beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

যুব উন্নয়ন অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

যুব উন্নয়ন অধিদপ্তর

ইংরেজি

Department of Youth Development

সংক্ষিপ্ত

DYD

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

৩৪.০১

http://goo.gl/maps/3QBXT

৬৪

৪৯৩

১০৬

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

যুব উন্নয়ন অধিদপ্তর

যুবভবন

১০৮ , মতিঝিল  বা/ এ,

ঢাকা-১০০০

www.dyd.gov.bd

www.bangladesh.gov.bd

 

ফোন নং

+880-2-9559389

ফ্যাক্স নং

+880-2-9587300

ই-মেইল

dgdydhq@gmail.com

মোবাইল নং

+8801711200965

 অধিদপ্তর -পরিচিতি

যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের  উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল।পৃথিবীর অন্যান্য দেশের মত evsjv‡`‡kI যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার ও নীতি নির্ধারক। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠী। দেশের অসংগঠিত,কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে অভিহিত করা হয়। এ বয়সসীমার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ,যা আনুমানিক প্রায় 5 কোটি।শ্রমশক্তির যোগান ও সংখ্যার বিবেচনায়ও আমাদের দেশের উন্নয়নের জন্য যুবসমাজের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশের জনসংখ্যার সম্ভাবনাময়, আত্মপ্রত্যয়ী, সৃজনশীল ও উৎপাদনক্ষম এ অংশকে জাতীয় উন্নয়নের মূল ধারায় অবদান রাখার জন্য তাদের মাঝে গঠনমূলক মানসিকতা ওদায়িত্ববোধ জাগ্রত করে সুশৃংখল কর্মীবাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক কর্মকান্ডে নিয়োজিত করার অনুকূল ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে যুব উন্নয়ন অধিদপ্তর cÖwZôvjMœথেকেই বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।

কর্মপ্রত্যাশী অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত, সুশৃংঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি  করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুনঃনামকরণ করা হয়। মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।

বেকার যুবদের উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ গঠনে অংশগ্রহণ বাড়াতে যুবদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়, প্রশিক্ষণ পরবর্তী প্রকল্প গ্রহণকারীদের মাঝে ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবসমাজের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রচেষ্টায় ইতোমধ্যে প্রায় 41 লক্ষ যুব প্রশিক্ষণ গ্রহণ করেছেন যাদের অনেকেই দেশে ও বিদেশে সম্মানজনক সামাজিক অবস্থান করে নিতে সক্ষমতা অর্জন করেছেন।

 

 অধিদপ্তর -অর্গানোগ্রাম

অধিদপ্তর – কার্যপরিধি

রুলস অফ বিজনেস, ১৯৯৬ -এর ১ নং তফসিল অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উপর নিম্নবর্ণিত কার্যাদি অর্পিত হয়েছেঃ

  1. যুবদের কল্যাণ, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ক সকল কার্যাদি
  2. উন্নয়ন কর্মকান্ডে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহণে উৎসাহিত করা
  3. যুবদের কল্যাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সংযোগ রাখা
  4. প্রকল্পের জন্য অর্থ মঞ্জুরি
  5. যুব পুরস্কার প্রদান
  6. যুবদেরকে দায়িত্বশীল,আত্নবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুণাবলি অর্জনে উৎসাহ প্রদানে কর্মসূচি গ্রহণ
  7. যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষণা ও জরিপ পরিচালনা
  8. বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ইত্যাদি।

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

উপ-পরিচালকের কার্যালয়

ইংরেজি

Office of The Deputy Director

সংক্ষিপ্ত

DD Youth

অফিস সংখ্যা

64

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক

জনবল

৭ জন

 

 

 

 

 

 

 

 

 

 

 এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

ইংরেজি

Office of the Youth Development Officer

সংক্ষিপ্ত

YDO office

অফিস সংখ্যা

493

অফিস প্রধানের পদবি

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

জনবল

৭ জন

 

 জেলা অফিসের অর্গানোগ্রাম  

 উপজেলা অফিসের অর্গানোগ্রাম  


২.১ বিদ্যমান নাগরিক-সেবা তালিকা (মন্ত্রণালয়/ অধিদপ্তর/সিটি কর্পোরেশন/জেলা/ উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক

সেবার নাম

সেবার পর্যায়

(মন্ত্রণালয়/ অধিদপ্তর/সিটি কর্পোরেশন/জেলা/ উপজেলা)

১।

বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

(প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক)

জেলা/উপজেলা/থানা ইউনিট

২।

যুব ঋণ প্রদান

জেলা/উপজেলা/থানা ইউনিট

৩।

যুব সংগঠন তালিকাভুক্তকরণ

জেলা/উপজেলা

৪।

যুব সংগঠনের মাঝে  অনুন্নয়ন খাতের অনুদান প্রদান

জেলা/উপজেলা/মন্ত্রণালয়/অধিদপ্ত

৫।

আত্মকর্মসংস্থান কার্যক্রম মনিটরিং ও ফলোআপ

জেলা/উপজেলা

৬।

আত্মকর্মসংস্থানে সফলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব পুরস্কার প্রদান কার্যক্রম

জেলা/সিটি কর্পোরেশন/উপজেলা

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : জেলা ও উপজেলা যুব উন্নয়ন অফিস/ যুব প্রশিক্ষণ কেন্দ্র

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে

প্রতিকারকারী কর্মকর্তা

০১

ক. বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ (প্রাতিষ্ঠানিক)

১. উপ-পরিচালক

২. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

বিজ্ঞপ্তি সাপেক্ষে আবেদনকারীকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ ইউনিট থানা কর্মকর্তা বরাবর আবেদন লিখে একই কার্যালয়ে দাখিল করতে হয়। আবেদন প্রাপ্তির পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রণয়ন করেন। অত:পর উক্ত তালিকা জেলা কার্যালয়ে/যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়। জেলাতে প্রাথমিকভাবে মনোনীতদের একটি সাক্ষাতকারের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত তালিকা করা হয়। পরবর্তীতে নির্বাচিতদের  অবহিত করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, কম্পিউটার, সেলাই, রেফ্রিজারেশন, মোবাইল, ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের জন্য সরাসরি        উপ-পরিচালক বরাবর আবেদন করে জেলা অফিসে দাখিল করতে হয়। পরবর্তী প্রক্রিয়া পূর্বের ন্যায়।

 

  • ভর্তি প্রক্রিয়াঃ ৭-২৫ দিন

 

  • কোর্স ভেদে
  • মাস     ;

প্রাতিষ্ঠানিক ট্রেডে কোর্স ভেদে ৫০/- থেকে ২০০০/- টাকা

 

স্ব স্ব ট্রেডে প্রশিক্ষণ কারিকুলাম ও মডিউল প্রণয়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

 

১) বয়স ১৮-৩৫ প্রমাণের সনদ

২) শিক্ষাগত যোগ্যতা: কোর্সভেদে-৮ম শ্রেণী, এসএসসি, এইচএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পাশ প্রমাণের কাগজপত্র

পরিচালক (প্রশিক্ষণ), যুব উন্নয়ন অধিদপ্তর

খ. বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ (অপ্রাতিষ্ঠানিক)

 

১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

২। ক্রেডিট সুপারভাইজার

নির্ধারিত ফরমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করে সে অফিসেই দাখিল করেতে হয়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে প্রশিক্ষণের জন্য তালিকা প্রণয়ন করা হয়। প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে জেলা অফিসে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। জেলা অফিস থেকে প্রশিক্ষণের তারিখ নির্ধারণপূর্বক উপজেলাতে প্রেরণ করা হয়।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তারিখ অবহিত করেন। অত:পর প্রশিক্ষণ আরম্ভ হয় এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

কোর্স ভেদে

০৭-21 দিন ;

বিনামূল্যে

উপ-পরিচালক,যুবউন্নয়নজেলা কার্যালয়

 

০২

ক.  যুব ঋণ(একক)

১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

২। ক্রেডিট সুপারভাইজার

যুব ঋণ (একক) প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় প্রক্রিয়ার প্রদান করা হয়। উভয় প্রকার ঋণের জন্য প্রশিক্ষণ সমাপ্তির পর ঋণ প্রাপ্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নির্দেশে সিএস কর্তৃক আবেদন যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত আবেদনকারীদের ১০ টাকার বিনিময়ে নির্ধারিত ফরম সরবরাহ করা হয়। উক্ত ফরম পূরণ করে যুব ঋণ নির্দেশিকা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট দাখিল করতে হয়। অত:পর অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে আবেদনগুলো উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক অনুমোদিত আবেদনের বিপরীতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে আবেদনগুলো জেলা কার্যালয়ে উপ-পরিচালক বরাবরপ্রেরণ করা হয়। উপ-পরিচালক আবেদনগুলো অনুমোদনের জন্য জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করেন। অনুমোদিত তালিকাসহ আবেদনগুলো উপ-পরিচালকের মাধ্যমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট প্রেরণ করেন। অত:পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্বাচিতদের মাঝে অনুমোদিত ঋণের চেক (ক্রস চেক) বিতরণ করেন।

 

অনুমোদিত আবেদনকারীদের চেক বিতরণের পূর্বে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাপে চুক্তিবদ্ধ হতে হয়। ঋণের বিপরীতে ৫% অগ্রিম সঞ্চয় হিসেবে জমা করতে হয়। ঋণ পরিশোধ শেষে উক্ত ৫% অর্থ ঋণ গ্রহীতাদের ফেরৎ প্রদান করা হয়।

৩০ দিন;

নির্ধারিত আবেদন ফরমের মূল্য -10/-

ক.  সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা

 

খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্য নির্দেশিকা, ২০০৪

উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়

 

খ. যুব ঋণ (গ্রুপ ভিত্তিক)

১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

২। ক্রেডিট সুপারভাইজার

 

 

 

আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ক্রেডিট সুপারভাইজার (সিএস) কর্তৃক নির্ধারিত জরিপ ফরমে জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলের ভিত্তিতে ৫ জনের সম্বয়েতারা নিজেরা একটি করে গ্রুপ গঠন করে।এ রকম ৭-১০টি গ্রুপ নিয়ে একটি কেন্দ্র গঠন করা হয় এবং একজন কেন্দ্র প্রধান নির্বাচন করেন। গঠিত কেন্দ্র পরিদর্শন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনুমোদন করেন। অনুমোদিত কেন্দ্রের সদস্যগণ নির্ধারিত ফরমে ঋণের জন্য উপজেল যুব উন্নয়ন কর্মকর্তার নিকট আবেদন করেন। আবেদনগুলো যাচাই করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে উপ-পরিচালক বরাবর প্রেরণ করা হয়। উপ-পরিচালক কর্তৃক অনুমোদিত হওয়ার পর উপজলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট প্রেরণ করেন।

 

নির্বাচিত গ্রুপকে (৫ জন) ঋণ প্রাপ্তির পূর্বে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হয়। অত:পর গ্রুপের প্রতি সদস্যকে চেক প্রদান করা হয়।

 

 

 

১ম দফার ক্ষেত্রে ১ মাস এবং অন্যান্য দফার ক্ষেত্রে ১৫দিন  ;

প্রযোজ্য নয়

উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর আবেদন

০৩

যুব সংগঠন তালিকাভুক্তিকরণ

১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

২। ক্রেডিট সুপারভাইজার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপ-পরিচালক বরাবর আবেদন করতে হয়।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক যাচাই- বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে  তালিকাভূক্তির জন্য উপ-পরিচালক বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়। অত:পর উপ-পরিচালক কর্তৃক যাচাইঅন্তে অথবা সরসরি  তালিকাভুক্তির অনুমোদন প্রদান করে সংগঠনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

১৫ দিন;

বিনামূল্যে

যুব সংগঠন তালিকাভুক্তিকরণ নীতিমালা, ২০০৭

পরিচালক (বাস্তাবায়ন, মনিটরিং এবং যুব সংগঠন), যুব উন্নয়ন অধিদপ্তর

০৪

যুব সংগঠনের মাঝে  অনুন্নয়ন খাতের অনুদান প্রদান

১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

২। ক্রেডিট সুপারভাইজার

মন্ত্রণালয়/ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরমে আবেদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরজমিনে ক্লাবের আবস্থান পরিদর্শন করে ফরমের নির্ধারিত স্থানে উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ নিয়ে উপ-পরিচালক বরাবর প্রেরণ করেন। জেলা কমিটির সুপারিশ নিয়ে মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়। মহাপরিচালক এতদসংক্রান্ত কমিটির সুপারিশ নিয়ে অনুদান অনুমোদন করেন অথবা বাতিল করেন।

 

 

 

60 দিন ;

প্রযোজ্য নয়

 

উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর আবেদন

০৫

আত্মকর্মসংস্থানে সফলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব পুরস্কার কার্যক্রম          

১। সচিব

২।মহাপরিচালক

নির্ধারিত ফরমে উপজেলা বা ইউনিট থানার কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনের চাহিদা/শর্তানুযায়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরজমিনে পরিদর্শন করে সুপারিশসহ উপ-পরিচালক বরাবর প্রেরণ করেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় যাচাই-বাছাই করে অধিদপ্তর/মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। কেন্দ্রীয় মনোনয়ন কমিটি  (সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়) চূড়ান্ত মনোনয়ন/অনুমোদন প্রদান করে থাকেন। প্রতিবছর জাতীয় যুবদিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় যুব পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও ৩৫০০০/- থেকে ৫০০০০/- টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়ে থাকে।

প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে;

বিনামূল্যে

 

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রশিক্ষিত আত্মকর্মীর আত্ম কর্মসংস্থানমূলক প্রকল্পের বয়স কমপক্ষে ৩ বছর পূর্ণ হতে হবে। সংগঠক হিসেবে ১০ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত ফরমে আবেদন ও জেলা কমিটির সুপারিশ থাকতে হবে। কেন্দ্রীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনয়ন নির্ধারিত হয়

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়