচয় পত্র এবং ক্লাস রুটিন প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণের মেয়াদ শেষে প্রযোজ্য ক্ষেত্রে পরিচালক, জেলা/উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।

১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে ভর্তির বিজ্ঞপ্তি , ফরম বিতরণ, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে ভর্তির বিজ্ঞপ্তি , ফরম বিতরণ, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।;

ফমের মূল্য ১৫০/-

ভর্তি ফি ছয় মাসের জন্য ১১০০/-

এক বছরের জন্য ১৮০০/-

 

 

বাংলাদেশ শিশু একাডেমির  ভর্তি নীতি মালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০২

শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা

প্রোগ্রাম অফিসার / জেলা সংগঠক / জেলা শিশু বিষয়ক কর্মকর্তা / কর্মসূচি পরিচালক

দুস্থ্, এতিম, হতদরিদ্র, ছিন্নমূল শিশু, পথশিশু, বস্তিবাসি শিশু, আদালতের নির্দেশ প্রাপ্ত শিশু, পুলিশ কর্তৃক ধৃত অথবা কোন ব্যক্তি বা সংগঠন কর্তৃক আনিত শিশুদের শিশু বিকাশ কেন্দ্রে ভর্তি করা হয়। এ জন্য তাদের পরিচয় জানার চেষ্টা করা হয় আর পরিচয় জানা না গেলেও ভর্তি করা হয়। যে ব্যক্তি বা  সংগঠক শিশুকে নিয়ে আসে তাকেই তার অভিভাবক হিসেবে রেজিস্টারে এন্ট্রি করা হয়। অভিভাবক/দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি এবং শিশুর ছবিসহ ভর্তি করা হয়।

১ দিন;

বিনামূল্যে

বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু বিকাশ নীতি মালা ২০১৩ অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৩

প্রশিক্ষণ প্রদান (কম্পিউটার)

জেলা সংগঠক /জেলা শিশু বিষয়ক কর্মকর্তা 

বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয়ে এবং ৩০ টি জেলায় শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।  উক্ত প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় পর্যায়ে পরিচালক এবং জেলা পর্যায়ে জেলা শিশু সংগঠক/ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর যাচাই বাছাই করে সরকার নির্ধারিত ফি ( জেলা ও কেন্দ্রীয় কমিটি কর্তৃক ফি নির্ধারিত হয়) জমা প্রদান সাপেক্ষে ভর্তি করা হয়। ভর্তি করার পর প্রশিক্ষণার্থীদের পরিচয় পত্র এবং ক্লাস রুটিন প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণের মেয়াদ ৩/৬ মাস হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় পর্যায়ে পরিচালক এবং জেলা পর্যায়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরে সনদ প্রদান করা হয়ে থাকে।

(ডিসেম্বর, মার্চ, জুন, সেপ্টেমবর) তিন মাস অন্তর অন্তর ভর্তি বিজ্ঞপ্তি , ফরম বিতরণ, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।;  ফরমের মূল্য ২০০/-

কোর্স ফি  ১২০০/-

 

 

বাংলাদেশ শিশু একাডেমির  প্রশিক্ষণ নীতিমালা-২০১৩  অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৪

জাদুঘর প্রদর্শনীর ব্যবস্থা

মিউজিয়াম কিপার 

লাইব্রেরিয়ান কাম-মিউজিয়াম কিপার /

অফিস সহায়ক

কেন্দ্রীয় কার্যালয়, জেলা সংগঠক/

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা 

বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বিভিন্ন উপকরণের ৭২ টি শে-কেসের সমন্বয়ে একটি জাদুঘর রয়েছে। এ জাদুঘরের দায়িত্বে রয়েছেন একজন মিউজিয়াম কিপার এবং তার সহকারী। তাঁদের মাধ্যমে সপ্তাহের প্রতিদিনই এ জাদুঘর খোলা থাকে। যে কেউ অফিস চলাকালীন বিনামূল্যে এ জাদুঘর পরিদর্শন করতে পারে।

সপ্তাহের  ৭ দিনই প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকে ;

 

বিনামূল্যে

বাংলাদেশ শিশু একাডেমির বিধিমালা-২০১৩

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৫

লাইব্রেরি পরিচালনা সংক্রান্ত সেবা

 

গ্রন্থাগারিক/ লাইব্রেরিয়ান-কাম-মিউজিয়াম-কিপার/লাইব্রেরি সহকারি/ ক্যাটালগার /

বুক বেয়ারার

কেন্দ্রীয় কার্যালয়, ৬৪টি জেলা শাখা ও ৬টি উপজেলা শাখায় গ্রন্থাগার রয়েছে। কেন্দ্রীয় কার্যালয় হতে জেলা ও উপজেলা কার্যালয়ে বই প্রেরণ করা হয়ে থাকে। ১০০/-  সদস্য ফি (ফেরত যোগ্য) দিয়ে শিশুরা এ লাইব্রেরির সদস্য হতে পারে। নিয়মিত সদস্যদগণ লাইব্রেরিতে বই পড়তে পারে। নিয়োমিত সদস্যগণ ১৫ দিনের জন্য বই বাড়িতে নিয়ে পড়তে পারে। তাছাড়া গ্রন্থাগার ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম যেমন উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, ধারাবাহিক গল্প বলা, শিশু সাহিত্যের আসর, রচনা প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে।

১ দিন ;

সদস্য ফি-১০০/- (একশত) টাকা এককালীন নেয়া। পরবর্তীতে তা আবার ফিরিয়ে দেয়া হয়।

 

বাংলাদেশ শিশু একাডেমি ও সরকারি আইন-কানুন/ বিধি-বিধান / নীতিমালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৬

প্রকাশনা সেবা ( বই ও শিশু পত্রিকা প্রকাশ)

 

 

প্রোগ্রাম অফিসার (প্রকাশনা)

 

বাংলা ভাষায় শিশুদের জন্য বিভিন্ন বিষয়ে উন্নতমানের বই এবং কোষগ্রন্থ ও মাসিক ‘‘শিশু’’ পত্রিকা প্রকাশ করা হয়ে থাকে। সকল বই I পত্রিকা বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে। এ প্রকাশনার জন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর নির্ধারিত সময়ে শিশু একাডেমির ওয়েব সাইট, জাতীয় পত্রিকা এবং পোস্টার-লিফলেটের মাধ্যমে প্রচার করে লেখা আহ্বান করা হয়। লেখা প্রাপ্তির পর সেগুলো পরিচালক/ প্রোগ্রাম অফিসারের (সদস্য সচিব) মাধ্যমে পান্ডুলিপি যাচাই বাছাই কমিটির নিকট প্রেরণ করা হয়। কমিটি যাচাই বাছাই করে পরিচালকের নিকট প্রতিবেদনসহ প্রেরণ করে। ছাপানোর উপযোগী পান্ডুলিপি সদস্য সচিবের মাধ্যমে ছাপাখানায় প্রেরণ করা হয়। ছাপাখানা থেকে ছাপানো পান্ডুলিপি প্রাপ্তির পর সদস্য সচিব প্রুফ রিডিং এর ব্যবস্থা করেন। প্রুফ রিডিং এর পর তা পুনরায় যাচাই বাছাই কমিটির নিকট প্রেরণ করা হয়। কমিটির সম্মতি পাওয়ার পর চূড়ান্তরুপে ছাপানোর জন্য প্রেসে প্রেরণ করা হয়। প্রেস থেকে প্রকাশনা প্রাপ্তির পর শিশু একাডেমির গুদামে রাখা হয় এবং জেলা ও উপজেলাতে চাহিদা মোতাবেক প্রেরণ করা হয়।

১-২ মাস ;

সদস্য ফি বাষিক ৩০০/-

বাংলাদেশ শিশু একাডেমি ও সরকারি আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৭

দ্বি- বার্ষিক আন্তর্জাতিক শিশু  চিত্রকলা প্রতিযোগিতা

প্রোগ্রাম অফিসার (চারুকলা)

দুই বছর অন্তর অন্তর দেশি ও বিদেশি শিশু শিল্পিদের আঁকা ছবি নিয়ে দ্বি- বার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার মানসম্পন্ন ছবি নিয়ে  প্রদর্শনীর আয়োজন করা হয়। তাছাড়া বাংলাদেশের শিশুদের আঁকা ছবি বিদেশে অনুষ্ঠিত প্রদর্শণীতে প্রেরণ ও প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশু একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে ও প্রতিয়োগিতায় প্রাপ্ত শিশুদের ছবি থেকে মানসম্পন্ন ছবিগুলো বাছাই করে বিদেশে প্রেরণ করা হয়ে থাকে।

মে - জুন মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং জুলাই মাসে পরীক্ষা নিরীক্ষা করা হয়। নির্বাচিত ছবি নিয়ে  প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার প্রদান করা হয়।;

বিনামূল্যে

বাংলাদেশ শিশু একাডেমি ও সরকারি আইনকানুন  /বিধি-বিধান/

নীতিমালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৮

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন

 

 

 

প্রোগ্রাম অফিসার (অনুষ্ঠান) /

উচ্চমান সহকারী /

মাইক্রোফোন অপারেটর

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে সকলকে অবহিত করা হয় এবং বাংলাদেশের সকল  শিশুর নিয়ে উপজেলা/ জেলা/ বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন/ উদযাপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলা/ জেলা/ বিভাগের শ্রেষ্ঠ দল/ শিশুদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী/মন্ত্রির উপস্থিতিতে চূড়ান্তভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তাছাড়া কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিশু একাডেমি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন করে থাকে।

সংশ্লিষ্ট দিবস অনুযায়ী ;

বিনামূল্যে

বাংলাদেশ শিশু একাডেমি ও সরকারি আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

০৯

প্রাক – প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা

সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার/ জেলা সংগঠক/ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

শিশুর বয়স ৪ থেকে ৫ বৎসর হলে অভিভাবকগণ বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রেীয় কার্যালয়, জেলা/ উপজলো কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে ভর্তি করতে পারেন। অভিভাবকগণ অফিসে এসে ভর্তি ফরম সংগ্রহ করেন এবং পূরণ করে জমা দেন। শিশুদের বয়সের বিষয়টি যাচাই করে ভর্তি করা হয়।  অত:পর শিক্ষার্থীদের আইডি কার্ড, ক্লাস রুটিন এবং বই দেয়া হয়। ভর্তিকৃত শিশুরা একাডেমীর নিজস্ব প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে পড়াশুনার সুযোগ পেয়ে থাকে।                  

১-২ দিন;

বিনামূল্যে

বাংলাদেশ শিশু একাডেমি ও সরকারি আইনকানুন/বিধিবিধান    /নীতিমালা অনুযায়ী

পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি