beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 

 এক নজরে বিসিক

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন

ইংরেজি

Bangladesh Small And Cottage Industries Corporation

সংক্ষিপ্ত

বিসিক / BSCIC

অফিস প্রধানের পদবি

চেয়ারম্যান

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

শিল্প মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

আঞ্চলিক অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

জনবল

০৯৪

http://goo.gl/maps/gkedO

০৪

৬৪

২৪১০

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

১৩৭-১৩৮,মতিঝিল বা/এ,

ঢাকা-১০০০

www.bscic.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

৮৮-০২-৯৫৫৬১৯১-২,

৯৫৫৩২৯৩, ৯৫৫৩২০২

ফ্যাক্স নং

৮৮-০২-৯৫৫০৭০৪

ই-মেইল

info@bscic.gov.bd

মোবাইল নং

 

বিসিক-পরিচিতি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি মুখ্য প্রতিষ্ঠান। সংস্হাটি ১৯৫৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ স্বাধীনতা উত্তর ইপসিক নামটি পরিবর্তন হয়ে বিসিক নামে প্রতিষ্টা লাভ করে, যার প্রধান কাযার্লয়  ১৩৭-১৩৮ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০-তে অবস্থিত। জন্মলগ্ন থেকেই বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশের মাধ্যমে দেশের আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সারা দেশে প্রতি জেলায় জেলা কার্যালয় স্হাপনের মাধ্যমে শিল্পনীতির আলোকে  ক্ষুদ্র ও কুটির শিল্প স্হাপন ও সম্প্রসারণের মাধ্যমে দেশীয় পণ্য উৎপাদনে উদ্যোক্তা সৃষ্টি করা, শিল্প স্হাপনে সহায়তা করা এ প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য।

 বিসিক-অরগানোগ্রাম

 বিসিক-কার্যপরিধি

১. ক) উন্নয়ন ও সম্প্রসারণমূলক কার্যক্রম:

শিল্পোদ্যোক্তা উন্নয়ন ;

 অবকাঠামো সুবিধা সম্বলিত শিল্পনগরী স্থাপনের মাধ্যমে উন্নত প্লট বরাদ্দ প্রদান

 নিজস্ব কর্মসূচির মাধ্যমে ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগীতায় উদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদান

প্রকল্প প্রোফাইল প্রণয়ন ও প্রকল্প মূল্যায়ন

শিল্প ইউনিট স্হাপন, পণ্যের উৎপাদন, মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান

লাগসই প্রযুক্তি আহরণ ও স্হানান্তরকরণ

শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় সমীক্ষা, জরিপ ইত্যাদি পরিচালনা

শিল্প স্হাপনে প্রয়োজনীয়  বিনিয়োগ-পূর্ব ও বিনিয়োগ-উত্তর পরামর্শ প্রদান

১ খ) নিয়ম্ভ্রণমূলক কার্যক্রম:

বিদ্যমান ও প্রস্তাবিত ক্ষুদ্র ও কুটির শিল্পের নিবন্ধন প্রদান

কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান

শিল্পের কাঁচামাল ও মোড়ক সামগ্রী আমদানির ক্ষেত্রে IRC(Import Registration Certificate) সুপারিশ প্রদান

কর্মপ্রার্থী বিদেশী নাগরিকের কর্মানুমতির জন্য সুপারিশ প্রদান ইত্যাদি।           

১ গ) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)

দেশের জাতীয় পরিকল্পনায় ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের জন্য নির্ধারিত লক্ষ্য ও উদ্দ্যেশ্যের সাথে সঙ্গতি রেখে দেশের বিদ্যমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিসিক বেশকিছু সম্ভাবনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এক নজরে আঞ্চলিক অফিস

 

নাম

বাংলা

আঞ্চলিক কাযার্লয়

ইংরেজি

Regional Office, BSCIC

সংক্ষিপ্ত

R.O, BSCIC

অফিস সংখ্যা

৪ (চার)

অফিস প্রধানের পদবি

আঞ্চলিক পরিচালক

জনবল

৩২

 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

শিল্প সহায়ক কেন্দ্র্র

ইংরেজি

Industries  Service  Centre

সংক্ষিপ্ত

শিসকে/ISC

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

উপ-মহা ব্যবস্হাপক/ সহকারী মহা ব্যবস্হাপক / উপ-ব্যবস্হাপক

জনবল

 

আঞ্চলিক অফিসের অর্গানোগ্রাম

 

জেলা অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক সেবার তালিকা ( জেলা পর্যায়) 

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা)

১।

ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধনকরণ

জেলা

২।

শিল্পের কাঁচামাল আমদানির জন্য সুপারিশ প্রদান

জেলা

৩।

শিল্পোদ্যোক্তা উন্নয়ন , ব্যবস্হাপনা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন

জেলা

৪।

উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান

জেলা

৫।

প্রকল্প প্রোফাইল প্রণয়ন ও প্রকল্প মূল্যায়ন

জেলা

৬।

কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান

জেলা

৭।

উন্নত মানের নকশা উদ্ভাবন ও বিতরণ

জেলা

৮।

লাগসই প্রযুক্তি আহরণ ও স্থানান্তর / উদ্ভাবন

জেলা

৯।

ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও বাজারজাতকরণের প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য সংগ্রহ, সংকলন ও বিতরণ করা

জেলা

১০।

শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষনা, সমীক্ষা জরিপ ইত্যাদি পরিচালনা

জেলা

১১।

শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিনিয়োগ-পূর্ব ও বিনিয়োগ-উত্তর পরামর্শ প্রদান

জেলা

১২।

কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান

জেলা

১৩।

শিল্প নগরীর উন্নত রাস্তাঘাট; পানি, বিদ্যুৎ , গ্যাস ইত্যাদি সুবিধা প্রদান  

জেলা

 নাগরিক সেবার তথ্য সারণি

 

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

                      সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি / ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট      আইন-কানুন

/ বিধি-বিধান

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১.

শিল্প  সহায়ক কেন্দ্র্র/ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউট

ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধনকরণ

সম্প্রসারণ কর্মকর্তা

উপ-ব্যবস্থাপক

শিল্প নিবন্ধনের জন্য শিল্প উদ্যোক্তা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করেন। অত:পর সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক কারখানার স্হান পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে নিবন্ধন  প্রদান করা হয়।

০৯ কার্যদিবস

১. কুটির শিল্পঃ ১০০/- টাকা

২. ক্ষুদ্র শিল্পঃ

শ্রেণী ১. ১০.০০ লক্ষ টাকা হতে ২০.০০ লক্ষ টাকা পযর্ন্ত বিনিয়োগের ক্ষেত্রে-  ৫০০/- টাকা

শ্রেণী ২. ২০.০০ লক্ষ টাকা হতে তদুর্ধ্বে পর্য়ন্ত বিনিয়োগের ক্ষেত্রে-২০০০/- টাকা

শিল্পনীতি 2010 -এর আলোকে

শিল্পসহায়ক কেন্দ্র প্রধান অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক অথবা পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ ) এর নিকট লিখিত অভিযোগ প্রদান অথবা প্রধান কার্যালয়ে রক্ষিত অভিযোগ বাক্সে  অভিযোগ  দাখিল

০২

শিল্প  সহায়ক কেন্দ্র্র/ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউট

ক্ষুদ্র ও কুটির শিল্পের কাঁচামাল আমদানির জন্য সুপারিশ প্রদান

সম্প্রসারণ কর্মকর্তা

উপ-ব্যবস্থাপক

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ  বিষয়ে  সহায়ক কাগজপত্রসহ আমদানিকারকগণ আবেদন করেন। সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক কারখানা  পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে কাঁচামাল ও মোড়ক সামগ্রী আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ করা হয়।

১৫ কাযদিবস

 

১. কুটির শিল্পঃ ২০/- টাকা

২. ক্ষুদ্র শিল্পঃ

শ্রেণী ১. ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেঃ ২০০/-

শ্রেণী ২. ১০.০০ লক্ষ টাকার উর্ধ্বে ২৫.০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেঃ ৪০০/-টাকা

শ্রেণী ৩. ২৫.০০ লক্ষ টাকার উর্ধ্বে ৫০.০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেঃ ৬০০/- টাকা

শ্রেণী ৪. ৫০.০০ লক্ষ টাকার উর্ধ্বে ৭৫.০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেঃ ৭০০/-

শ্রেণী ৫. ৭৫.০০ লক্ষ টাকার উর্ধ্বে ১.০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮০০/-

BSCIC  Act parliament  1957 এর বিধি বিধান ও শিল্পনীতির 2010 -এর আলোকে

শিল্প সহায়ক কেন্দ্র প্রধান অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক অথবা পরিচালক (উন্নয়ন ও সমপ্রসারণ ) এর নিকট লিখিত অভিযোগ প্রদান অথবা প্রধান কার্যালয়ে রক্ষিত অভিযোগ বাক্সে  অভিযোগ  দাখিল

০৩

শিল্প  সহায়ক কেন্দ্র্র/ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউট

শিল্পোদ্যোক্তা উন্নয়ন , ব্যবস্হাপনা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান /অধ্যক্ষ,

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউট

বিসিক ওয়েব সাইট, বিসিক Notice Board, পত্রিকায় বিজ্ঞাপন এবং মাঠ কর্মীদের মাধ্যমে অবহিতকরণ করা হয়। প্রয়োজনীয় শিল্পোদ্যোক্তার নিকট হতে  কাগজপত্রসহ আবেদন গ্রহণ করা হয়। সম্প্রসারণ কর্মকর্তা যাচাই করে সুপারিশসহ শিল্প সহায়ক কেন্দ্র প্রধানের নিকট উপস্হাপন করেন। কেন্দ্র প্রধান যাচাই করে যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই করেন। প্রশিক্ষণার্থীকে টেলিফোন/ এস এম এস/ পত্র মারফত/ ই-মেইল এর মাধ্যমে অবহিত করে পরবর্তীতে প্রশিক্ষণ প্রদান করা হয়।

১. শিল্পোদ্যোক্তা উন্নয়ন- ০৩ দিন ২. দক্ষতা উন্নয়ন- ০২ মাস হতে ৬ মাস

১. প্রশিক্ষণ ০৩দিন হলে -১০ টাকা

২. প্রশিক্ষণ ০২ মাস হতে ৬ মাস হলে- ১০০০ টাকা পর্যন্ত

৩. শিল্পোদ্যোক্তা  উন্নয়ন হলে –ফ্রি       ৪. দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে:                     - বেসামরিক-২০০ টাকা হতে ৪২৫ টাকা,         - সামরিক-১০০০ টাকা

 

BSCIC  Act of parliament 1957  এর বিধি বিধান মোতাবেক

 

পরিচালক/আঞ্চলিক পরিচালক

০4.

শিল্প  সহায়ক কেন্দ্র্র

উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান

সম্প্রসারণ কর্মকর্তা

উপ-ব্যবস্থাপক

ঋণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ বাংলাদেশ ব্যাংকের অভিন্ন ঋণ ফরমে ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন করবেন। আবেদন পত্র  ও কাগজ পত্রাদি যাচাই-বাছাই এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শণ করে সব কিছু সঠিক পাওয়ার পর,  ঋণ মঞ্জুর  কমিটি/ কর্তৃপক্ষ ঋণ মঞ্জুর করে। উদ্যোক্তাকে মঞ্জুরী পত্র প্রদান করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পাদন করার পর ঋণ বিতরণ হয়।

১. ক্ষুদ্র শিল্পের ঋণের জন্য -২০ দিন

২. কুটির শিল্প ঋণের জন্য-১০ দিন

১. ক্ষুদ্র শিল্প: ৫০/- টাকা

২. কুটির শিল্প:

                 ১০/-টাকা

 

BSCIC  Act of parliament  1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

০5.

--

প্রকল্প প্রোফাইল প্রণয়ন ও প্রকল্প মূল্যায়ন

সম্প্রসারণ কর্মকর্তা

উপ-ব্যবস্থাপক

বিসিক যে সমস্ত প্রোফাইল প্রণয়ন করছে তা অবহিত করার জন্য বিসিক ওয়েব সাইট/ পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। তাছাড়া মাঠ কর্মীদের মাধ্যমে প্রজেক্ট প্রোফাইলের বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করা হয়। উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক প্রোফাইল সরবরাহ করা হয়। প্রণয়নকৃত প্রোফাইল না থাকলে ৭ দিনের মধ্যে প্রণয়ন করে তা উদ্যোক্তাদের  সরবরাহ করা হয়।

৩০-৪৫ কার্যদিবস

 

কোন ফি নেয়া হয় না।

BSCIC  Act of parliament 1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

০6.

--

কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান

সম্প্রসারণ কর্মকর্তা

উপ-ব্যবস্থাপক

শিল্প ইউনিট স্থাপন, পণ্যের উৎপাদন-মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কারিগরি ও অন্যান্য   সহায়তা প্রদান বিষয়ে অবহিত করার জন্য বিসিক ওয়েব সাইট/পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। তাছাড়া মাঠকর্মীদের মাধ্যমে শিল্প ইউনিট স্থাপন, পণ্যের উৎপাদন-মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান বিষয়ে উদ্যোক্তাদের অবহিত  করা  হয়ে থাকে। উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক তা সরবরাহ করা হয়। এতদবিষয়ে কোন তথ্য না থাকলে ৭ দিনের মধ্যে প্রণয়ন/ সংগ্রহ করে  উদ্যোক্তাদের সরবরাহ করা হয়।

তৈরি থাকলে সাথে সাথে তৈরি করতে হলে ৭ দিন সময় নেয়া হয়।

কোন ফি নেয়া হয় না।

BSCIC  Act of parliament  1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

০7.

--

উন্নত মানের নকশা উদ্ভাবন ও বিতরণ

নকশাবিদ,  সম্প্রসারণ কর্মকর্তা

উন্নত মানের নকশা উদ্ভাবন ও বিতরণ বিষয়ে অবহিত করার জন্য বিসিক ওয়েব সাইট/ পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। তাছাড়া মাঠকর্মীদের মাধ্যমে উন্নত মানের নকশা উদ্ভাবন ও বিতরণ বিষয়ে উদ্যোক্তাদের অবহিত  করা  হয়। উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক তা সরবরাহ করা হয়। এতদবিষয়ে কোন তথ্য না থাকলে ৩ দিনের মধ্যে উদ্ভাবন/সংগ্রহ করে তা উদ্যোক্তাদের সরবরাহ করা হয়।

তৈরি থাকলে সাথে সাথে তৈরি করতে হলে ৩ দিন সময় নেয়া হয়।

কোন ফি নেয়া হয় না

BSCIC  Act of parliament 1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

০8.

--

লাগসই প্রযুক্তি আহরণ ও স্থানান্তর / উদ্ভাবন

সম্প্রসারণ কর্মকর্তা

লাগসই প্রযুক্তি আহরণ ও স্থানান্তর/ উদ্ভাবনের বিষয়টি অবহিত করার জন্য বিসিক ওয়েব সাইট/ পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। তাছাড়া মাঠকর্মীদের মাধ্যমে লাগসই প্রযুক্তি আহরণ ও স্থানান্তর/উদ্ভাবন বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করা  হয়। উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক তা সরবরাহ করা হয়। এতদবিষয়ে কোন তথ্য না থাকলে ৭ দিনের মধ্যে  লাগসই প্রযুক্তি আহরণ/ উদ্ভাবন করে তা উদ্যোক্তাদের সরবরাহ করা হয়।

তৈরি থাকলে সাথে সাথে তৈরি করতে হলে ৩ দিন সময় নেয়া হয়।

কোন ফি নেয়া হয় না

BSCIC  Act of parliament 1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

09.

--

ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও বাজারজাত করণের প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য সংগ্রহ, সংকলন ও বিতরণ করা

সম্প্রসারণ কর্মকর্তা

উদ্যোক্তার চাহিদা মোতাবেক বিনিয়োগ, উৎপাদন ও বাজারজাত করণের প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য সংগ্রহ, সংকলন করে বিতরণ করা হয়ে থাকে।

তৈরি থাকলে সাথে সাথে তৈরি করতে হলে ৭দিন সময় নেয়া হয়।

কোন ফি নেয়া হয় না

BSCIC  Act of parliament  1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

১0.

--

শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষনা, সমীক্ষা জরিপ ইত্যাদি পরিচালনা

সম্প্রসারণ কর্মকর্তা

শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষনা, বিপনণ সমীক্ষা, জরিপ ইত্যাদি পরিচালনা করে উদ্যোক্তাদের প্রয়োজনে সরবরাহ করা হয়ে থাকে।

১ দিন হতে ১৫ দিন সময় নেয়া হয়।

বিপনণ সমীক্ষা প্রণয়নে ৫০০০-১০০০০/-টাকা ফি নেয়া হয়্

BSCIC  Act parliament  1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

১1.

--

শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিনিয়োগ-পূর্ব ও বিনিয়োগ-উত্তর পরামর্শ প্রদান

সম্প্রসারণ কর্মকর্তা

আগ্রহী উদ্যোক্তাদের বিসিক অফিসে বা প্রকল্প স্হান পরিদর্শণের সময় বিনিয়োগ-পূর্ব পরামর্শ এবং স্হাপিত কারখানা পরিদর্শণ করে বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ উত্তর পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

উদ্যোক্তাকে    তাৎক্ষনিক সেবা প্রদান করা হয়ে থাকে।

ফ্রি

BSCIC  Act parliament  1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক

১2.

--

কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান

সম্প্রসারণ কর্মকর্তা

শিল্প কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে  সুপারিশের জন্য প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ আবেদন গ্রহণ। কারখানা  পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফের সুপারিশ করা হয়।

 

 

৭ কার্য দিবস

ফ্রি

BSCIC  Act parliament  1957 এর বিধি বিধান ও শিল্পনীতির 2010 -এর আলোকে

চেয়ারম্যান

13

--

শিল্প নগরীর উন্নত রাস্তাঘাট; পানি, বিদ্যুৎ , গ্যাস ইত্যাদি সুবিধা প্রদান  

শিল্পনগরী কর্মকর্তা

প্লট খালি থাকলে প্লটের জন্য বিসিক ওয়েব সাইট, বিসিক Notice Board, পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। জেলা অফিস, আঞ্চলিক কার্যালয়, প্রধান  কার্যালয় হতে  আবেদন ফরম বিক্রয় করা হয়। ডাউন পেমেন্টের (চেক/পে-অর্ডার) ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি সহ পূরণকৃত আবেদন ফরম  গ্রহণ এবং যাচাই-বাছাই করে জেলা ভূমি বরাদ্দ কমিটি (LAC)-তে উপস্থাপন করা হয়। কমিটি কতৃর্ক চূড়ান্ত সিদ্ধ্বান্ত বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বরাদ্দ পত্র ইস্যু ও পজেশন হস্তান্তর।

৩ মাসের মধ্যে নিস্পত্তি

১০০০/-টাকা ভুমি বরাদ্দ আবেদন ফরম

১০০০০/-টাকা লিজ ডীড

 

BSCIC  Act of parliament 1957 এর বিধি বিধান মোতাবেক

শিল্প  সহায়ক কেন্দ্র্র প্রধান বা আঞ্চলিক পরিচালক