মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
- প্রোফাইল
- পরিচিতি
- অর্গানোগ্রাম
- কার্যপরিধি
- অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
- অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
- নাগরিক-সেবার তালিকা
- নাগরিক-সেবার তথ্য সারণি
এক নজরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
প্রতিষ্ঠানের নাম |
বাংলা |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর |
|||
ইংরেজি |
Directorate of Secondary and Higher Education |
||||
সংক্ষিপ্ত |
DSHE |
||||
অফিস প্রধানের পদবি |
মহাপরিচালক |
নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় |
শিক্ষা মন্ত্রণালয় |
||
অফিস কোড |
গুগল ম্যাপ কোড |
আঞ্চলিক অফিস সংখ্যা |
জেলা অফিস সংখ্যা |
উপজলা অফিস সংখ্যা |
জনবল |
3571 |
|
9 |
64 |
460 |
294 (প্রধান কার্যালয়) |
যোগাযোগের তথ্যাবলি |
ঠিকানা |
শিক্ষা ভবন ১৬ আব্দুল গনী রোড ঢাকা-১০০০। |
ফোন নং |
+৮৮০-২-9553542 |
|
ফ্যাক্স নং |
+৮৮০-২-9564098 |
||||
ই-মেইল |
|||||
মোবাইল নং |
+৮৮০১৭১২-৮৫৭৫৪০ |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর - পরিচিতি
দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এ অধিদপ্তরের প্রধান মহাপরিচালক। ৪ জন পরিচালক যারা বিভিন্ন উপ-পরিচালক, সহকারী পরিচালক ও গবেষণা অফিসারের মাধ্যমে প্রধান কার্যালয়ে এবং মাঠ পর্যায়ের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত কার্যালয়ের মাধ্যমে তাদের কর্তব্য সঞ্চালিত করে মহাপরিচালক-কে তার কার্যক্রমে সহযোগিতা করে থাকেন। এ অধিদপ্তর প্রায় ২৯৫৬৯টি মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও টারসিয়ারি প্রতিষ্ঠান এবং এর ৪,১২,৫২৬ জন শিক্ষক/শিক্ষিকা এবং ১,৩৮,৪০,১৬৪ জন ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণ করে থাকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মোট ৬৭ জন প্রথম শ্রেণির, ১১ জন দ্বিতীয় শ্রেণির, ১৬৬ জন তৃতীয় শ্রেণির এবং ৫০ জন চতুর্থ শ্রেণির কর্মকর্তা/ কর্মচারীর পদ রয়েছে। ৯টি জোনাল অফিসে ২৩৪ জন, জেলা পর্যায়ের অফিসে ৬৩৪ জন, এবং উপজেলা পর্যায়ে ২৩৭২ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত। এ অধিদপ্তরের মূল লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা সেবা পৌছে দিয়ে শিক্ষিত এবং আলোকিত মানুষ তৈরি করা, যারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ের সমস্যাবলী নিরূপণ ও তা মোকাবলা করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মান উন্নয়ন এবং শিক্ষা সমতা বাস্তবায়নে অধিকতর মনোনিবেশ করেছে।
১.৩ মাউশি -অর্গানোগ্রাম
১.৪ মাউশি -কার্যপরিধি
• শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়ন
• একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন
• শিক্ষক প্রশিক্ষণ
• বেসরকারি শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তিকরণ
• তথ্য হালনাগাদকরণ
• শিক্ষক/কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও বদলি
• বিভিন্ন জরিপ/শুমারি
• অভিযোগ গ্রহণ ও তদন্তের মাধ্যমে নিষ্পত্তিকরণ
• উপবৃত্তি বিতরণ
• বই বিতরণ
• শিক্ষায় প্রযুক্তির ব্যবহার
• বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত
• সহশিক্ষাক্রমিক কার্যক্রম
• ইভটিজিং প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ
• প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি
• কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণ
• বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত দায়িত্ব সম্পাদন ইত্যাদি।
১.৫ এক নজরে আঞ্চলিক অফিস
নাম |
বাংলা |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক অফিস |
ইংরেজি |
Secondary & Higher Education Zonal Office |
|
সংক্ষিপ্ত |
Zonal Office |
|
অফিস সংখ্যা |
৯ |
|
অফিস প্রধানের পদবি |
উপ-পরিচালক |
|
জনবল |
23-৩১ (প্রকল্পের জনবলসহ) |
১.৭ এক নজরে জেলা অফিস
নাম |
বাংলা |
জেলা শিক্ষা অফিস |
ইংরেজি |
District Education Office |
|
সংক্ষিপ্ত |
DEO Office |
|
অফিস সংখ্যা |
৬৪ |
|
অফিস প্রধানের পদবি |
জেলা শিক্ষা অফিসার |
|
জনবল |
৯+৬ (প্রকল্পের জনবলসহ) |
১.৯ এক নজরে উপজেলা অফিস
নাম |
বাংলা |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস |
ইংরেজি |
Upazila Secondary Education Office |
|
সংক্ষিপ্ত |
Secondary Education Office |
|
অফিস সংখ্যা |
৪৮৫ |
|
অফিস প্রধানের পদবি |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
|
জনবল |
৭ |
১.৬ আঞ্চলিক অফিসের অর্গানোগ্রাম
১.৮ জেলা অফিসের অর্গানোগ্রাম
১.১০ উপজেলা অফিসের অর্গানোগ্রাম
২.১ বিদ্যমান নাগরিক সেবার তালিকা (অধিদপ্তর/ অঞ্চল/ জেলা/ উপজেলা পর্যায়)
ক্রমিক নং |
সেবার নাম |
সেবার পর্যায় (অধিদপ্তর/ অঞ্চল/ জেলা/ উপজেলা) |
১। |
একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন |
উপজেলা/জেলা |
২। |
শিক্ষক প্রশিক্ষণ |
উপজেলা/জেলা |
৩। |
শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ |
উপজেলা |
৪। |
বই বিতরণ |
উপজেলা/জেলা |
৫। |
শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম |
উপজেলা/জেলা |
৬। |
শিক্ষক/কর্মচারী নিয়োগ কার্যক্রম |
আঞ্চলিক অফিস/ অধিদপ্তর |
৭। |
এমপিও ভুক্তিকরণ |
উপজেলা/ জেলা/ অধিদপ্তর |
২.2 নাগরিক সেবার তথ্য সারণি |
||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক নং |
সেবা প্রদানকারী অফিসের নাম |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
প্রয়োজনীয় ফি/ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ |
সংশ্লিষ্টআইন-কানুন /বিধি-বিধান/ নীতিমালা |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
জ |
ঝ |
০১ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস |
একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার
|
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে/ অনুমোদন সাপেক্ষে প্রস্তুতকৃত পরিদর্শন সুচি অনুযায়ী আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শন কখনো আকস্মিক আবার কখনো পূর্বে অবহিত করে করা হয়। নিয়মিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিদর্শন, মনিটরিং করে শিক্ষকদের পরামর্শ প্রদান করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক রিপোর্ট প্রস্তুত করে তা প্রেরণ করা হয়। |
পুরো কার্যক্রম শেষ হতে ১৩-১৫ দিন লাগে তবে পরিদর্শন করে রিপোর্ট দেয়া পর্যন্ত ১-৩ দিন |
বিনামূল্যে |
পরিদর্শন ও তত্ত্ববধান নীতিমালা, ২০১৩
কর্মবন্টন নীতিমালা, ২০০৮
|
জেলা শিক্ষা অফিসার |
০২ |
-ঐ- |
শিক্ষক প্রশিক্ষণ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার |
আবেদনের প্রেক্ষিতে অথবা কর্তৃপক্ষের নির্দেশে বিষয় ভিত্তিক তালিকা প্রণয়ন করেপ্রশিক্ষণের তারিখ ও স্থানের বিষয়ে শিক্ষকদেরপত্র মারফত অবহিত করা হয়। অত:পর শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। |
প্রশিক্ষণে প্রেরণের জন্য ৯-১০ দিন |
বিনা খরচে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। অধিকন্তু প্রশিক্ষণার্থীকে টিএ ও ডিএ প্রদান করা হয়। |
|
জেলা শিক্ষা অফিসার |
০৩ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস |
শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার
|
নীতিমালার আলোকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রেরিত ছক/ ফরমে শিক্ষার্থীদের তালিকা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। কর্তৃপক্ষ কর্তৃক যাচাই- বাছাই ও প্রক্রিয়াকরণের পর যোগ্য শিক্ষার্থীদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয় এবং সে মোতাবেক প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করা হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের সাথে আলোচনা করে বিতরণের জন্য সিডিউল প্রস্তুত করেন এবং সে মোতাবেক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তি বিতরণ করা হয়। |
১ দিন |
বিনামূল্যে
|
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি বিতরণ নীতিমালা;
|
জেলা শিক্ষা অফিসার/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
০৪ |
-ঐ- |
বই বিতরণ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার
|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বইয়ের চাহিদা চেয়ে পত্র প্রেরণ করা হয়। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট চাহিদা প্রেরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক সকল চাহিদা একত্রিত করে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে এনসিটিবিতে প্রেরণ করা হয়। এনসিটিবি কর্তৃক সরবরাহকৃত বই উপজেলায় গুদামজাত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সভা করে বই বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অত:পর অনুমোদিত সিডিউল মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিষ্ঠান প্রধানের নিকট বই বিতরণ করা হয়। অবশেষে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের নিকট বই বিতরণ করেন। |
বিতরণ ১-২ দিনই সম্পন্ন হয়
তবে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে ৩৫-৪০ দিন লাগে |
বিনামূল্যে
|
নীতিমালা অনুসারে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের মাঝে
|
জেলা শিক্ষা অফিসার |
০৫ |
-ঐ- |
শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার
|
শিক্ষার মানোন্নয়নে একাডেমিক সুপার-ভিশন, শিক্ষক-অভিভাবক সমন্বয় সভা অনুষ্ঠান, প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠান ও ক্লাস্টার গঠনকরণ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা |
১০ দিন |
বিনামূল্যে |
কর্মবন্টন নীতিমালা, ২০০৮ অনুসারে
|
জেলা শিক্ষা অফিসার |
০৬ |
-ঐ- |
শিক্ষক/কর্মচারী নিয়োগ কার্যক্রম |
জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এসএমসি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি |
মাধ্যমিক স্তরের বেসরাকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/ কর্মচারী নিয়োগকারী কর্তৃপক্ষ হলো ম্যানেজিং কমিটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তা সমন্বয় করে এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে কী না তা তদারকি করে।
|
আনুমানিক ৩০ দিন |
বিনামূল্যে |
জনবল কাঠামো নীতিমালা, ২০১০ (সংশোধিত ৪/২/২০১৩)
|
জেলা শিক্ষা অফিসার |
০৭ |
প্রতিষ্ঠান |
এমপিও |
জেলা শিক্ষা অফিসার ও মহাপরিচালক
|
বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগকৃত শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য নীতিমালা মোতাবেক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যপত্র দাখিল করলে তা যাচাই করে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অধিদপ্তরে প্রেরণ করা হয়। অধিদপ্তর নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই করে এমপিও ভূক্তির আদেশ জারি করে অন্যথায় কোন প্রশ্ন থাকলে বা কাগজপত্রের ঘাটতি থাকলে উপজেলায় ফেরত দেয়া হয়। নিয়োগ প্রক্রিয়া সঠিক থাকলে চাহিত কাগজপত্র পূনরায় যথাযথ ভাবে প্রেরণ করা হয়। |
১৫ দিন |
বিনামূল্যে |
জনবল কাঠামো নীতিমালা, ২০১০ (সংশোধিত ৪/২/২০১৩) |
মহাপরিচালক |